

কোরোনা ভাইরাসের জেরে দেশ জুড়ে ধাপে ধাপে লক ডাউন। দেশের অন্যান্য শিল্পের মতনই এর প্রভূত প্রভাব পড়েছে ফিল্ম ইন্ডাস্ট্রিতে। বন্ধ হয়ে গেছে সিনেমার শুটিং। সিনেমা হল গুলিও বন্ধ তখন থেকে। এই লকডাউনে ফিল্ম ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিছু শর্তসাপেক্ষ ছাড় দেওয়া হলেও কীভাবে স্বাস্থ্যবিধি মেনে সুটিং করা যাবে সেই নিয়ে চিন্তায় বলিউড ইন্ডাস্ট্রি। বর্তমানে কিছু কঠোর বিধিনিষেধ মেনেই তালে ফেরার চেষ্টায় আছে ভারতীয় সিনেমা জগৎ।
কমলিস্তান স্টুডিওতে স্বাস্থ্যবিধি মেনে ও প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করে অক্ষয় কুমার ” লক ডাউন পরবর্তী সতর্কতা” নিয়ে একটি একটি বিজ্ঞাপন শুট করেন। পরিচালক আর বালকি জানান যে এই শুটটি সমস্ত সতর্কতা অবলম্বন করে এবং কেন্দ্রীয় সাস্থ্য মন্ত্রকের জন্য শুট করা হয়েছে।
শুট চলাকালীন ন্যুনতম সংখ্যক কর্মীদের নিয়ে কাজ করা হয়েছে। তারা প্রত্যেককেই ফেস মাস্ক ব্যবহার করেছিলেন। পিটিআই কে দেওয়া একটি ইন্টারভিউ তে তিনি বলেন, সামাজিক দূরত্ব বজায় রেখে, স্যানিটাইজ করা আউটডোর সেট, জীবাণুনাশক স্ক্রিন, মাস্ক ইত্যাদি ব্যবহার করে এইবিজ্ঞাপনটি শুটিং করা হয়েছে। তবে এই সবে অভ্যস্ত হতে তাদের বেশী সময় লাগেনি বলেই জানান তিনি। শুটে খুব কম সদস্য ছিলেন এবং সবরকম নির্দেশ কঠোর ভাবে পালন করা হয়েছে। তিনি এও বলেন যে এইসব বিধিনিষেধ মেনে কাজ করতে তাদের কোনো বিশেষ সমস্যা হয়নি।
এই শুটিং-এর একটি ভিডিও ইতিমধ্যেই ইনষ্টগ্রামে পোস্ট করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে শুটিং ক্রুর সদস্যদের একটি স্যানিটাইজ করা টানেলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তারপর তাদের ফেস মাস্ক এবং ফেস শিল্ড দেওয়া হচ্ছে। এছাড়াও পিপিই পড়া চিকিৎসা কর্মীদের দ্বারা তাদের শরীরের তাপমাত্রাও থার্মাল স্ক্যানার দিয়ে মাপা হচ্ছে।
বর্তমান অবস্থায় যেহেতু সিনেমা হল গুলি বন্ধ আছে সেহেতু বেশ কিছু সিনেমাকে অনলাইন ওটিটি প্লাটফর্মে রিলিজ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রযোজকরা। একনজরে দেখে নিন আগামী দিনে কোন বলিউড সিনেমাগুলো ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করবে এবং কোন সিনেমা কোন প্ল্যাটফর্মে রিলিজ করবে।
গুলাব সিতাবো | আমাজন প্রাইম ভিডিও |
লক্ষ্মী বোম্ব | ডিসনি + হট স্টার |
লুডো | নেটফ্লিক্স |
ঝুন্ড | নেটফ্লিক্স |
গুঞ্জন সক্সেনা দা কার্গিল গার্ল | নেটফ্লিক্স |
শকুন্তলা দেবী | আমাজন প্রাইম ভিডিও |
খালি পিলি | নেটফ্লিক্স |
মিমি | ডিসনি + হট স্টার |
লক ডাউনের ফলে বাংলা চলচ্চিত্র জগতেও বন্ধ শুটিং। এমন অবস্থায় বাংলায় সিনেমা তৈরি না হলেও ওয়েব প্ল্যাটফর্মে প্রকাশ করেছে বেশ কিছু শর্ট ফিল্ম। এইগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বারান্দা, গৃহবন্দি কলকাতা, মাংস, হিং, রূপকথা, শিল্পী এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি শর্ট ফিল্ম, একদিন ঝড় থেমে যাবে। প্রতিটি শর্ট ফিল্মের শুটিং নির্দিষ্ট নীতি মেনে এবং নিজ নিজ বাড়ি থেকে শুট করা হয়েছে।