সইফ নন, এই তারকা ক্রিকেটারের বউ হতেন অমৃতা, একটি শর্তে ভেঙে যায় বিয়ে

বলিউড (Bollywood) ন্ডাস্ট্রিতে নায়িকাদের সঙ্গে ক্রিকেটারদের প্রেম নতুন কোনও বিষয় নয়। বলিউডের বহু অভিনেত্রী ক্রিকেটারদের ঘরণী হয়েছেন। আবার এরকমটাও হয়েছে যে বলিউডের তারকা অভিনেত্রীদের সঙ্গে ক্রিকেট তারকাদের সম্পর্ক গড়ে উঠলেও তা মাঝপথে ভেঙে গিয়েছে। অমৃতা সিংয়ের (Amrita Singh) সঙ্গেও ভারতীয় একজন ক্রিকেট তারকার প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল।

বলিউড ইন্ডাস্ট্রির বহু তারকা অভিনেতার সঙ্গে অমৃতা সিংয়ের প্রেম ছিল বলে জানা যায়। এদের মধ্যে বিনোদ খান্না থেকে শুরু করে সানি দেওলদের মত অনেকেরই নাম শোনা যায়। শেষমেষ অবশ্য তিনি তার থেকে প্রায় ১৪ বছরের ছোট সইফ আলি খানকে বিয়ে করেন। তবে তার আগে তিনি ক্রিকেটার রবি শাস্ত্রীর (Ravi Shastri) বউ হতে চেয়েছিলেন।

RAVI SHASTRI AND AMRITA SINGH

   

১৯৮৩ সালের বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট টিমের সদস্য ছিলেন রবি শাস্ত্রী। এরপর তিনি টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বহুদিন নিযুক্ত ছিলেন। অমৃতা প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার এবং টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচের প্রেমে হাবুডুবু খেতেন একসময়। তাদের সম্পর্কটা বিয়ের দোরগোড়া পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু একটি শর্তে তাদের সম্পর্কটা ভেঙ্গে যায়। সেই শর্তটি অমৃতাকে দিয়েছিলেন রবি শাস্ত্রী।

রবি শাস্ত্রী অমৃতাকে বলে দিয়েছিলেন বিয়ের পর আর সিনেমা করা চলবে না। রবিকে বিয়ে করলে পাকাপাকিভাবে বলিউড থেকে বিদায় নিতেন অমৃতা। কিন্তু তৎকালীন সময়ের নামী অভিনেত্রী ছিলেন তিনি। রবির দেওয়া এই শর্ত তার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। কাজেই তিনি অভিনয় ছেড়ে দেওয়ার বদলে সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেন।

RAVI SHASTRI AND AMRITA SINGH 1

রবি শাস্ত্রীর সঙ্গে সম্পর্ক বজায় রাখতে হলে অভিনয় ছাড়তে হত। এই শর্ত অমৃতার পক্ষে মেনে নেওয়া সম্ভব ছিল না। তাই একে অপরকে ভালবাসলেও তাদের সম্পর্কটা বিয়ের পিঁড়িতে পৌঁছানোর ঠিক আগেই ভেঙ্গে যায়। এরপর অমৃতার সঙ্গে সেইফ আলি খানের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বয়সে ছোট অভিনেতার সঙ্গে প্রেম এবং তাকে বিয়ে করে নিয়ে প্রচুর কটুক্তি শুনতে হয়েছিল তাকে।

saif and amrita singh

যদিও সেইফ এবং অমৃতা সেসব কথায় পাত্তা না দিয়ে বিয়ে করেন। ১৯৯১ সালে তাদের বিয়ে হয়। এরপর তাদের দুই সন্তান সারা এবং ইব্রাহিমের জন্ম হয়। কিন্তু সেইফ এবং অমৃতার দাম্পত্য সম্পর্ক ঠিকভাবে এগোচ্ছিল না। তাই একটা সময়ের পর তারা বিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ২০০৪ সালে তাদের ডিভোর্স হয়ে যায়। সেই থেকে দুই সন্তানকে নিয়ে অমৃতা সিঙ্গেলই রয়েছেন।