‘কুছ কুছ হোতা হ্যায়’র সেই ছোট্ট সর্দারজি এখন দেখতে কেমন, রইলো ফটোগ্যালারী

Here is How Child Actor of Kuch Kuch Hota Hai Parzan Dastur Look Like Now

‘কুছ কুছ হোতা হ্যায়’র (Kuch Kuch Hota Hai) সেই ছোট্ট সর্দারজিকে নিশ্চয়ই মনে আছে? যার নাম ছিল ‘সাইলেন্ট সর্দারজি’! প্রায় সব দৃশ্যেই সে থাকতো সাইলেন্ট। তবে তার মিষ্টি হাসি দর্শক আজ এত বছর পরেও ভুলতে পারেননি। ভুলতে পারেননি অঞ্জলির (কাজল) কাছে তার আবেদন, “তুসসি যা রহে হো? তুসসি না যাও!” সেই ছোটে সর্দারজি এখন আর ছোট্টটি নেই।

“কুছ কুছ হোতা হ্যায়”, প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব নিয়ে শাহরুখ খান (Shah Rukh Khan), কাজল (Kajol), রানি মুখার্জি (Rani Mukherjee), সালমান খানের (Salman Khan) এই ছবিতে শিশুশিল্পী হিসেবে উপস্থিত ছিলেন পরজান দোস্তুর (Parzan Dastur)। আজ তিনি রীতিমতো যুবক। সদ্য বিয়েও করেছেন। তার চেহারা বলিউডের নায়কের তুলনায় কোনও অংশেই কম নয়। তবে আজও ছোটবেলার মতো তার মুখের হাসিটি অমলিনই রয়ে গিয়েছে।

করণ জোহর পরিচালিত ‘কুছ কুছ হোতা হ্যায়’তে একসময় তাবড় তাবড় তারকাদের সঙ্গে চুটিয়ে অভিনয় করেছিলেন পরজান। আজ থেকে প্রায় ২০ বছর আগে তিনি ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছাড়াও ‘কাভি খুশি কাভি গাম’, ‘ব্রেক কে বাদ’সহ একাধিক ছবিতে শিশু অভিনেতা হিসেবে অভিনয় করেন তিনি। যার কেরিয়ারের শুরুটাই এত গ্ল্যামারাস ছিল, তাকে আর কখনও পেছনে ফিরে তাকাতে হয়নি।

‘কুছ কুছ হোতা হ্যায়’তে পরজান যখন অভিনয় করেছিলেন তখন তার বয়স ছিল মাত্র ৬ বছর। তখন থেকে আজ পর্যন্ত দর্শকের মনে থেকে গিয়েছেন পরজান। এখন অবশ্য আগের মত খুব বেশি ছবিতে অভিনয় করতে দেখা যায় না তাকে। চলতি বছরেই বিয়ে করেছেন ওই অভিনেতা। ছোট্ট সেই ‘সাইলেন্ট সর্দারজি’র বিয়ের ছবি রীতিমতো ভাইরাল নেট মাধ্যমে।

ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি শেয়ার করেছেন পরজান। তার স্ত্রী দোলনা শ্রফ। বিয়ের আগে বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করেছেন তারা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাদের বিয়ে হয়েছে। পরজান এবং দোলনার বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে। মেহেন্দি থেকে শুরু করে রিসেপশন পর্যন্ত বিবাহের একাধিক মুহূর্তের ছবি পরজানের ইনস্টাগ্রাম প্রোফাইলেই রয়েছে।