ভারতীয় সেনার কোন পদমর্যাদায় কত বেতন? কার বেতন সব থেকে বেশি?

Salary of Indian Army: ভারত সরকারের (Govt of India) সব সম্মানজনক পদগুলোর মধ্যে অন্যতম হল ভারতীয় সেনাবাহিনী (Indian Army)। ভারতীয় সেনা হিসেবে দেশের সেবা করার সুযোগ পাওয়া সত্যিই একটা গর্বের বিষয়। বহু মানুষের ছোটবেলা থেকেই স্বপ্ন থাকে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেওয়ার।

ভারতীয় সেনাবাহিনীর জওয়ান (Soldier) থেকে শুরু করে জেনারেল (General) পর্যন্ত সকলেই কেন্দ্রীয় সরকারের (Central Govt) সপ্তম বেতন কমিশনের অধীনে বেতন এবং অন্যান্য সুবিধা পাওয়া যায়। এই প্রতিবেদনে দেওয়া হয়েছে ভারতীয় সেনাবাহিনীর কোন পদে কত টাকা বেতন পাওয়া যায় তার তালিকা।

INDIAN ARMY OFFICER

ভারতীয় সেনা ক্যাপ্টেন ও সেনার মেজর (Indian Army Captain and Army Major) : ভারতীয় সেনাবাহিনীর এই পদে রয়েছেন যারা তারা ভাতার পাশাপাশি আলাদা করে বেতন পান। তাদের ৬১ হাজার ৩০০ টাকা থেকে ১ লক্ষ ৯৩ হাজার ৯০০ টাকা পর্যন্ত হতে পারে। আর মেজর পদের দায়িত্বে থাকলে ভাতা ছাড়াই ৬৯ হাজার ৪০০ টাকা থেকে ২ লাখ ৭২০০ টাকা পর্যন্ত বেতন হতে পারে।

লেফটেন্যান্ট কর্নেল ও কর্নেল (Lieutenant. colonel. and colonel): এই পদের আধিকারিকদের বেতন হয় এক লাখ টাকার বেশি। ভাত ছাড়াই প্রতি মাসে ১ লক্ষ ২১ হাজার ২০০ থেকে ২ লক্ষ ১২ হাজার ৪০০ টাকা পর্যন্ত পাওয়া যায়। তবে কর্নেল পদের দায়িত্বে থাকলে তাকে ১ লক্ষ ৩০ হাজার ৬০০ টাকা বেতন দেওয়া হয়।

INDIAN ARMY OFFICER

আরও পড়ুন – দেশের আগে প্রেম নয়, এই ভারতীয় সেনার অসমাপ্ত প্রেম আপনার চোখে জল এনে দেবে

বিগ্ৰেডিয়ার জেনারেল ও মেজর জেনারেল (Brigadier General and Major General): বিগ্ৰেডিয়ার জেনারেলদের মাসিক বেতন হয় প্রায় ১ লক্ষ ৩৯ হাজার ৬০০ টাকা থেকে ২ লক্ষ ১৭ হাজার ৬০০ টাকা পর্যন্ত। মেজর জেনারেল পদের দায়িত্বে থাকলে বেতন ১ লক্ষ ৪৪ হাজার ২০০ টাকা হয়। তবে সবোর্চ্চ বেতন হয় ২ লক্ষ ১৮ হাজার ২০০ টাকা।

INDIAN ARMY OFFICER

আরও পড়ুন – রবীনা ট্যান্ডনকে চেয়ে বসে পাকিস্তান, মোক্ষম জবাবে পাকিস্তানকে শায়েস্তা করে ভারতীয় সেনারা

জেনারেল এইচএজি ও ভাইস চিপ অফ আর্মি (General HG and Vice Chief of Army): সেনাবাহিনীর শীর্ষ পদে থাকা জেনারেল এইচএজির বেতন হয় প্রায় ২ লাখ ৫ হাজার ৪০০ টাকা থেকে শুরু করে ২ লাখ ২৪ হাজার ৪০০ টাকা। ভাইস চিপ অফ আর্মির বেতন স্তর শুরু হয় ২ লাখ ২৫ হাজার টাকা থেকে ২০০ টাকা‌। ভারতীয় সেনার প্রধান চিপ অফ আর্মি স্টাফ বেতন পান প্রতিমাসে আড়াই লক্ষ টাকা।