ক্রাইম-থ্রিলার থেকে হরর-সাসপেন্স! ফেব্রুয়ারিতেই মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি ও সিরিজ

ফেব্রুয়ারিতেই মুক্তি পাবে এই দশটি ছবি ও সিরিজ, দেখুন তালিকা

February 2024 Movie-Series Release : দেখতে দেখতে কেটে গেছে নতুন বছরের প্রথম মাস। আজ থেকে শুরু হল ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস মানেই চারিদিকে শুধু প্রেম আর ভালোবাসা। নতুন বছরের দ্বিতীয় মাসে সঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে যদি সিনেমা বা ওয়েব সিরিজ দেখতে মন চায় তাহলে এই প্রতিবেদনে অবশ্যই চোখ রাখতে হবে আপনাকে। এই প্রতিবেদনের মাধ্যমে জানুন চলতি মাসে কোন কোন ওয়েব সিরিজ এবং সিনেমা মুক্তি পেতে চলেছে।

তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া (Teri Baaton Mein Aisa Uljha Jiya) : এই সিনেমাটি আগামী ৯ ই ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে। সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করবেন কৃতি স্যানন এবং শাহিদ কাপুর। এক ব্যক্তির সঙ্গে রোবটের অবাস্তব প্রেম কাহিনী দেখা যাবে এই সিনেমায়। সিনেমাটির পরিচালক অমিত জোশী এবং আরাধনা শাহ।

Article 370

আর্টিকেল ৩৭০ (Article 370) : অ্যাকশন ভিত্তিক এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করবেন ইয়ামি গৌতম। সিনেমা সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে দেখা যাবে অভিনেত্রীকে। আগামী ২৩ শে ফেব্রুয়ারি সিনেমাটি মুক্তি পেতে চলেছে বড় পর্দায়। সিনেমাটির পরিচালক আদিত্য সুহাস।

ভক্ষক (Bhakshak) : ক্রাইম থ্রিলার ভিত্তিক এই সিনেমাটিতে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ভূমি পেডনেকর। ভূমি একজন ক্রাইম জার্নালিস্ট-এর চরিত্রে অভিনয় করছেন। ভূমি ছাড়াও এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে সঞ্জয় মিশ্র, আদিত্য শ্রীবাস্তব সহ একাধিক তারকাকে। আগামী ৯ই ফেব্রুয়ারি নেটফ্লেক্সে মুক্তি পাবে এই সিনেমাটি।

Crack

ক্র্যাক (Crack) : এই সিনেমায় অভিনয় করবেন বিদ্যুৎ জামওয়াল, অর্জুন রামপাল, অ্যামি জ্যাকসন সহ আরো অনেকেই। মুম্বাইয়ের বস্তি থেকে কীভাবে একজন ব্যক্তি বিশ্বের আন্ডারগ্রাউন্ড স্পোর্টসের মাঠ পর্যন্ত যেতে পারে সেই গল্পই দেখানো হবে এই সিনেমায়। সিনেমাটির পরিচালক আদিত্য দত্ত। আগামী ২৩ শে ফেব্রুয়ারি মুক্তি পাবে এই সিনেমাটি।

লাল সেলাম (Lal Salaam) : ঐশ্বর্য রজনীকান্ত পরিচালিত এই সিনেমাটি মুক্তি পাবে আগামী ৯ ই ফেব্রুয়ারি। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে বিষ্ণু বিশাল এবং বিক্রান্তকে। পরিচালককেও দেখা যাবে বিশেষ চরিত্রে অভিনয় করতে। এই সিনেমাটির বিশেষত্ব হলো, সিনেমাটিতে এ আর রহমান ২ প্রয়াত গায়কদের দিয়ে গান গাইয়েছেন, অর্থাৎ এই সিনেমায় গানের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে AI।

Mirg

মিরগ (Mirg) : এটি একটি রিভেঞ্জ ড্রামা। এই সিনেমায় অভিনয় করেছেন অনুপ সোনি, রাজ বব্বর সহ আরো অনেক অভিনেতা অভিনেত্রী। এই সিনেমায় অভিনয় করতে দেখা যাবে প্রয়াত অভিনেতা সতীশ কৌশিককে। তরুণ শর্মা পরিচালিত এই সিনেমাটি আগামী ৯ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।

আরও পড়ুন : ২০২৩ এর সেরা ১০ টি ওয়েব সিরিজ, যেগুলো না দেখলে চরম মিস

উইনি দ্যা পু ব্লাড অ্যান্ড হানি ২ (Winnie the Pooh: Blood and Honey) : উইনি দ্যা পু সিনেমার সিক্যুয়েল হল এই সিনেমাটি। এই সিনেমাটির প্রথম পর্ব মুক্তি পেয়েছিল ২০২৩ সালে। এই সিনেমাতে অভিনয় করতে দেখা যাবে রায়ান অলিভা, এডি ম্যাকেঞ্জি, স্কট চেম্বার্স প্রমূখকে। ভুতুড়ে এই সিনেমাটি আগামী ১৪ই ফেব্রুয়ারি মুক্তি পাবে।

Aarya Antim Vaar

আরিয়া অন্তিম ভার (Aarya Antim Vaar) : সুস্মিতা সেন অভিনীত এই অসাধারণ সিরিজটির শেষ ভাগ মুক্তি পাবে এই মাসেই। আগামী ৯ই ফেব্রুয়ারি থেকে এই সিরিজটির শেষ ভাগ আপনি দেখতে পাবেন ডিজনি প্লাস হটস্টারে।

আরও পড়ুন : ২০২৪-এ মুক্তি পাচ্ছে এই ১১টি সিনেমা, দেখুন মুক্তির তারিখ ও দিনক্ষণ

দ্যা ইন্দ্রানী মুখার্জী স্টোরি (The Indrani Mukerjea Story) : এই সিরিজে দেখা যাবে কুখ্যাত শিনা বোরা হত্যা মামলার গল্প। আগামী ২৩ শে ফেব্রুয়ারি থেকে এই সিরিজটি আপনি দেখতে পাবেন নেটফ্লিক্সে।