মরণোত্তর সম্মান পেলেন সুশান্ত, পেলেন চলচ্চিত্র জগতের সর্বোচ্চ সম্মান

গত শনিবার অনুষ্ঠিত হয়েছে ২০২১ সালের ‘দাদা সাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’।এই উৎসবে ভারতীয় চলচ্চিত্রের টেলি, ওয়েব, সঙ্গীত, সেলুলয়েডের একাধিক তারকার হতে তুলে ধরা হয়েছে বিশেষ সন্মান।এই সন্মানের জন্য তাদের মনোনীত করেছে তথ্য ও প্রযু্ক্তি মন্ত্রক।জেনে নেওয়া যাক কারা পেলেন এই সন্মান।

বলিউডে তার অবদানকে সন্মান জানিয়ে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে ‘দাদা সাহেব ফালকে (Dadasaheb Phalke)’ সম্মানে ভূষিত করা হয়েছে। গত বছর মুক্তি পাওয়া ‘ছপক’ ছবিতে তার অসাধারণ অভিনয়ের জন্য তাকে সেরা অভিনেত্রীর শিরোপা দেওয়া হলো দীপিকা পাডুকোনকে। ‘ছপক’ ছবির জন্য সেরা পার্শ্ব চরিত্রের পুরস্কার পেয়েছেন বিক্রান্ত মাসে। ‘লক্ষ্মী’ ছবিতে অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন অক্ষয় কুমার।

নেটফ্লিক্সে বহু চর্চিত ওয়েব সিরিজ ‘গিল্টি’-র জন্য ‘দাদা সাহেব ফালকে’ সন্মান পেলেন বলি অভিনেত্রী কিয়ারা আডবাণী।সমাজের পুরুষতান্ত্রিকতার বিরুদ্ধে সরব হয়েছে এই সিরিজটি।  কাজল, সইফ আলি খান ও অজয় দেবগণ অভিনীত এবং ওম রাউত পরিচালিত ‘তানহাজি: দি আনসাং ওয়ারিয়র’ ছবিটি সেরা ছবির পুরষ্কার পেয়েছে। নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ব্ল্যাক কমেডি ‘লুডো’-র জন্য সেরা পরিচালকের শিরোপা পেয়েছে অনুরাগ বসু।অভিষেক বচ্চন, সানিয়া মালহোত্র, আদিত্য রয় কপূর, রাজকুমার রাও, ফতিমা সানা শেখ, রোহিত সরফ, পঙ্কজ ত্রিপাঠীর মতন অভিনেতারা এই ছবিতে অভিনয় করেছেন।

‘আংরেজি মিডিয়াম’ ছবিতে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব চরিত্রের পুরষ্কার পেয়েছেন অভিনেত্রী রাধিকা মদন। ছোটপর্দায় অভিনয় করার জন্য  ‘দাদা সাহেব ফালকে’ পুরষ্কার পেয়েছেন সুরভী চন্দনা ও ধীরজ ধূপর। ছোটপর্দায় সেরা ধারাবাহিকের পুরষ্কার পেয়েছে কুণ্ডলী ভাগ্য। সেরা ওয়েবসিরিজের পুরষ্কার পেয়েছে স্ক্যাম ১৯৯২।এই সিরিজে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন প্রতীক গাঁধী। ডিজনি প্লাস হটস্টার’-এর ওয়েব সিরিজ  ‘আরিয়া’-তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরষ্কার পেলেন সুস্মিতা সেন।

 আশ্রম’ ওয়েবসিরিজে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেতার মুকুট উঠলো ববি দেওলের মাথায়। গত বছরের সেরা নৃত্যশিল্পী হিসেবে পুরষ্কৃত করা হয়েছে মডেল ও নৃত্যশিল্পী নোরা ফতেহিকে। ‘লুটকেস’ ছবির জন্য সেরা কৌতুক অভিনেতার পুরষ্কার পেলেন কুনাল খেমু।