ইরফান খানের মৃত্যু ভারতীয় সিনেমার জগতে এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘদিন ধরে তিনি ভুগছিলেন দুরারোগ্য ক্যান্সার রোগে। মাত্র ৫৩ বছর বয়সে চলে যাওয়ায় ভারতীয় সিনেমার অপূরণীয় ক্ষতি হলো। তাঁর স্বল্প অভিনয় জীবনে তাঁর অভিনীত চরিত্রগুলি তিনি জীবন্ত করে তুলেছিলেন। তাঁর অসাধারণ অভিনয় দক্ষতা দিয়ে তিনি আন্তর্জাতিক সিনেমার জগতেও একজন পরিচিত নাম ছিলেন। অর্জন করেছিলেন আন্তর্জাতিক স্বীকৃতি। আজ আমরা এই প্রতিবেদনে তাঁর অভিনীত অসাধারণ সিনেমাগুলি তালিকভুক্ত করেছি। দেখে নিন ইরফান খান অভিনীত সেরা ১০ সিনেমা, যা তাঁকে অবিস্মরণীয় করে রাখবে।
১. হাসিল: তিমাংসু দুলিয়া পরিচালিত এই সিনেমাতে তিনি ছাত্র নেতার ভূমিকায় অভিনয় করেন।
২. মকবুল: শেক্সপিয়ারের ম্যাকবেথের একটি রূপান্তর। ছবিটিতে ইরফান খান মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন। এই সিনেমায় তিনি তাবু, নাসিরউদ্দিন শাহ এবং পঙ্কজ কাপুরের সাথে স্ক্রিন স্পেস শেয়ার করেছিলেন।
৩. লাইফ ইন এ মেট্রো: কঙ্কনার বিপরীতে তাঁর অভিনয় সকলের প্রশংসা অর্জন করে নেয়।
৪. দ্য নেমসেক: মীরা নায়ার পরিচালিত এই সিনেমায় তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। এই সিনেমাতে তাঁর অনবদ্য অভিনয় জুলিয়া রবার্টসের প্রশংসা অর্জন করে নেয়।
৫. স্লামডগ মিলিয়নিয়ার: অস্কার পুরস্কৃত স্লামডগ মিলিয়নিয়ার ছবিতে বিশ্বের দর্শকদের নজরে তিনি ভালোভাবে চলে আসেন।
৬. বিল্লু: এই ছবিতে তিনি নাপিতের ভূমিকায় অভিনয় করেন। সহ অভিনেতাদের মধ্যে ছিলেন শাহরুখ খান ও লারা দত্ত।
৭. ইয়ে সালি জিন্দেগি: সহ অভিনেতারা চিত্রাঙ্গদা সিংহ, অদিতি রাও হায়দারের সঙ্গে তাঁর অভিনয় দেখার মতো।
৮. পান সিং তোমর: এই সিনেমার জন্য ৬০তম জাতীয় ফিল্ম অ্যাওয়ার্ডে তিন বেস্ট অ্যাক্টর হিসাবে পুরস্কৃত হন। এই সিনেমায় তাঁর অসাধারণ অভিনয় তাকে শ্রেষ্ট চরিত্র শিল্পী হিসাবে খ্যাতি এনে দেয়।
৯. লাইফ অফ পাই: অস্কার জয়ী এই সিনেমাতেও তিনি তাঁর অসাধারণ অভিনয়ের স্বাক্ষর রাখেন।
১০. হায়দার: বিশাল কাপুর পরিচালিত তিনি অসাধারণ অভিনয় দিয়ে প্রমাণ করে তাঁর অভিনয় ক্ষমতার। শাহীদ কাপূর, শ্রদ্ধা কাপূরদের মতো স্টারডম অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি অভিনয় করেন।
১১. তলবার: আরুশি হত্যা নিয়ে রচিত এই সিনেমাতে তিনি প্রধান চরিত্রে অভিনয় করেন। পরিচালক ছিলেন মেঘনা গুলজার।
১২. পিকু: সুরজিৎ সরকার পরিচালিত এই সিনেমায় অমিতাভ বচ্চন ও দিপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করেন। ছাপ রাখেন নিজস্ব অভিনয়ের।
এছাড়াও আরও তিনটি সিনেমায় দ্য লাঞ্চ বক্স, হিন্দি মিডিয়াম ও আংরেজি মিডিয়ামে তাঁর অভিনয় ক্ষমতার নৈপুণ্য রেখে যান।