করোনার টিকা নিতে কীভাবে নাম নথিভুক্ত করবেন, দেখে নিন কেন্দ্রের নির্দেশিকা

দীর্ঘদিন করোনা আবহে কাটানোর পর অবশেষে বিশ্ববাসী আশা দেখছে করোনা টিকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন, শীঘ্রই টিকা করণ শুরু হবে দেশজুড়ে। কিন্তু টিকা নিতে হলে কিছু কাজ অগ্রিম করা প্রয়োজন।শুধুমাত্র যারা টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন তারাই নয়, বাকিদেরও জরুরি কিছু তথ্য নথিভুক্ত করাতে হবে।

যাতে সুষ্ঠ ভাবে এই প্রক্রিয়া সম্পন্ন করা যায়।কিন্তু কিভাবে এই তথ্য রেজিস্ট্রেশন করাতে হবে? সম্প্রতি এই সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করলো কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আগেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জানানো হয়েছে প্রথম পর্যায় ৩০ কোটি দেশবাসীকে টিকা দেওয়া হবে।

টিকা করণের ক্ষেত্রে কাদের প্রথম টিকা দেওয়া হচ্ছে, কতদিন অন্তর টেস্ট করা হচ্ছে, কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে এইসব বিষয় সরকারি নথি রাখতে হবে সরকারকে। এর সাথে সাথে কোন বয়সের,কোন পেশার,কোন অঞ্চলের লোকেদের টিকা আগে দেওয়া হবে, টিকা বিতরণের পরে কত টিকা সংরক্ষিত আছে এই বিষয়গুলি সম্পর্কেও তথ্য মজুদ রাখতে হবে কেন্দ্রকে।

কাদের আগে টিকা দেওয়া হবে?

প্রশ্ন উঠতে পারে, কাদের আগে দেওয়া হবে এই টিকা? এই টিকা প্রথমে দেওয়া হবে তাদের যারা সমাজের প্রথম সারিতে থেকে করোনা লড়াই লড়েছেন। এদের মধ্যে আছেন ডাক্তার, স্বাস্থ্যকর্মী ও ডাক্তারি পড়ুয়ারা।দ্বিতীয় ধাপে পাবেন পুলিশ, প্রশাসন, মিউনিসিপ্যালিটির কর্মীরা।

তৃতীয় ধাপে টিকা দেওয়া হবে ২৬ কোটি মানুষদের যাদের বয়স ৫০ বছরের বেশী,অর্থাৎ যাদের করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশী।এরপরে থাকবে সেই ব্যাক্তিরা যাদের বয়স ৫০ এর কম হলেও কোমবির্ডিটি আছে।এক্ষেত্রে ক্যানসার, ডায়াবেটিস, হাইপারটেনশনের রোগীদের টিকা দেওয়া হবে।

Here’s What Happened to the Body After taking Pfizer Corona Vaccine
Here’s What Happened to the Body After taking Pfizer Corona Vaccine

নাম নথিভুক্ত করতে কি কি লাগবে?

টিকার জন্য নাম নথিভুক্ত করতে প্রয়োজন আইডি প্রুফ।প্রুফ হিসেবে ব্যবহার করা যাবে পাসপোর্ট সাইজের ফটো, ড্রাইভিং লাইসেন্স, মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট জব কার্ড, প্যান কার্ড, পাসবুক (ব্যাঙ্ক/পোস্ট অফিস), পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট, যেখানে চাকরি করেন সেখানেকার আইডি কার্ড, ভোটার কার্ড ইত্যাদি। উপযুক্ত তথ্য দিয়ে নাম নথিভুক্ত করানোর পরেই তাদের রেজিস্টার্ড মোবাইল নম্বরে এসএমএস পাঠিয়ে টিকা নেওয়ার দিন এবং জায়গা বলে দেওয়া হবে।

কীভাবে টিকা দেওয়া হবে?

টিকা দেওয়া হবে ২টো ডোজে। প্রথম ডোজ দেওয়ার পর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ঠিক ২৮ দিন পর। দুটো ডোজ সমন্ন হলে ব্যাক্তির রেজিস্টার্ড মোবাইল নম্বরে কিউআর কোড থাকা সার্টিফিকেটের কপি পাঠানো হবে।এই কোড বলে দেবে ব্যাক্তি কবে টিকা নিয়েছেন, কোথায় নিয়েছেন  ইত্যাদি তথ্য।ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার জানিয়েছে দেশ জুড়ে টিকা সম্পর্কিত সব তথ্য সংরক্ষিত রাখতে ‘অ্যাডভার্স ইভেন্টস ফলোয়িং ইমিউনাইজেশন’ (AEFI) প্রোগ্রাম চালু করা হয়েছে।

টিকার নেওয়ার পর পার্শ্ব প্রতিক্রিয়া হলে করনীয়?

যদি কোনও ব্যাক্তির টিকা নেওয়ার পরে শরীরে কোনওরকম অস্বস্তি বা কষ্ট হলে নিকটবর্তী ক্লিনিকে স্বাস্থ্যকর্মী, আশাকর্মী বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করার কথা বলা হয়েছে।এর পাশাপাশি কেন্দ্রের তরফ থেকে রাজ্যগুলিকে নির্দেশ পাঠানো হয়েছে জেলায় জেলায় এইএফআই ম্যানেজমেন্ট সেন্টার খোলার জন্য।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন নিলে কী কী পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যেতে পারে

স্বাস্থ্যমন্ত্রক এই কথায় সায় দিয়েছে।জানা যাচ্ছে, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র, কমিউনিটি হেলথ সেন্টার বা জেলা হাসপাতালগুলিতে সেন্টার খোলা হবে।টিকা কেন্দ্রের কাছেও এইএফআই ম্যানেজমেন্ট সেন্টার খোলা হতে পারে যাতে টিকা নেওয়ার পরেই যোগাযোগ করা যায়।সেই সেন্টারেই উপস্থিত থাকবে প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী, অভিজ্ঞ ডাক্তাররা।সব মিলিয়ে দেশ জুড়ে শুরু হয়ে গেছে টিকা দেওয়ার প্রস্তুতি।

আরও পড়ুন : করোনা ভ্যাকসিন নেওয়ার পর শরীরে কী কী হয়, এর পার্শ্বপ্রতিক্রিয়া কী