সাতপাকে বাঁধা পড়লেন নোয়া ও কিয়ান, দেখে নিন বিয়ের অনুষ্ঠানের ছবি

বহু ঝড়-ঝাপ্টার পর অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন নোয়া ও কিয়ান। কখনো গায়ে হলুদের সাজে আবার কখনো কনের সাজে দর্শক পেয়েছে শ্রুতিকে। শ্রুতির এই লুক সবার কাছে সমাদৃত হয়েছে। কিছুদিন আগেও নববধূর সাজে নিজের কিছু ছবি শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। ছবিগুলি শেয়ার করে ক্যাপশন দিয়ে শ্রুতি লিখেছিলেন, কিয়ানের বৌ।

বর্তমানে ছোটপর্দার জনপ্রিয় নতুন মুখ ‘দেশের মাটি (Desher Mati)’ সিরিয়ালের অভিনেত্রী শ্রুতি দাস (Shruti Das)। কাটোয়া থেকে কলকাতায় পড়াশোনা করতে এসেছিলেন শ্রুতি। সাথে ছিল মডেলিংয়ের স্বপ্ন, সেই থেকেই প্রথম অডিশন দেওয়া।

   

প্রথম অডিশনেই ‘ত্রিনয়নী’ সিরিয়ালের মুখ্য চরিত্রে সিলেক্টেড হয়ে যান শ্রুতি। আর প্রথম সিরিয়ালেই দর্শকদের বিপুল ভালোবাসা কুড়িয়ে নেন এই টেলি নায়িকা। বর্তমানে স্টারজলাশার ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয়ের কারণে টলিপাড়ায় বেশ জনপ্রিয় শ্রুতি।

যদিও ত্রিনয়নী সিরিয়াল চলাকালীন দর্শকদের সমালোচনার মুখে পড়তে হয়েছিল শ্রুতিকে। গায়ের রং এর কারণে অনেকেই কটুকথা বলে অপমান করেছিল অভিনেত্রীকে।

কিন্তু এই সব কিছু শ্রুতির পথে বাধা  হতে  পারেনি। বর্তমানে স্টারজলাশার ‘দেশের মাটি’ সিরিয়ালে অভিনয়ের কারণে টলিপাড়ায় বেশ জনপ্রিয় শ্রুতি।

তবে গত বছরে করোনা পরিস্থিতিতে লকডাউনের জেরে ‘ত্রিনয়নী’র টিআরপি নেমে যায়। ফলে চ্যানেল কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী সিরিয়ালটি বন্ধ করে দেওয়া হয়।

এই মুহূর্তে শ্রুতি ‘দেশের মাটি’ সিরিয়ালে গ্রামের শিক্ষিতা মেয়ে নোয়া-র ভূমিকায় অভিনয় করছেন । তাঁর বিপরীতে কিয়ানের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ‍্যোতি দত্ত (Dibyajyoti Dutta)।

একটি যৌথ পরিবার ভেঙে আলাদা হয়ে যাওয়ার পর পুজো উপলক্ষ্যে স্বরূপনগরের পৈতৃক ভিটেতে সদস্যদের একত্রিত হওয়ার কাহিনী দেখানো হচ্ছে ‘দেশের মাটি’-তে।

শ্রুতি তার ত্রিনয়নী সিরিয়ালেরই পরিচালক স্বর্ণেন্দু  সমাদ্দারের (Swarnendu Samaddar) প্রেমে পড়েছেন।  প্রথমে স্বর্নেন্দু এই সম্পর্কে রাজি না হলেও শ্রুতি র ভালোবাসায়  স্বর্নেন্দু কে  হার স্বীকার করতেই হয়।

সোশ্যাল মিডিয়া য়  একত্রে ছবি ও শেয়ার করে দুজনে। ‘ত্রিনয়নী’র সেট থেকে বয়সে ১৪ বছরের বড় স্বর্ণেন্দুর সঙ্গে শ্রুতির আলাপ যা ক্রমশ প্রেমে পরিণত হয়েছে।