স্বল্প পোশাকে উত্তেজক অঙ্গভঙ্গি, বলিউড অভিনেত্রীকে চড়িয়ে লাল করে দিল যুবক

‘অপরাধ’ পরনে শর্ট স্কার্ট! বলিউড অভিনেত্রী গওহর খানকে সেই আক্রোশে চড় মারল এক উন্মত্ত যুবক। অভিযুক্ত পুলিসকে জানিয়েছে গওহরকে শর্ট স্কার্টে দেখে সে মাথা ঠিক রাখতে পাড়েনি। ‘ইন্ডিয়াস র স্টার’ নামক ওই রিয়েলিটি শোয়ের ফাইনাল এপিসোডে এই চমকে দেওয়া ঘটনাটি ঘটেছে। গওহর ওই শো-টির সঞ্চালিকা ছিলেন।

Gauhar Khan Photos [HD]: Latest Images, Pictures, Stills of Bollywood Actress Gauhar Khan

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন ওই যুবক দর্শকাসনে বসে গওহরকে টিটকিরি মারতে শুরু করে। গওহর তৎক্ষাণাৎ তার প্রতিবাদ করলে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। হঠাৎ করেই ওই যুবক  গওহরকে সপাটে চড় কষায়। পুলিশ জানায়, ধৃত ব্যক্তির নাম মহম্মদ আকিল মালিক।

   

কেন চড় মারলো সে? উত্তরে আকিল জানান, ‘এক জন মুসলিম মহিলার এমন ছোট পোশাক পড়া কখনই উচিত্ নয়।’ তাই! রাগে ক্ষোভে কেঁদে ফেলেন অপমানিট গওহর। সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ করে দেওয়া হয়। এক ঘণ্টা পরে ফের শুরু হয় শো।

পরে জানা যায়, এটি কোনও একদিনের ঘটনা নয় বরং বেশ কিছুদিন ধরেই শোয়ের শুটিংয়ে যাচ্ছিলেন সেই যুবক। শুটিংয়ে অভিনেত্রীর ওপর নজর রাখছিলেন যুবক এবং একদিন সুযোগ পেয়েই শারীরিকভাবে হেনস্থা করে তাকে।এই ভিডিও আবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ায় আবারো সেই যুবককে ধিক্কার জানাচ্ছেন নাগরিকরা।

Gauhar Khan Photos [HD]: Latest Images, Pictures, Stills of Bollywood Actress Gauhar Khan

ঘটনাটি আজ থেকে ৭ বছর আগের,অর্থাৎ ২০১৪ সালের। তবে সম্প্রতি সেই ঘটনার ভিডিও আবারও ভাইরাল হয়েছে নেট মাধ্যমে। এই ভিডিও নেট মাধ্যমে পুনরায় ভাইরাল হওয়ার পর আবারও ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেট নাগরিকরা। এভাবে একজন মহিলার অসম্মানের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই।

সেই সময়েও এই ঘটনা শোরগোল ফেলে দিয়েছিল বলি টাউনে। বলি নায়িকারা অনেকেই এই ঘটনার বিরুদ্ধে সরব হন। প্রিয়াঙ্কা চোপড়া, সুস্মিতা সেন সহ বলিউডের একাধিক অভিনেত্রীরা এই ঘটনাকে ধিক্কার জানান।

 

View this post on Instagram

 

A post shared by Zoom TV (@zoomtv)

যুবকের অভিযোগ, অভিনেত্রীর পোশাক ছিল আপত্তিকর। শুধু তাই নয়, স্টেজে তার নাচ দেখেও যুবক অস্বস্তি বোধ করছিলেন বলে জানান তিনি। জানা গিয়েছিল, অভিনেত্রীর উপর নজর ছিল তাঁর। তার পরেই সেই অভিনেত্রীকে শারীরিক হেনস্থা করেন তিনি।