India`s Most Successful Actress Who Earned 4000 Crores In Box Office : একটি ছবিতে একটি নায়কের সঙ্গে সঙ্গে গুরুত্বপূর্ণ একটি নায়িকাও। অনেকেই আছে যারা ছবিতে নায়ক নায়িকা কে আছেন সেটা দেখার পরই ছবিটা দেখেন। তাই একটি ছবির সাফল্যের পিছনে একজন অভিনেত্রীর হাতও থাকে। চলুন আজকে জেনে নিই বলিউড (Bollywood) -র সবথেকে সাকসেসফুল অভিনেত্রী কে (Most Successful Actress In Bollywood)।
বক্স অফিস ইন্ডিয়ার মতে বলিউডের সবথেকে সাকসেসফুল অভিনেত্রী হলেন করিনা কাপুর (Kareena Kapoor)। তিনি তার অভিনয় ক্যারিয়ারে মোট ২৩ টি বিগ হিট হিট ছবিতে অভিনয় করেছেন। এই ছবিগুলি থেকে করিনা কাপুর বিশ্বব্যাপী বক্স অফিসে চার হাজার কোটি টাকা উপার্জন করেছেন। এদিকে করিশ্মা আর ক্যাটরিনা দুজনেই ২২ টি হিট ছবিতে অভিনয় করেছেন। ২১ টি হিট ছবিতে অভিনয় করেছেন রানী মুখার্জি। প্রিয়াঙ্কা চোপড়া ১৮ টি এবং কাজল ১৪ টি হিট ছবিতে অভিনয় করেছেন।
২০০০ সালে বলিপাড়ায় পা রেখেছিলেন করিনা। বর্ষীয়ান অভিনেতা বলিউডের ‘অ্যাংরি ইয়ং ম্যান’ অমিতাভ বচ্চনের পুত্র অভিষেক বচ্চনের সঙ্গে ‘রিফিউজি’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী। বলিপাড়ার অন্দরমহল সূত্রে জানা যায়, করিনার কেরিয়ারের প্রথম ছবি হওয়ার কথা ছিল ‘কহো না… প্যার হ্যায়’। কিন্তু সেই ছবিতে নায়িকার থেকে নায়ককে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল বলে এই ছবিতে না করে দেই করিনা।
এরপর করিনা একের পর এক হিট ছবিতে অভিনয় করেন। তিনি বজরঙ্গি ভাইজান ,থ্রি ইডিয়টস এবং সেইসাথে কিছু হিট এবং ব্লকবাস্টার যেমন কাভি খুশি কাভি গম, আইতরাজ, জাব উই মেট, বডিগার্ড এবং গুড নিউজের মত হিট হিট ছবিতে অভিনয় করে দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।
করিনার বজরঙ্গি ভাইজান, যা একাই বিশ্বব্যাপী ৯১৮ কোটি রুপি আয় করেছিলো। অন্যান্য অভিনেত্রীদেরও সফল ছবি আছে, বিশেষ করে দীপিকা পাড়ুকোন, প্রিয়াঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা। কিন্তু তাদের ক্রমবর্ধমান আয় কারিনার ফিগারের চেয়ে কম। করিনা ২৩ টি ছবি গোটা বিশ্ব ব্যাপী ৪০০০ টাকা কোটি আয় করেছে। আর এই কারণে বলিউডের তিনি সবথেকে দামী অভিনেত্রী হিসেবে বিবেচিত হন।
আরও পড়ুন : প্রথম ব্যবহারেই দাগছোপ হবে দূর, কফি ফেসিয়াল এইভাবে করলে কাঁচের মত চকচক করবে ত্বক
আরও পড়ুন : সৌরভ গাঙ্গুলীর বায়োপিকের নায়ক কে? ফাঁস হতেই চমকে গেলেন নেটিজেনরা
কারিনা ছাড়াও, আরও কয়েকজন ভারতীয় অভিনেত্রী রয়েছেন, যাদের ছবি ৩০০০ কোটি রুপি আয় করেছে। এর মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন,অনুষ্কা শর্মা। আর অনুষ্কা শেঠি এবং তামান্না ভাটিয়াদের মত অভিনেত্রীদের ছবি ২৪০০ কোটি টাকা আয় করেছে।আর ঐশ্বর্য রাই, আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, ক্যাটরিনা কাইফ, নয়নতারা এই অভিনেত্রীদের ছবি দুই হাজার কোটি টাকা আয় করেছে।