‘গদর ২’ ছবির জন্য কে কত পারিশ্রমিক নিলেন? চমকে দেবে সানি-আমিশাদের পারিশ্রমিকের অংকগুলো

‘গদর ২’ ছবি থেকে কত পারিশ্রমিক নিলেন সানি-আমিশারা? চমকে দেবে টাকার অংক

Riya Chatterjee

Published on:

Gadar 2 : The Katha Continues Cast Fees : ২০০১ সালের পর ২০২৩, ‘গদর : এক প্রেম কথা’ (Gadar : Ek Prem Katha) ছবির সিক্যুয়েল ‘গদর : দ্য কথা কন্টিনিউস’ (Gadar 2 : The Katha Continues) আসছে ২২ বছর পর। সানি দেওল (Sunny Deol), আমিশা পাটিল (Amisha Patil), অমরেশ পুরীদের নিয়ে মাত্র ১৮ কোটি টাকায় বানানো এই ছবি তখনকার সময়ে ১৩৩ কোটি টাকার ব্যবসা করেছিল। বর্তমান সময়ে দাঁড়িয়ে ‘গদর ২’ নিয়ে তাই ভীষণভাবে আশাবাদী ছবি নির্মাতা থেকে দর্শক সকলেই।

যতদূর জানা যাচ্ছে, ‘গদর : কথা কন্টিনিউস’ ৫০ কোটি টাকা বাজেটে বানানো হয়েছে। আগের তুলনায় তারকাদের পারিশ্রমিকের অংকটা বেড়েছে বেশ কয়েক গুণ। প্রথম ছবিতে যারা ছিলেন তাদের মধ্যে অনেকেই থাকছেন ছবির দ্বিতীয় অংশেও। এই ছবির গল্পটা তারা সিং, সখিনা এবং তাদের ছেলে চরণজিতের কাহিনীকে এগিয়ে নিয়ে যাবে।

SIMRAT KAUR

এই ছবিতে নতুন নায়িকা হিসেবে এন্ট্রি নিয়েছেন সিমরত কউর (Simrat Kaur)। তেলেগু ছবির এই অভিনেত্রী গদর ছবির দ্বিতীয় পর্বের জন্য ৮০ লক্ষ টাকা পারিশ্রমিক পেয়েছেন। শত্রুঘ্ন সিনহার পুত্র লব সিনহা (Luv Sinha) অভিনয় করবেন একটি বিশেষ চরিত্রে। তিনি পেয়েছেন ৬০ লক্ষ টাকা। এই ছবিতে মণীশ ওয়াধওয়া ভিলেনের চরিত্রে অভিনয় করবেন। তিনি ৬০ লক্ষ টাকা পেয়েছেন পারিশ্রমিক বাবদ।

এছাড়া সাজ্জাদ দেলাফ্রুজ এই ছবির জন্য ৪০ লক্ষ টাকা পাচ্ছেন। টেলি অভিনেতা গৌরব চোপড়াও ছবিতে রয়েছেন পার্শ্বচরিত্র হিসেবে। এই ২৫ লক্ষ টাকা পারিশ্রমিক হিসেবে পেয়েছেন। এবার আসা যাক ছবির প্রধান তিন তারকার বিষয়ে। উৎকর্ষ শর্মা (Utkarsh Sharma), যিনি ২২ বছর আগে তারা সিং এবং সখিনার ছেলে চরণজিতের ভূমিকাতে অভিনয় করেছিলেন তিনি এবারও সানি ও আমিশার অনস্ক্রিন ছেলের ভূমিকাতে অভিনয় করছেন।

Utkarsh Sharma

উৎকর্ষ গদরের পর শিশু অভিনেতা হিসেবে ‘আব তুমহারে হাওয়ালে ওয়াতান সাঁথিয়ো’ এবং ‘আপনে’ ছবিতে অভিনয় করেন। এরপর ৮ বছরের ব্রেক নিয়ে তিনি ২০১৫ সালের ‘পারপাস’ ছবির চিত্রনাট্য নির্মাণ এবং পরিচালনা করেন। ২০১৮ সালে মিঠুন চক্রবর্তী ও নওয়াজুদ্দিন সিদ্দিকীর সঙ্গে ‘জিনিয়াস’ ছবিতে অভিনয় করেছিলেন তিনি।

Gadar 2 The Katha Continues

আরও পড়ুন : ৫০০ টাকা নিয়ে মুম্বাই এসেছিলেন, এখন পারিশ্রমিক পাচ্ছেন কোটিতে! জানেন কে সেই বলিউড অভিনেত্রী?

উৎকর্ষ ‘গদর ২’ ছবিতে চরণজিতের চরিত্রে অভিনয় করার জন্য এক কোটি টাকা পাচ্ছেন। আমিশা পাটিলকে ২০১৮ সালে শেষ বারের মত ‘ভাইয়াজি সুপারহিট’ ছবিতে অভিনয় করতে দেখা গিয়েছিল। তিনি ২ কোটি টাকা পারিশ্রমিক পেয়েছেন সখিনার চরিত্রে অভিনয় করে। আর স্বাভাবিকভাবেই সানি দেওলের পারিশ্রমিক সবার থেকে বেশি। তিনি পেয়েছেন ৫ কোটি টাকা।

আরও পড়ুন : এই বাঙালি মেয়ের সঙ্গে ছেলের বিয়ে দিচ্ছেন, সানি দেওলের বাঙালি বউমার পরিচয় চমকে দেবে