২০২৩ এর সেরা ১০ টি ওয়েব সিরিজ, যেগুলো না দেখলে চরম মিস

Top Rated Hindi & Bangla Web Series of 2023 : এই বছরের সেরা ১০ টি ওয়েব সিরিজ, যেগুলো না দেখলে হবে চরম মিস

সিনেমার পাশাপাশি এখন ওয়েব সিরিজের প্রতি একটি আলাদাই আকর্ষণ কাজ করে আমাদের। প্রতিবছরের মতো এই বছরও মুক্তি পেয়েছে একাধিক সিরিজ। চলুন আজ এক নজরে আমরা দেখে নেব ২০০৩ সালে মুক্তি পাওয়া কোন কোন ওয়েব সিরিজ (Web Series) দর্শকদের মনে জায়গা করে নিতে পেরেছে।

Top Rated Hindi & Bangla Web Series of 2023

ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhaater Hotel) : ২০২৩ সালের ৮ মার্চ হইচইতে মুক্তি পায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ইন্দুবালা ভাতের হোটেল। কল্লোল লাহিড়ীর গল্প অনুসারে তৈরি হওয়া এই ওয়েব সিরিজটিতে অসাধারণ অভিনয় করে নিজেকে আরো একবার প্রমাণ করেছিলেন শুভশ্রী। শুভশ্রীর পাশাপাশি স্নেহা চ্যাটার্জীও নিজের চরিত্রে দুর্দান্ত অভিনয় করেছেন।

Abar Proloy

আবার প্রলয় (Abar Proloy) : জি ফাইভ নামক OTT প্ল্যাটফর্মে চলতি বছরের ১১ই মার্চ মুক্তি পেয়েছিল এই ওয়েব সিরিজটি। রাজ চক্রবর্তী পরিচালিত এই ওয়েব সিরিজের অভিনয় করেছিলেন শ্বাশত চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়, ঋত্বিক চক্রবর্তী, গৌরব চক্রবর্তী, পরান বন্দ্যোপাধ্যায় এবং জুন মালিয়া। এই ওয়েব সিরিজটিতে শাশ্বত চট্টোপাধ্যায়ের ডায়লগ ব্যাপক আকারে ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়।

ডাকঘর (Dakghor) : ২৪ ফেব্রুয়ারি হইচই নামক OTT প্লাটফর্মে মুক্তি পায় এই ওয়েব সিরিজটি। দিতিপ্রিয়া রায়, সৌহত্র মুখোপাধ্যায় অভিনীত এই ওয়েব সিরিজটি মন ছুয়ে গেছে সকলের। খুব শীঘ্রই এটির দ্বিতীয় পর্ব আসবে হইচইতে।

Indu Season 2

ইন্দু সিজন টু (Indu Season 2) : বহু অপেক্ষার পর হইচইতে চলতি বছরের মুক্তি পেয়েছিল ইন্দু সিজন টু। রহস্য ঘেরা এই ওয়েব সিরিজটি রহস্য এবং থ্রিলার কাহিনী নিয়ে তৈরি হয়। এই মুহূর্তে ভক্তরা অপেক্ষা করে রয়েছেন এই ওয়েব সিরিজটির তৃতীয় ভাগের জন্য, যা সম্ভবত আগামী বছর মুক্তি পাবে।

ফরজি (Farzi) : অ্যামাজন প্রাইমে মুক্তিপ্রাপ্ত এই ওয়েব সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন শাহিদ কাপুর। বিজয় সেতুপতি, কে কে মেনন প্রায় প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছেন এই ওয়েব সিরিজটিতে। বহুদিন বাদে এমন একটা দুর্দান্ত ওয়েব সিরিজ দেখে ভীষণ খুশি দর্শকরা।

The Night Manager Part II

আরও পড়ুন : হলিউডকেও হার মানাবে বলিউডের এই ১০ টি ওয়েব সিরিজ

দা নাইট ম্যানেজার টু (The Night Manager Part II) : অনিল কাপুর এবং আদিত্য রায় কাপুরের অভিনীত এই ওয়েব সিরিজটি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিল। চলতি বছরে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে এই ওয়েব সিরিজটি। ২০১৬ সালে ব্রিটিশ টেলিভিশন সিরিজ দ্যা নাইট ম্যানেজার থেকে অনুপ্রাণিত হয়ে এই ওয়েব সিরিজটি তৈরি করা হয়।

অসুর টু (Asur 2) : আরশাদ ওয়ার্শিকে একেবারে নতুন রূপে দেখা গিয়েছিল এই ওয়েব সিরিজে। প্রথম পর্বটি দুর্দান্ত সাফল্য অর্জন করার পর এই বছর দ্বিতীয় সিজনটির মুক্তি পায় জিও সিনেমায়।

আরও পড়ুন : বন্ধ ঘরে একা দেখুন Hoichoi-এর এই ৬টি বোল্ড ওয়েব সিরিজ

Rana Naidu

আরও পড়ুন : এই মাসেই মুক্তি পেতে চলেছে এই ৭টি ওয়েব সিরিজ

রানা নাইডু (Rana Naidu) : রানা ডাগ্গুবতী, প্রিয়া ব্যানার্জি, ডাগ্গুবতী ভেঙ্কটেশ অভিনীত এই ওয়েব সিরিজটি চলতি বছর মুক্তি পেয়েছে। এই ওয়েব সিরিজটি আপনি যেকোনো সময় দেখতে পাবেন নেটফ্লিক্সে। এটিও ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে।

আরও পড়ুন : ভারতের সর্বকালের সেরা ১০ ওয়েব সিরিজের তালিকা

সাস বহু আউর ফ্লেমিঙ্গো (Saas, Bahu Aur Flamingo) : চলতি বছর মে মাসে এই ওয়েব সিরিজটি মুক্তি পায় ডিজনি প্লাস হট স্টারে। এই ওয়েব সিরিতে অভিনয় করেছেন ডিম্পল কাপাডিয়া, রাধিকা মদন, নাসির উদ্দিন শাহ। ওয়েব সিরিজটির গল্প ভীষণ ভালো লেগেছে দর্শকদের।