স্টেশনে গিয়ে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে ট্রেনের টিকিট কাটার ঝক্কি পোহাতে চান না অনেকেই। তাছাড়া কাজের চাপে অনেকেই সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে পারেন না। সময় ও পরিশ্রম বাঁচাতে বাড়িতে বসে IRCTC এর ওয়েবসাইটে নিমেষে টিকিট কেটে ফেলেন। ডিজিটাল জুগে এই ই-টিকিটের পসার বেড়েছে অনেকটাই। ই-টিকিটে কেটে তা পরে বাতিল করে টাকা ফেরত পাননি অনেকে, ফলে অনলাইন ওয়েবসাইটে টিকিট কাটার উপর বিশ্বাসযোগ্যতার অভাব দেখা দিয়েছে। তবে আপনি একটু সচেতন হলেই ই-টিকিটে বাতিল করা টিকিটের টাকা ফেরত পেতে পারেন সহজে, শুধু জেনে নিন নিয়মাবলি।
কনফার্ম টিকিট বাতিল করলে কত টাকা চার্জ কাটবে
ট্রেন ছাড়ার ৪৮ ঘন্টা আগে আপনি যদি এ সি ফার্স্ট ক্লাস ও এক্সিকিউটিভ ক্লাসের কনফার্ম টিকিট বাতিল করেন তাহলে টিকিট প্রতি ২৪০ টাকা চার্জ কেটে নেওয়া হবে।
আপনি যদি এসি দু টায়ার, বা ফার্স্ট ক্লাস শ্রেণীর টিকিট বাতিল করেন তাহলে মাথা পিছু ২০০ টাকা চার্জ কেটে নেওয়া হবে।
আপনি যদি এসি থ্রি টায়ার বা এসি চেয়ার কার বা এসি থ্রি ইকোনমি ক্লাসের টিকিট বাতিল করেন তাহলে মাথা পিছু ১৮০ টাকা কেটে নেওয়া হবে।
আপনি যদি স্লিপার ক্লাসের টিকিট বাতিল করেন তাহলে মাথা পিছু ১২০ টাকা চার্জ কাটা হবে।
ট্রেন ছাড়ার ৪৮ থেকে ১২ ঘণ্টা আগে আপনি যদি টিকিট বাতিল করেন তাহলে টিকিটের মূল্যের ২৫ শতাংশ চার্জ কেটে নেওয়া হবে। এছাড়া আপনি যদি ট্রেন ছাড়ার ১২ থেকে ৪ ঘণ্টা আগে যদি কনফার্ম টিকিট বাতিল করেন তাহলে ৫০ শতাংশ চার্জ কেটে নেওয়া হবে।
আরও পড়ুন : বাড়িতে বসেই দেখে নিন রেলের রিজার্ভেশন চার্ট, জেনে নিন পদ্ধতি
ই-টিকিট বাতিলের ক্ষেত্রে, আপনি যদি ট্রেন ছাড়ার ৪ ঘন্টা আগে যদি টিকিট ডিপোজিট রিসিপ্ট জমা করেন তবেই বাতিল করা টিকিটের টাকা ফেরত পাবেন, নয়তো পাবেন না। RAC ই-টিকিট বাতিল করলে ট্রেন ছাড়ার ৩০ মিনিট আগে যদি টিডিআর জমা দেন তাহলে টাকা রিফান্ড পাবেন।
তৎকালে কনফার্ম টিকিট বাতিল করলে টাকা ফেরত পাবেন না। কিন্তু তৎকালে কাটা কনফার্ম না হওয়া টিকিট ওয়েটিং লিস্টে থাকে বা যদি ট্রেন ছাড়তে দেরি করে তাহলে কিছু টাকা চার্জ কেটে রেখে রেল কতৃপক্ষ বাকি টাকা ফেরত দিয়ে দেবেন।