১০০০ মিনিট নয়, নতুন প্ল্যানে Vodafone-এ যে কোন নেটওয়ার্কে কল করুন যতখুশি

গত ১লা ডিসেম্বর ভোডাফোন আইডিয়া টেলিকম সংস্থা ঘোষণা করে তারা ৩ তারিখ থেকে তাদের ট্যারিফ রেট বাড়াবে। সেই মত ৩রা ডিসেম্বর থেকে প্রায় ৪২% ট্যারিফ রেট বাড়ে ভোডাফোনের। পাশাপাশি অন্য নেটওয়ার্কে আনলিমিটেড কল করার ক্ষেত্রেও আসে প্রতিবন্ধকতা। অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিট ফ্রি কল করার পরিসীমা বেঁধে দেওয়া হয়, তারপর মিনিটে ৬ পয়সা করে চার্জ ঘোষণা হয়। কিন্তু তিনদিন পেরোতে না পেরোতেই সিদ্ধান্ত বদল ভোডাফোনের।

all-you-need-to-know-about-vodafones-new-tarrif-plan

গ্রাহকদের স্বস্তি দিয়ে শুক্রবার সন্ধ্যায় জানান, “অন্য নেটওয়ার্কে ১০০০ মিনিটের উর্দ্ধসীমা তুলে দেওয়া হয়েছে। এখন অন্য নেটওয়ার্কে আনলিমিটেড, যত খুশি কল করা যাবে।”

https://twitter.com/VodafoneIN/status/1203007426674360321

৩৯৯ টাকা রিচার্জ করলে ৫৬ দিন ১.৫ জিবি করে প্রতিদিন ডেটা আর আনলিমিটেড কল।

২১৯ টাকা রিচার্জ করলে ১ জিবি প্রতিদিন ডেটা, ২৮ দিন আনলিমিটেড কল।

৪৪৯ রিচার্জ করলে ৫৬ দিন ২ জিবি করে প্রতিদিন ডেটা, আনলিমিটেড কল।

https://twitter.com/VodafoneIN/status/1202992948792582144

আরও পড়ুন :- লাগবে না ৬ পয়সা, Airtel-এ যে কোন নেটওয়ার্কে কল করুন যতখুশি

৪৯৭ রিচার্জ (FRC) করলে ৫৬ দিন ২ জিবি করে প্রতিদিন ডেটা, আনলিমিটেড কল।

রিচার্জ ৪৪৯ ও FRC ৪৯৭ টাকার রিচার্জ দুটি আগামী ৮ই ডিসেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।