পর্দায় তাদের উপস্থিতি পাগল করে দর্শকদের। অভিনয়ের সঙ্গেও মোহময়ী চেহারা মুগ্ধ করে অনুরাগীদের। রূপালি পর্দায় নায়িকাদের যেমন দেখতে পান, আসলেই কি তারা দেখতে সেই রকম? না, তারা দেখতে পর্দায় চেয়ে অনেক বেশি অলাদা। পর্দায় যখন তারা আসেন তখন মনে হয় স্বর্গের পরীরও তাদের সৌন্দর্যের কাছে মাথা নোয়াবেন। একেবারে নিখুঁত সৌন্দর্য। বলিউড নায়িকাদের দেখে আম জনতার এমনটাই মনে হয়। পর্দায় দেখতে যতই সুন্দরী মনে হোক না কেন, নায়িকারা আসলে পর্দার বাইরে একটু অন্য সাধারণ ধরণের। প্লাস্টিক সার্জারি, চড়া মেকআপ আর ক্যামেরার কারসাজি বাদ দিলে বাস্তব জীবনে তারাও দেখতে আসলে ঠিক আমাদেরই মত।
বলি নায়িকাদের সৌন্দর্যের আসল কলকাঠিটা নাড়েন তাদের মেকআপ আর্টিস্টরা। মেকআপ আর্টিস্টের ছোট্টছোট্ট হাতযশে অতি সাধারণ এক মহিলা হয়ে ওঠেন চোখধাঁধানো সুন্দর নায়িকা। মেকআপ ছাড়া বাঘা বাঘা সুন্দরী নায়িকাদের আসল রূপটা তাদের চেনা লুকের চেয়ে অনেকটাই বেমানান। তবে সবার ক্ষেত্রে এ কথাটা সত্যি নয়। মেকআপ ছাড়াও এমন অনেক বলিউড নায়িকাকে একইরকম সুন্দর দেখায়।
বলিউডের এক নামজাদা ম্যাগাজিনে প্রকাশিত এক রিপোর্টে বিভিন্নভাবে খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয় এই মুহূর্তে বলিউডে যত নায়িকা আছে তাদের মেকআপ ছাড়া লুকের বিষয়ে কে বেশি সুন্দর। সেই রিপোর্ট অনুযায়ী মেকআপ ছাড়া সবচেয়ে সুন্দর বলিউড নায়িকা নাকি এখন ইয়ামি গৌতম।
নো মেকআপ লুকে সৌন্দর্যের বিষয়ে অনেকটাই এগিয়ে ইয়ামি। ২০১২ সালে জাতীয় পুরস্কার জয়ী সিনেমা ‘ভিকি ডোনার’-এর মাধ্যমে বলিউডে পা রাখেন ইয়ামি। এরপর ‘বদলাপুর’ থেকে ‘সনম রে’। ছবি হিট হোক বা ফ্লপ, ইয়ামির রূপ আলাদা করে আলোচনায় আসেন।
আলিয়া ভট্ট
যারা ইনস্টাগ্রামে ওঁকে ফলো করেন তারা মাঝে মধ্যেই ওঁর মেকআপ ছাড়া ফটো দেখতে পাবেন। অবশ্য ‘হাইওয়ে’ ছবিতেও নো-মেকআপ লুক ছিল তাঁর। আলিয়ার গালে টোল পড়া হাসি সবার মন জিতে নেয় ।
দিশা পটানি
নো মেকআপ লুকে সৌন্দর্যের বিষয়ে অনেকটাই এগিয়ে দিশা। দিশা খুব সাদামাটা থাকতেই ভালোবাসেন। দিশার ত্বক বেশ ভালো তাই সিনেমার শুটিং ছাড়া খুব একটা মেকআপ করতেও দেখা যায়না তাকে। আর মেকআপ করলেও ত্বকের সঙ্গে মানানসই মেকআপ করেন তিনি।
ঐশ্বরিয়া রায়
ছবিতে ঐশ্বরিয়া রায়কে মেকআপ ছাড়া দেখা যাচ্ছে। তিনি খুব হালকা মেকআপ করেন। বলাই বাহুল্য যে বিশ্বের সেরা সুন্দরীদের মধ্যে অন্যতম এই সুন্দরীকে বাস্তবের চাইতে সিনেমায় বেশ কম বয়স্ক ও উজ্জ্বল দেখায়।
দীপিকা পাড়ুকন
দীপিকা খুব সাদামাটা থাকতেই ভালোবাসেন। দীপিকার ত্বক বেশ ভালো তাই সিনেমার শুটিং ছাড়া খুব একটা মেকআপ করতেও দেখা যায়না তাকে। আর মেকআপ করলেও ত্বকের সঙ্গে মানানসই মেকআপ করেন তিনি।
পরিনীতি চোপড়া
এই বাবলি অভিনেত্রী মেকআপ ফ্রি হতে ভয় পান না মাঝে মধ্যেই উনি সোশ্যাল মিডিয়াতে কোনো মেকআপ ছাড়াই ছবি পোস্ট করেন।
শ্রদ্ধা কপূর
শ্রদ্ধাকে মেকআপ ছাড়া কিন্তু একে বারেই সাধারণ দেখায়। এমনকি মেকআপ ছাড়া ওঁকে চেনাও মুশকিল হতে পারে।
ক্যাটরিনা কাইফ
সিনেমার মেকআপে অসাধারণ সুন্দরী দেখায় ক্যাটরিনাকে। মেকআপ ছাড়া তাকে খুব খারাপ না দেখালেও আসল বয়সটা পরিষ্কার দেখা যাচ্ছে।