টিভির ইতিহাসে এই প্রথম, মহালয়ায় দুর্গার সাজে রূপান্তরিত নারী, শোরগোল নেটদুনিয়ায়

আজ মহালয়া (Mahalaya)। পিতৃপক্ষের অবসান হয়ে দেবীপক্ষের সূচনার এই মুহূর্তটি আপামর বাঙালির কাছে উৎসবের বার্তা নিয়ে আসে। দেবীপক্ষের সূচনাতে এবার টেলিভিশন ইন্ডাস্ট্রিতে এলো এক বড়সড় রদবদল। এই প্রথম কোনও রূপান্তরিত নারী (Transgender Woman) টেলিভিশনের (Telivision) পর্দায় ধরা দিলেন দেবী দুর্গার (Durga) সাজে। কাজেই এবারের মহালয়া সাধারণের কাছে উৎসবের পাশাপাশি পৌঁছে দিল আরও এক বিশেষ বার্তা।

আজ ভোর থেকেই বিভিন্ন বাংলা চ্যানেলে তারকাদের ভিড় জমেছে। তারকা অভিনেত্রীরা কেউ দেবী দুর্গার ভূমিকায়, কেউ আবার দুর্গার নানা রূপ নিয়ে ক্যামেরার পর্দা মাতিয়েছেন। সোনার বাংলা (Sonar Bangla) চ্যানেল দেবী দুর্গারূপে উপস্থাপন করলো চারুলতা প্রামানিককে (Charulata Pramanik)।

চারুলতা একজন রূপান্তরিত নারী। জন্মলগ্নে পুরুষদেহ পেলেও আদতে সর্বদা তার আত্মায় নারীর বাস। ফলে অন্যান্য রূপান্তরকামীদের সমাজের কাছে যে সমস্যার সম্মুখীন হতে হয়, চারুলতাকেও তেমনই দীর্ঘদিন সমস্যার মুখে পড়তে হয়েছে। অবশেষে পরিবারের সহযোগিতায় তিনি পেলেন নারী শরীর।

ঋতুরাজ প্রামানিক থেকে চারুলতা প্রামানিক হয়ে ওঠার গল্পটাই বা কম কিসে? সমাজে চারুলতা প্রামাণিকের পরিচিতি কিছু কম নয়। তিনি একাধারে বাচিক শিল্পী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের সংগঠক হিসেবে সুপরিচিতা। সোনার বাংলা চ্যানেল তাকে মহালয়ার দুর্গা হিসেবে তুলে ধরে কার্যত অচলায়তন ভেঙে খোলা আকাশের দিকে এক পা বাড়ালো।

চ্যানেলের তরফ থেকে সুযোগ পেয়ে আপ্লুত চারুলতা। তিনি জানিয়েছেন, “অচলায়তন ভেঙে একটি দৃষ্টান্ত তৈরী করল এই মহালয়া। পরিচালক ও প্রোডাকশন হাউসের কাছে কৃতজ্ঞ আমি। সেই সাথে আশাবাদী যে আগামী দিনেও লিঙ্গ,বর্ণ,জাতি,ধর্ম এসবের ঊর্ধ্বে গিয়ে প্রতিভার মূল্যায়ন করে বিভিন্ন চ্যানেল এগিয়ে আসবেন রূপান্তরিত শিল্পীদের নিয়ে কাজ করার জন্য।”

অশুভ শক্তির বিনাশ করে শুভশক্তির প্রতিষ্ঠা করেছিলেন দেবী দুর্গা। ব্রহ্মার বরে অমরত্ব প্রাপ্ত অত্যাচারী মহিষাসুরকে বধ করে সংসারে শুভ চেতনাকে জাগ্রত করেছিলেন তিনি। মহালয়ার এমন পুণ্য লগ্নে সমাজের চিরাচরিত প্রথা ভেঙে অচলায়তনের গণ্ডি পেরিয়ে নতুনত্বের সূচনাতেও তো শুভ শক্তির উদ্ভব হয়। তাই না? চারুলতার দেবীরূপে আবির্ভাবও সমাজের সেই সকল মানুষের দিকে যোগ্য জবাব ছুঁড়ে দেবে যারা প্রতিনিয়ত রূপান্তরকামীদের হেয় প্রতিপন্ন করার জন্য তৎপর থাকেন।