২০১৮ সালের মাধ্যমিকের ফলাফল জানবেন কীভাবে ? 

পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ আয়োজিত মাধ্যমিক পরীক্ষা ২০১৮ ফল প্রকাশ হবে আগামী কাল বুধবার ৬ জুন। সকাল ৯ টায় সাংবাদিক সম্মেলনে পর্ষদের চেয়ারম্যান আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন। সকাল দশটার পর পর্ষদের ক্যাম্প অফিস থেকে মার্কশিট ও সার্টিফিকেট বিতরণ শুরু হবে। দশটার পর থেকে সকল ছাত্র-ছাত্রী ওয়েবসাইটে ফলাফল জানতে পারবেন।

চলতি বছর অর্থাৎ ২০১৮ সালে পর্ষদ ১২ থেকে ২১ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষার আয়োজন করেছিল। ফলাফল জানতে ছাত্র-ছাত্রীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট  wbresults.nic.in -এ ভিসিট করতে পারেন। এছাড়াও  examresults.net/wb , exametc.comresults.gov.in – ওয়েবসাইটেও মাধ্যমিকের ফলাফল জানা যাবে। এছাড়া এসএমএস করেও মাধ্যমিকের ফলাফল জানতে পারবেন ছাত্র-ছাত্রীরা। সেক্ষেত্রে ক্যাপিটাল লেটারে ডব্লিউবি এবং সংখ্যায় দশ লিখে একটা স্পেস দিন। তারপর নিজের রোল নাম্বার লিখে পাঠিয়ে দিন ৫৬২৬৩ নাম্বারে।

মনে রাখা জরুরী –

১ম – রেজাল্ট দেখার সময় রোল নাম্বার দেখে লিখুন।
২য় – রেজাল্ট দেখে অবশ্যই তার প্রিন্ট আউট করিয়ে নিন।
৩য়- যদি রেজাল্টে কোনও গণ্ডগোল থাকে তবে পুনরায় পর্যালচনার জন্য পর্ষদে রেজাল্ট পাঠাতে পারেন। তবে সেটা রেজাল্ট বেরনোর তারিখ থেকে এক মাস পর।
৪র্থ – রেজাল্ট পুনরায় যাচাইয়ের জন্য পর্ষদকে আবেদন ফি দিতে হবে।


সংবাদ সংস্থা এনডিটিভি এবং হিন্দুস্থান টাইমস জানাচ্ছে, ২০১৮ সালে প্রায় ১১,০২, ৯২১ পড়ুয়া মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন। এর মধ্যে ৬, ২১, ২৬৬ ছাত্রী এবং ৪, ৮১, ৫৫৫ ছাত্রী। অর্থাৎ এবছর ছাত্রীর সংখ্যা তুলনামূলকভাবে বেশী।

আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন 

সোশ্যাল মিডিয়ায় আমাদের সাথে যুক্ত হন : Facebook Instagram Twitter