টিআরপিতে কুপোকাত রচনা, মৌনিকে এনে বাজি উল্টে দিল দেব, রিয়েলিটি শোয়ের সেরা কে

দিদিকে হারাতে মৌনীকে এনেই বাজিমাত দেবের, রিয়েলিটি শোয়ের মধ্যে এগিয়ে কে, রইল টিআরপি তালিকা

বৃহস্পতিবার নিয়মমাফিক প্রকাশিত হয়েছে বাংলা টেলিভিশনের (Bengali Telivision) টিআরপি (TRP) তালিকা। বাংলা ধারাবাহিকের (Bengali Mega Serial) পাশাপাশি নন ফিকশন জঁর সব চ্যানেলের রিয়েলিটি শোয়ের টিআরপিও চলে এসেছে হাতের মধ্যে। এই মুহূর্তে স্টার জলসা (Star Jalsha) ও জি বাংলা (Zee Bangla) মিলিয়ে প্রধানত চারটি রিয়েলিটি শোয়ের উপরেই সারা বাংলার মানুষের নজর রয়েছে। এক নজরে দেখে নিন এই রিয়েলিটি শো গুলোর মধ্যে কে কেমন ফলাফল করেছে।

রিয়েলিটি শো এর কথা বলতে হলে প্রথমেই নাম আসবে জি বাংলার দিদি নাম্বার ওয়ান (Didi Number One) এর। প্রায় ১০ বছর ধরে এই রিয়েলিটি শো চলছে। রচনা ব্যানার্জীর সঞ্চালনায় একদিনও বাদ যায় না এই শো। আজও সেই আগের মতই জনপ্রিয়তা ধরে রেখেছে দিদি নাম্বার ওয়ান। দুই প্রতিদ্বন্দ্বী চ্যানেলের মধ্যে দিদি নাম্বার ওয়ানের জন্য বরাবর জি বাংলা কিন্তু স্টার জলসাকে টেক্কা দিয়ে এগিয়ে থাকে।

কিন্তু এই দফায় ননফিকশনে দিদিকে টপকে বেরিয়ে গেল সারেগামাপা। একই চ্যানেলের গানের রিয়ালিটি শো সারেগামাপা বেশ কয়েক পয়েন্টে এগিয়ে গিয়ে টপার হয়েছে। সারেগামাপার প্রাপ্ত নম্বর ৫.৬। দিদি নাম্বার ওয়ানকে টপকে সারেগামাপা এই সপ্তাহের টিআরপি তালিকায় সেরা আসনটা ছিনিয়ে নিল। দিদির থেকে ০.৪ নম্বর নিয়ে এগিয়ে রইল এই শো।

দিদি নাম্বার ওয়ান ৫.২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। উল্লেখ্য এই সপ্তাহে রবিবার সেলিব্রিটি স্পেশাল এপিসোডে হাজির হয়েছিলেন দেব, প্রসেনজিৎরা। তাতেও দিদি টিআরপি তালিকাতে এগোতে পারল না। অন্যদিকে ডান্স ডান্স জুনিয়রে এবারে কিন্তু ধামাকা এপিসোড হয়েছে। বলিউড থেকে এসেছিলেন মৌনী রায়।

বলিউড অভিনেত্রী মৌনী আসছেন, তাই স্বাভাবিকভাবেই দর্শকদের আগ্রহের পারদ ছিল চড়া। এতদিন দেব-রুক্মিণী জুটি যে ম্যাজিক খাটাতে পারেনি মৌনী এসেই তা করে দেখিয়ে দিয়েছেন। দেবের সঙ্গে মৌনীর নাচ, মাখো মাখো রোমান্স দেখে দর্শকরা রীতিমত মুগ্ধ হয়েছিলেন। আর তাতেই এই প্রথম ৪ রেটিং জোগাড় করতে পেরেছে এই রিয়েলিটি শো।

এতদিন ৩ এর ঘরের মধ্যেই ঘোরাফেরা করছিল ডান্স ডান্স জুনিয়রের নম্বর। এই সপ্তাহে প্রথমবার চার পয়েন্ট পেয়ে তৃতীয় স্থান দখল করেছে ডান্স ডান্স জুনিয়র। ২ চ্যানেলের মধ্যে একমাত্র কুকিং রিয়েলিটি শো চলে জি বাংলাতে। জি বাংলাতে রান্নাঘর ১.২ নম্বর পেয়েছে। তবে জি বাংলা খুব তাড়াতাড়ি আরও এক নতুন নন ফিকশন শো নিয়ে আসছে। ইন্দ্রানী হালদারের সঞ্চালনায় এই গেম শোয়ের নাম ‘ঘরে ঘরে জি বাংলা’।