কাঁচের মত চকচক করবে ত্বক, রোজ ব্যবহার করুন শুধু এই একটি উপাদান

পার্লারের মত গ্লো পাবেন বাড়িতেই, এইভাবে বানিয়ে নিন ফেসপ্যাক

Best Home Made Curd Face Pack For Glowing Skin :  ত্বকের সৌন্দর্য (Skin Beauty) ধরে রাখার জন্য প্রতিদিন দিন ত্বকের যত্ন (Skin Care) করা খুব জরুরি। আর ত্বকের যত্ন নেওয়ার জন্যই বর্তমান সময় বাজার থেকে বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত প্রোডাক্ট কিনে ত্বকে ব্যবহার করছেন বহু মানুষ এর ফলেই তোকে আরো সমস্যা দেখা দিচ্ছে। কিন্তু ত্বকের সকল সমস্যা সমাধান রয়েছে টকদই এর মধ্যে। তাই টকদই দিয়ে যদি ফেসপ্যাক বানিয়ে মাখা হয় এবং তাহলে ত্বক ভালো থাকবে। জেনে নিন এই ফেস প্যাক বানানোর পদ্ধতি।

টকদই ও টমেটো দিয়ে তৈরি ফেস প্যাক (Face Pack Made With Curd And Tomato) : টক দই এবং টমেটো ত্বকের জন্য খুব উপকারী। টক দই এবং টমেটো দিয়ে যদি ফেসপ্যাক বানানো হয় এবং সেই ফেসপ্যাক যদি ত্বকে লাগানো যায় তাহলে ত্বক ভাল থাকবে। টমেটোর মধ্যে ভিটামিন সি এবং বি থাকে যা ত্বকের অনেক ধরনের সমস্যা দূর করে।

Curd For Skin Whitening

তৈরি করার উপায় (Way to make) : এই ফেসপ্যাক বানানোর জন্য টমেটোর নির্যাস বানিয়ে নিতে হবে এবং সেটা দইয়ের সঙ্গে মিশিয়ে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে এই ফেসপ্যাক। এটা ব্যবহার করার পর ১৫ মিনিট রেখে দিতে হবে তারপর জল দিয়ে ধুয়ে নিতে হবে। ত্বক ধুয়ে নেওয়ার পর মশ্চারাইজার ব্যবহার করা যেতে পারে।

টকদই আর মধু দিয়ে তৈরি ফেস প্যাক (Face Pack Made With Curd And Honey) : টকদই এবং মধুর দিয়ে তৈরি এই ফেসপ্যাক ত্বকের যত্নের খুব কার্যকরী। এই প্যাকটি লাগালে ব্রণর সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। টকদইতে ভিটামিন সি এবং ল্যাকটিক অ্যাসিড থাকে যা ব্রণের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে।

Skin Whitening & Brightening With Curd Face Pack

অন্যদিকে, মধুতে রয়েছে অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ত্বকের লালভাব ও ফোলাভাব দূর করতে সাহায্য করে। এছাড়াও দইয়ে ল্যাকটিক অ্যাসিড পাওয়া যায় যা ত্বককে টোন করতে সাহায্য করে। দই ও মধুর মিশ্রণ মুখে লাগালে ত্বক ফর্সা ও দাগহীন দেখায়।

আরও পড়ুন : মাত্র ১৫ মিনিটেই পালাবে ত্বকের সব দাগছোপ, ব্যবহার করুন কমলালেবুর এই ফেসপ্যাক

HONEY FOR SKIN THAT'S SMOOTH AND RADIANT

তৈরি করার উপায় (Way To Make) : দু-চামচ মধু এবং এক চামচ টক দই ব্যবহার করে এই ফেসপ্যাকটি প্রথমে বানিয়ে নিতে হবে। এবার ত্বকে এই ফেসপ্যাকটি লাগিয়ে নিতে হবে। ফেসপ্যাকটা লাগানোর পর কুড়ি মিনিট রেখে দিতে হবে তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিতে হবে।

আরও পড়ুন : হিট র‌্যাশ থেকে জ্বালাপোড়া, স্নানের সময় এই ছোট্ট উপায় ত্বকের সব সমস্যা করবে দূর