ভারত সরকার আমাদের যে গ্যাস দিয়ে থাকে তা দুই রকম উপায়ে দিয়ে থাকে। এক ভর্তুকি যুক্ত গ্যাসের সিলিন্ডার আর আরেকটা আছে বাজার দরের উপর অর্থাৎ ভর্তুকহীন সিলিন্ডার। সাধারণত প্রতিটি পরিবার বর্তমানে ভর্তুকিযুক্ত ১২টি গ্যাসপূর্ন সিলিন্ডার পেয়ে থাকে। তবে এই ভর্তুকির টাকা পাওয়ার প্রক্রিয়া একটু জটিল।
প্রথমত আপনাকে বাজার দরে গ্যাস কোম্পানির কাছে সিলিন্ডার কিনে নিতে হয়। আর তারপর সেই গ্যাস সিলিন্ডারের ভর্তুকির টাকা আপনার যে ব্যাংক একাউন্টের সাথে সংযুক্ত করা আছে সেই একাউন্টে পৌঁছে দেয় ভারত সরকার। তবে এইভাবে আপনার ব্যাংক একাউন্টে ভর্তুকির টাকা সাধারণত ঢুকেছে কি না তা জানা যায় আপনার ব্যাংকের একাউন্টের সাথে যুক্ত থাকা মোবাইল নাম্বারে মেসেজ হিসাবে।
তবে অনেকের ক্ষেত্রেই সবসময় এই মেসেজ আসে না নির্দিষ্ট ব্যাংক থেকে। নানা রকম প্রযুক্তিগত অসুবিধা বা অনেকসময় ব্যাংকে মোবাইল নাম্বার জমা দেওয়া বা না জমা দেওয়া থাকলেও আপনার কাছে খবর আসে না আপনার গ্যাসের ভর্তুকির টাকা আপনার দেওয়া নির্দিষ্ট ব্যাংকের একাউন্টে ঢুকেছে কী না। তবে আজ আপনাদের আমরা জানাবো কীভাবে অনলাইনেই আপনি জেনে নিতে পারবেন, আপনার ব্যাংক একাউন্টে গ্যাস ভর্তুকির টাকা পৌঁছেছে কী না।
LPG গ্যাসের সাবসিডি এলো কি না যেভাবে বুঝবেন
প্রথমেই আপনাকে নির্দিষ্ট ওয়েবসাইট এ গিয়ে ক্লিক করতে হবে।আর এই ওয়েবসাইটটির আড্রেস টি হল www.mylpg.in এখানে ক্লিক করলে যে পেজ খুলবে সেখানে দেখতে পাবেন তিনটি গ্যাস সরবরাহকারী সংস্থার নাম।আপনি যে কোম্পানির গ্যাস সিলিন্ডার নিয়ে থাকেন সেই কোম্পানির নির্দিষ্ট জায়গায় গিয়ে ক্লিক করুন। যেমন Bharat Gas বা Indane বা HP।
এরপর আবার একটি নতুন পেজ আপনার সামনে খুলে যাবে। এই নতুন পেজে আপনি অনেক অপশনের মধ্যে পাবেন “অনলাইন ফিডব্যাক “নামের একটি অপশন। এই অপশনটি আপনাকে ক্লিক করতে হবে।
এখানে ক্লিক করলে আপনার সামনে কাস্টমার কেয়ার সিস্টেমের একটি পেজ খুলে যাবে।এখানে আপনাকে আপনার সম্পর্কীয় যাবতীয় তথ্য ঠিকঠাক দিতে হবে।যেমন গ্যাস কানকেশনের আই ডি, আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বার ইত্যাদি।
এসব কিছু তথ্য ঠিকঠাক ভাবে দেওয়া হয়ে গেলে আপনি জানতে পারবেন আপনার ভর্তুকির পরিমান, কবে ভর্তুকি জমা হয়েছে আপনার ব্যাংক একাউন্টে। আর এইভাবে আপনি সহজেই আপনার স্মার্টফোনের সাহায্যে সহজেই বাড়ি বসে আপনার গ্যাস ভর্তুকির স্ট্যাটাস জানতে পারবেন।
অফলাইনে স্ট্যাটাস জানার জন্য যা করবেন
প্রথমেই আপনার নিকটবর্তী গ্যাস ডিলারের অর্থাৎ যে কোম্পানির গ্যাস সিলিন্ডার আপনি ব্যবহার করেন সেই কোম্পানির গ্যাস সরবরাহ কেন্দ্রে যোগাযোগ করুন।সেখানে গিয়ে জেনে নিন আপনার মোবাইল নাম্বার রেজিস্টার্ড আছে কি না এছাড়াও জেনে নিন আপনার গ্যাস একাউন্টের সাথে ব্যাংক একাউন্ট সংযুক্তিকরন হয়েছে কী না।
যদি সেখানে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে আপনাকে ব্যাংকে এসে দেখে নিতে হবে আপনার LPG ভর্তুকি ফর্ম ফিলাপ করে জমা দেওয়া আছে কী না।যদি জমা দেওয়া থাকে তো ভালো ,আর না থাকলে অবশ্যই জমা করুন।এটাও জেনে নিন যে আপনার দেওয়া একাউন্টের সাথে গ্যাস আই ডি লিংক করা আছে কি না। আর যদি লিংক না করা থাকে তাহলে অবশ্যই লিংক করিয়ে নিন।এছাড়াও ভর্তুকি বিষয়ক কোন তথ্যের জন্য আপনি একটি টোল ফ্রি নাম্বারে ফোন করে জেনে নিতে পারেন।এই নাম্বারটি হল ১৮০০২৩৩৩৫৫৫।এই নাম্বারে ফোন করে আপনি আপনার ভর্তুকি সম্বন্ধীয় অভিযোগ জানাতে পারেন। এছাড়াও আপনি আপনার গ্যাস ভর্তুকি সম্বন্ধীয় তথ্য petroleum.nic.in এ গিয়েও জানতে পারবেন।