২০০ কোটির আর্থিক প্রতারণায় জড়িতের সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় জ্যাকলিন! ছবি ফাঁস হতেই বিপাকে অভিনেত্রী

বলিউডের (Bollywood) ‘হট বম্ব’দের মধ্যে প্রথম সারিতেই নাম উঠে আসে সিংহল সুন্দরী জ্যাকলিন ফার্নান্ডেজের (Jacqueline Fernandez)। ‘কিক’ ছবিতে সালমান খানের বিপরীতে তার অভিনয়ই বলিউডে তাকে রাতারাতি জনপ্রিয়তা এনে দিয়েছে। অথচ আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে সেই জ্যাকলিনই শেষমেষ বদনাম হলেন!

শ্রীলঙ্কার এই সুন্দরী অভিনয় জীবনে প্রবেশ করার আগে সাংবাদিকতা করতেন। এদিকে বর্তমানে আর্থিক প্রতারণার এক মামলাকে কেন্দ্র করে সংবাদমাধ্যমের শিরোনামে দখল করে রয়েছেন তিনিই! সোশ্যাল মিডিয়াতে ফাঁস হয়েছে একটি ছবি যেখানে জ্যাকলিনকে এক ব্যক্তির সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় মিরর ছবি তুলতে দেখা যাচ্ছে। এই ব্যক্তি আর কেউ নন, ২০০ কোটির আর্থিক প্রতারণার সঙ্গে জড়িত চন্দ্রশেখর নামের এক ব্যবসায়ী।

সদ্য ইডির নজরে পড়েছে ওই ব্যবসায়ী। তার বিরুদ্ধে ২০০ কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন আরেক ব্যবসায়ী। এছাড়াও আরও অন্ততপক্ষে ২০টি মামলা ঝুলছে ওই ব্যক্তির নামে। এহেন এক প্রতারকের সঙ্গে জ্যাকলিনের সম্পর্ক স্বভাবতই তাকে বিপাকে ফেলতে পারে।

সোশ্যাল মিডিয়ায় ফাঁস হয়ে যাওয়ায় ওই ছবিতে দেখা যাচ্ছে জ্যাকলিনের গালে চুম্বন করছেন ওই প্রতারক। ওই অবস্থাতেই মিরর ইমেজ তুলছেন তিনি। হাতে রয়েছে আইফোন ১২। চলতি বছরের এপ্রিল থেকে জুন মাসের মধ্যে এই ছবি তোলা হয়েছে। জ্যাকলিনের সঙ্গে কমপক্ষে ৪ বার সাক্ষাৎও করেছেন চন্দ্রশেখর। এই নিয়ে বিতর্ক শুরু হয়েছে বলিউডে।

চন্দ্রশেখরের আরেক নাম বালাজি। তার বিরুদ্ধে অভিযোগ, চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি একাধিক ব্যক্তিকে প্রতারণা করেছেন। জনৈক রাজনীতিবিদের আত্মীয় হিসেবে নিজেকে পরিচয় দিয়ে ১০০ জনেরও বেশি লোককে প্রতারণা করে ৭৫ কোটি টাকা আদায় করেছেন তিনি।

Jacqueline Fernendez Scam

এশিয়ানেট নিউজের খবর অনুসারে, চন্দ্রশেখর এবং তার এক বান্ধবী লীনা মারিয়া পলকে ২০১১ সালেও প্রতারণার দায়ে গ্রেপ্তার করা হয়েছিল। পরে অবশ্য দুজনেই জামিন পেয়ে বেরিয়ে এসেছিলেন। তবে প্রতারণা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি চন্দ্রশেখর। গত এক বছর ধরে তিনি এক ব্যবসায়ীর সঙ্গেও প্রতারণা করেছেন। এমনই এক অভিযুক্তের সঙ্গে জ্যাকলিনের ঘনিষ্ঠ ছবি ফাঁস হয়েছে সোশ্যাল মিডিয়াতে।