দর্শককে এক ঝাঁক নতুন ধারাবাহিক উপহার দিতে চলেছে বাংলা ধারাবাহিকের (Bengali Mega Serial) চ্যানেলগুলি। স্টার জলসা, জি বাংলা তো বটেই, বাংলা ধারাবাহিকের অন্যান্য চ্যানেলগুলির মধ্য থেকে কালার্স বাংলাও (Colours Bangla) এবার তাদের দর্শকের জন্য ৪ টি নতুন ধারাবাহিক টেলিভিশনের (Telivision) পর্দায় উপস্থাপন করতে চলেছে। এতদিন কালার্স বাংলাতে নতুন বাংলা ধারাবাহিক ছিল না বললেই চলে। কালার্স এর হিন্দি চ্যানেলের পুরোনো ধারাবাহিক বাংলা ডাব করেই দর্শকের মনোরঞ্জন করছিল চ্যানেল কর্তৃপক্ষ।
তবে এবার কালার্স বাংলায় নতুন ধারাবাহিকের খরা কাটতে চলেছে। কালার্সে শীঘ্রই নতুন ৪টি ধারাবাহিকের সম্প্রচার শুরু হবে বলে জানা যাচ্ছে। শুধু তাই নয়, দর্শকের জন্য কালার্স বাংলা একটি নতুন রিয়েলিটি শো’য়ের সম্প্রচার শুরু করবে বলেও জানা যাচ্ছে। আসুন জেনে নেওয়া যাক কালার্সের এই নতুন ৪ টি ধারাবাহিকের নাম কি হতে চলেছে, ধারাবাহিকের প্লট এবং অভিনেতা-অভিনেত্রীদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য।
কালার্স বাংলায় আসন্ন একটি ধারাবাহিকের নাম নিয়ে বহু জল্পনা চলছিল স্টুডিও পাড়ায়। প্রথমে জানা গিয়েছিল সুরিন্দর ফিল্মস প্রযোজনা সংস্থার এই ধারাবাহিকের নাম হবে ‘মন মানে না’। পরে জানা যায় নাম পরিবর্তন করে ‘মন জানে না’ রাখা হয়েছে। এখন জানা যাচ্ছে, ‘মন মানে না’ই হবে ধারাবাহিকের নাম। ধারাবাহিকে খল নায়িকার চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা বসু (Anjana Basu)। তবে ধারাবাহিকের নায়ক-নায়িকার চরিত্রে কারা অভিনয় করবেন, তা এখনও জানা যায়নি।
দ্বিতীয় ধারাবাহিকের নাম রাখা হয়েছে ‘তিন শক্তির আধার, ত্রিশূল’। স্নেহাশিস চক্রবর্তীর প্রযোজনা সংস্থা ব্লুজ প্রোডাকশন হাউসের তরফ থেকে এই ধারাবাহিকের কাজ শুরু হবে। একটি গ্রামের তিনটি বোনের জীবনকাহিনী নিয়েই তৈরি হয়েছে ধারাবাহিকের গল্পের প্লট। এই তিন বোনের চরিত্রে অভিনয় করবেন তা এখনও স্পষ্ট নয়। জনপ্রিয় অভিনেত্রী কিংবা নতুন অভিনেত্রীদের এই চরিত্রে কাস্ট করা হতে পারে বলে জানা গিয়েছে।
তৃতীয় ধারাবাহিকের নাম ‘মৌ এর বাড়ি’। একটি মেয়ে বিয়ের পর কিভাবে তার বাবা-মায়ের দায়িত্ব পালন করে, তার ওপর ভিত্তি করে ধারাবাহিকের প্লট ভাবা হয়েছে। এই ধারাবাহিকে জনপ্রিয় অভিনেতা এবং অভিনেত্রীদেরই কাস্ট করা হবে বলে জানা গিয়েছে। এর থেকে বেশি কিছু জানা যায়নি। চতুর্থ ধারাবাহিকের নাম ‘দত্ত এবং বৌমা’। নামের মতোই ইন্টারেস্টিং ধারাবাহিকের প্লট। ধারাবাহিকে দেখানো হবে বিয়ের পর বাড়ির বউ কিভাবে শ্বশুরের জুয়েলারি ব্যবসার দায়িত্ব সামলায়।
দীর্ঘদিন পর আবার দর্শকের জন্য নতুন ধারাবাহিক নিয়ে ফিরছে কালার্স বাংলা। ফলে কালার্স বাংলার নতুন ৪ টি ধারাবাহিক নিয়ে দর্শকের উত্তেজনার পারদ চড়ছে। উল্লেখ্য এদিকে স্টার জলসা এবং জি বাংলাতেও আসছে ৫টি নতুন ধারাবাহিক। স্টার জলসাতে ‘মন ফাগুন’, ‘ধূলিকণা’ ধারাবাহিকের অপেক্ষায় দিন গুনছেন দর্শক। জি বাংলার নতুন ধারাবাহিক ‘সর্বজয়া’, ‘শ্রী কৃষ্ণ ভক্ত মীরা’ এবং ‘উমা’ ধারাবাহিকের প্রোমো প্রকাশের পরেও দর্শকের আগ্রহ ধরা পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যদিও করোনার কারণে পিছিয়েছে নতুন ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ।