নাগরিকত্ব প্রমাণে লাগবে না পূর্বপুরুষের পরিচয়পত্র, বড় ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ নিয়ে যখন উত্তাল দেশ, ঠিক সেসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে বড় ঘোষণা নাগরিকত্ব প্ৰমাণ করা নিয়ে। তাহলে কি শেষমেষ চাপের মুখে নতি স্বীকার মোদি সরকারের! উঠছে প্রশ্ন।

নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে যখন দেশজুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে ঠিক সেসময় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ট্যুইট করে জানানো হয়, নাগরিকত্ব প্রমাণ করতে বাবা মায়ের কোনো নথি বা পরিচয়পত্র প্রয়োজন হবে না। এমনকি ক্ষেত্র বিশেষে স্থানীয়দের বক্তব্যকেও মান্যতা দেওয়া হবে। এছাড়াও আধার কার্ডকেও দেওয়া হবে মান্যতা।

শুক্রবার সন্ধ্যায় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে এমনই জানানো হয় ট্যুইটের মাধ্যমে। ট্যুইটে লেখা রয়েছে, “নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে পূর্বপুরুষের পরিচয়পত্র বাধ্যতামূলক নয়। ১৯৭১ সালের আগের কোনো নথিও দেখাতে হবে না। নিজের পরিচয়পত্র নাগরিকত্ব প্রমাণের ক্ষেত্রে যথেষ্ট। নিরক্ষর ব্যক্তির যদি কোন প্রমানপত্র না থাকে তাহলে সংশ্লিষ্ট আধিকারিক সেই ব্যক্তিকে সেই গ্রামের বাসিন্দাদের সাক্ষী হিসাবে আনার অনুমতি দেবেন। কোন প্রকারে সেই ব্যক্তিকে সমস্যায় ফেলা হবে না।”

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকেই ট্যুইট করে এও জানানো হয়, নাগরিকত্ব প্রমাণ করার ক্ষেত্রে জন্মের তারিখ, স্থান অথবা এই দুটির কোন নথি থাকলেই নাগরিকত্ব প্রমাণ করা যাবে। ভারতীয় কোন নাগরিককে অযাচিতভাবে হায়রান করা হবে না।