করোনা ভ্যাকসিন নিয়ে মৃত্যু হলে কে ক্ষতিপূরণ দেবে জানিয়ে দিল কেন্দ্র

দেশজুড়ে শুরু হয়েছে করোনা টিকাকরণ।কিন্তু সাধারণ মানুষের মধ্যে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে একটা ভয় তৈরি হয়েছে। করোনার টিকা দেওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই মৃত্যু হল সরকারি হাসপাতালের এক কর্মীর। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। যদিও মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে মোরাবাদাবাদ জেলা স্বাস্থ্য দফতর।

অনেকের মনেই প্রশ্ন উঠছে, যদি টিকা শরীরে বিরূপ প্রভাব ফেলে তাহলে দায় কার? কেন্দ্র জানিয়েছে কোনও ব্যাক্তির শরীরে টিকার খারাপ প্রভাব হবে তার দায়ভার নিতে হবে টিকা প্রস্তুতকারক সংস্থা কে।এমন অবস্থায় ব্যবসায়িক স্বার্থে বীমা কোম্পানিগুলির সাথে যুক্ত হয়েছে প্রস্তুতকারক সংস্থাগুলি।জানানো হয়েছে, ট্রায়াল চলাকালীন এই বীমা প্রযোজ্য থাকবে।

করোনা ভ্যাকসিন নিয়ে মৃত্যু

কম সময়ের মধ্যে এই টিকা আবিষ্কার হওয়ায় এই টিকার ওপর আস্থা রাখতে পারছেন না অনেকেই।অন্যদিকে টিকা নিয়ে একজনের মৃত্যুর খবরও সামনে এসেছে।জানা গেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে ৪৬ বছরের এক হাসপাতাল কর্মী টিকা নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে মারা যান।মাহিপাল সিং নামে সেই ব্যাক্তি সরকারি হাসপাতালে কর্মরত ছিলেন বলে জানা যায়।

মহীপাল সিংহ।

ময়নাতদন্তের রিপোর্ট কী বলছে?

মোরাদাবাদের মুখ্য স্বাস্থ্য আধিকারিক এমসি গর্গ জানান, শনিবার দুপুরে টিকা নেন মাহিপাল সিং।রবিবার দুপুর থেকেই তার তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা শুরু হয় বলে জানা যায়।মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে।উত্তরপ্রদেশ সরকার জানিয়েছে ময়নাতদন্ত রিপোর্টে ‘কার্ডিয়োজেনিক শক’ এর উল্লেখ আছে।এর জন্য দায়ী করা হয়েছে কার্ডিও-পালমোনারি ডিজিজকে।

আরও পড়ুন : একটি করোনা টিকা কতদিন কার্যকর থাকে? কী বলছে গবেষণা

স্বাস্থ্য আধিকারিকদের মতে, শনিবার রাতেও কাজ করেছেন মাহিপাল সিং এবং তিনি তখন সম্পূর্ন সুস্থ ছিলেন। এই কারণেই মৃত্যুর দায় টিকার ওপর চাপিয়ে দেওয়া ঠিক নয় বলেই তিনি মনে করছেন। মৃত্যুর সঙ্গে টিকাকরণের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছে মোরাবাদাবাদ জেলা স্বাস্থ্য দফতর।

মৃতের পরিবার কী বলছে?

তার ছেলে দাবি করেছেন টিকা নেওয়ার পরই অসুস্থ্য হয়ে পড়েন তার বাবা।তিনি জানান রবিবার দুপুরবেলা দেড়টা নাগাদ তিনি নিজেই তার বাবাকে বাড়িয়ে নিয়ে আসেন।সেই সময় থেকেই মহিপাল সিং এর শ্বাসকষ্টের সমস্যা শুরু হয় বলেও জানান তিনি।ধীরে ধীরে পরিস্থিতি খারাপ হতে থাকে এবং শেষে মৃত্যু হয় মহিপাল সিং এর।

আরও পড়ুন : করোনার টিকা নেওয়ার জন্য Aadhaar কার্ড আপডেট করার পদ্ধতি

এই ঘটনার উত্তরে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দাবি করেছেন,তার মৃত্যুর সাথে কোনও যোগ নেই টিকার। তা সত্বেও মানুষের মনে টিকার প্রতি অবিশ্বাস দেখা গিয়েছে। মনে করা হচ্ছে টিকা নিয়ে কোনওরকম ঘটনা ঘটলে প্রস্তুতকারক সংস্থার ওপর মানুষের বিশ্বাস তো হারাবেই পাশাপাশি রোগীর পরিবার ক্ষতিপূরণ চাইতে পারে বলেও মনে করা হচ্ছে।