
অনেকেই সন্তানের নামের প্রথম অক্ষর অ বা আ দিয়ে রাখেন। বাংলায় ‘অ’বা ‘আ’হলে ইংরেজিতে হয় A। সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি বলে প্রত্যেকটি অক্ষরের ই আলাদা আলাদা গুণ আছে, এনার্জি আছে ও ভাইব্রেশন আছে।
এই সংখ্যাতত্ত্ব অনুযায়ী নামের অক্ষর দিয়ে বোঝা যায় তার ব্যক্তিত্ব ও চরিত্র কী রকম হবে? তাহলে জেনে নিন সংখ্যাতত্ত্ব অনুযায়ী অ বা আ বা A নামের অক্ষরের ব্যক্তিদের চরিত্র কেমন হয়?
১। সংখ্যাতত্ত্ব বলে অ বা আ বা A দিয়ে যাদের নাম শুরু তাদের ব্যক্তিত্ব অত্যন্ত প্রখর হয়।
২। এই আদ্যক্ষর যুক্ত ব্যক্তিরা হন স্পষ্টবাদী। তারা অন্যায় টিকে অন্যায় বলতে দ্বিধা করেন না। কারোর কাজের সমালোচনা করতে হলে সেটি ও সামনাসামনি করেন। লোকের পিছনে কিছু বলেন না।
৩। এরা সমস্ত কাজ যুক্তি বুদ্ধি দিয়ে করে।
৪। এদের মধ্যে শিল্প প্রতিভা থাকে। অভিনয় ,অঙ্কনে এরা বিশেষ পারদর্শী হয়।
৫। রোমান্টিক চরিত্রের হয়ে থাকে এই সকল ব্যক্তিরা।তবে এদের প্রথম দিককার প্রেমগুলো হয় একতরফা।
৬। এরা ভীষণ সাহসী’ হয়। বিভিন্ন সাহসী কাজকর্মে এরা এগিয়ে যায়, সাহসিকতা প্রদর্শন করতে গিয়ে অনেক ক্ষেত্রে বিপদের সম্মুখীন হয়
৭। শিক্ষকতা, গবেষণা ইত্যাদি ক্ষেত্রে এরা সফল হবে।
৮।এরা প্রখর ব্যক্তিত্বের হয় তাই এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটি ক্ষমতা থাকে। এরা নেতৃত্ব দিতে পছন্দ করেন। ও জীবনের সব ক্ষেত্রে এরা নেতৃত্ব দিয়ে থাকেন। এদের কথায় অন্যরা খুব সহজেই প্রভাবিত হয়।
৯। এদের সাহসী মনোভাব ও লড়াকু মানসিকতার কারণে রাজনৈতিক ক্ষেত্রে এরা সফল হয়ে থাকে।
১০। উন্নত ব্যক্তিত্বের জন্য রাজনৈতিক ক্ষেত্র ছাড়া চাকরি ও ব্যবসার ক্ষেত্রেও এরা এগিয়ে থাকে। এদের ব্যক্তিত্ব আকর্ষক হয়।