ফোবিয়া এক আজব জিনিস।অনেক ক্ষেত্রেই মানুষ এমন জিনিসকে মারাত্মক ভয় পান যা আদতে বিশেষ ভয়ের বস্তুই নয়।ভয় এবং ফোবিয়া কিন্তু আলাদা। ফোবিয়া একধরণের মানসিক ব্যাধি (মেন্টাল ডিসঅর্ডার)। এমন বেশ কিছু ফোবিয়া আছে যা অজান্তেই আমাদের মনে বাসা বাঁধে, বাড়তে থাকে ধীরে ধীরে।
ফোবিয়া শব্দটির সাথে আমরা কমবেশি প্রায় সকলেই পরিচিত। ফোবিয়া কথাটির অর্থ হচ্ছে কোন বিশেষ বস্তু বা কোন ঘটনা বা কোন বিশেষ অবস্থায় অধিকমাত্রায় আতঙ্কিত হওয়া বা অস্বস্তি বোধ করা বা উদ্বিগ্ন হওয়া। আপনি জানলে অবাক হবেন আমাদের প্রত্যেকের মধ্যেই কমবেশি কোনো-না-কোনো ফোবিয়া লক্ষণ দেখা যায়। আমরা সবাই সেটা বুঝতে পারিনা।
বলিউড সেলিব্রিটিরাও ফোবিয়ায় আক্রান্ত। পর্দায় একা হাতে শত্রুদের মাত করতে দেখলেও এরা বাস্তবে কেউই তেমন ‘বাহুবলী’ নয়। কেউ ভয় পান আরশোলাকে, কেউ বা অন্ধকার ঘরে একা শুতেও ভয় পান। দেখে নিন বলিউডের তেমনই কয়েক জন সেলিব্রিটি এবং তাঁদের অদ্ভুত ফোবিয়া।
অনুষ্কা শর্মা (Anushka Sharma)
রবনে বানা দি জোরি ছবিতে বাইক নিয়ে তার অভিনয়ের কথা সবারই মনে আছে।কিন্তু জানেন কি? আসল জীবনে বাইক থেকে যতটা সম্ভব দূরেই থাকেন তিনি।
কঙ্গনা রানাওয়াত (Kangna Ranaut)
তিনিও যে কোনও কিছুতে ভয় পান, তা সত্যি ভাবা যায়না।তবে মানুষ মাত্রই কিছু না কিছু ভয় থাকেই।তেমনই,এনার ভয় হলো গাড়ি ড্রাইভিং।একবার নিজে গাড়ি চালাতে গিয়ে অটো রিক্সাকে ধাক্কা মেরে দিয়েছিলেন তিনি,তবে থেকেই গাড়ি চালানোর নামেই গায়ে জ্বর আসে তার।
আলিয়া ভট্ট (Alia Bhatt)
অন্ধকারকে বেশ ভয় পান, তাই রাতে আলো জ্বেলে ঘুমতেই নাকি পছন্দ করেন আলিয়া।
ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)
সিনেমায় যতই টমেটো দিয়ে খেলুন না কেন, আসল জীবনে টমেটোতে ভয় পান সুন্দরী,আর এই কারণেই একের পর এক টমেটো কেচাপের বিজ্ঞাপনকে না করে দিয়েছেন তিনি।
বিপাশা বসু (Bipasha Basu)
নিজের হাসিকেই নাকি বঙ্গতনয়া সবচেয়ে বেশি ভয় পান। একবার শুরু হলে তা নাকি আর থামতেই চায় না।
অনন্যা পান্ডে (Ananya Pande)
কোই মিল গায়া ছবির জাদুকে ভয় পান তিনি। তিনি নিজেই জানিয়েছেন,এই কারণে সিনেমাটি পুরো দেখতেই পারেননি তিনি।
অজয় দেবগণ (Ajay Devgan)
পরিচ্ছন্নতা নিয়ে এতটাই বেশি খুঁতখুতে তিনি, হাত দিয়ে খাবার খেতে সবচেয়ে বেশি ভয় পান। আর ভয় পান উচ্চতাকে। ভার্টিগোর সমস্যা রয়েছে নাকি ‘সিংহম’ অভিনেতার।
দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)
সাপ নিয়ে রীতিমতো আতঙ্কে ভোগেন এই নায়িকা। কোনও দড়ি দেখলেও মনে হয় সাপ রয়েছে।
অর্জুন কাপুর (Arjun Kapoor)
সিলিং ফ্যানকে ভয় পান তিনি।এই কারণেই তার বাড়িতে একটাও সিলিং ফ্যান নেই।নিজেই এক সাক্ষাৎকারে এই কথা তিনি স্বীকার করেন।
বিদ্যা বালন (Vidya Balan)
বিড়ালকে বেশ ভয় পান বিদ্যা। চারপাশে কোথাও বিড়ালের আওয়াজ পেলেই আতঙ্ক শুরু হয় এই দাপুটে অভিনেত্রীর।
সোনম কাপুর (Sonam Kapoor)
এলিভেটর বা লিফটে চড়তে ভয় পান সোনাম।যদিও তার বোন রিয়া তার এই ভয় কাটানোর চেষ্টা করেছিলেন,তবে তাতে কোনও লাভ হয়নি।
শাহরুখ খান (Shah Rukh Khan)
কিং অফ বলিউড ঘোড়ায় চড়তে ভয় পান।সিনেমার শুটিং এর ক্ষেত্রেও যদি ঘোড়ায় চড়ারে কোনও দৃশ্য থাকে তবে সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।
রণবীর কপূর (Ranbir Kapoor)
বলিউডের হ্যান্ডসাম ডুড নাকি সবচেয়ে বেশি ভয় পান আরশোলা ও মাকড়শাকে। সেটে কোথাও এই এদের দেখলেই তিনি নাকি এক্কেবারে ‘কুপোকাৎ’।
আমির খান (Aamir Khan)
মৃত্যুকে বেজায় ভয় পান বলিউডের মিস্টার পারফকশনিস্ট।এই ভয় বৈজ্ঞানিক ভাষায় থানাটোফোবিয়া নামে খ্যাত।