মানালি আসতেই সব উলটপালট TRPতে, কে হল বেঙ্গল টপার? দেখুন তালিকা

‘কার কাছে কই মনের কথা’ এসে কেড়ে নিল স্লট? কে হল বাংলার টপার, দেখুন টিআরপি তালিকা

Bengali Mega Serials TRP Or Telivision Rating Point Released On 13th July 2023 : এক সপ্তাহের অপেক্ষার পর এসে গিয়েছে বৃহস্পতিবারের টিআরপি (TRP) রিপোর্ট কার্ড। এই সপ্তাহের ফলাফলের উপর একটু বেশিই নজর ছিল মানালি দের ভক্তদের। আর হবে নাই বা কেন? ‘ধূলোকণা’ সিরিয়ালের পর এখন জি বাংলা (Zee Bangla) -র ‘কার কাছে কই মনের কথা’ (Kar Kache Koi Moner Kotha) সিরিয়ালের হাত ধরে আবার তিনি ফিরেছেন সিরিয়ালের পর্দায়। এই সিরিয়ালের টিআরপি বা টেলিভিশন রেটিং পয়েন্ট অথবা টার্গের্ট রেটিং পয়েন্ট (Television Rating Point or Target Rating Point) প্রথম সপ্তাহে কেমন দাঁড়ালো?

কার কাছে কই মনের কথা বিপরীতে এখন স্টার জলসার কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ রয়েছে। তাই শুরু থেকেই লড়াইটা ছিল হাড্ডাহাড্ডি। খেলনা বাড়িকে সরিয়ে এতদিন স্লট লিডার হয়েছে কমলা-পৃথ্বীরাজরা। মানালি আসতেই ছিনিয়ে নিলেন স্লট। যদিও খুব বেশি ব্যবধান লক্ষ্য করা যাচ্ছে না এই দুটি সিরিয়ালের টিআরপির মধ্যে।

KAR KACHE KOI MONER KOTHA

প্রথম সপ্তাহে মানালি কেবল ৪.৮ নম্বর তুলতে পেরেছেন তার সিরিয়ালের জন্য। বিপরীতে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ পেয়েছে ৪.৭ নম্বর। মাত্র ০.১ নম্বরের ব্যবধানে স্লট লিডার হতে পারলেও কার কাছে কই মনের কথা সেরা দশে জায়গা করে নিতে পারেনি। তাই কিছুটা মনঃক্ষুন্ন হয়েছেন মানালির ভক্তরা। তাহলে বেঙ্গল টপার হল কে? কারা রইল সেরা দশে, দেখুন সেই তালিকা।

প্রত্যেকবারের মত এবারেও প্রথম স্থানে রয়েছে অনুরাগের ছোঁয়া। ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৮.৭। সূর্য-দীপা, সোনা-রুপার কেমিস্ট্রি থেকে দর্শকরা চোখ সরাতে পারছেন না এটাই তার প্রমাণ। দ্বিতীয় স্থানে রয়েছে জগদ্ধাত্রী। দুই সপ্তাহ পরে জগদ্ধাত্রী আবার ৭.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থান দখল করতে পেরেছে। তৃতীয় স্থানে ছিটকে গিয়েছে ফুলকি। যদিও এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.৭।

NEEM PHULER MODHU

নিম ফুলের মধু চতুর্থ স্থানে রয়েছে। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৭.১। ৬.৬ নম্বর নিয়ে রাঙা বউ পঞ্চম স্থানে রয়েছে। ৬.৫ নম্বর নিয়ে হরগৌরী পাইস হোটেল ষষ্ঠ স্থানে আছে। গত কয়েক সপ্তাহ ধরে এই সিরিয়ালের টিআরপি বেশ ভালোই উঠছে। বাংলা মিডিয়াম সিরিয়াল ৬.১ নম্বর নিয়ে সপ্তম স্থানে আছে। একাদোক্কা ৬ নম্বর পেয়ে অষ্টম স্থানে রয়েছে।

PANCHAMI

আরো পড়ুন : ৮ বছরে আমূল বদলেছে চেহারা, সেই ছোট্ট ভুতু এখন কত সুন্দরী হয়েছে দেখুন

৫.৯ নম্বর নিয়ে নবম স্থানে আছে পঞ্চমী। ৫.৩ নম্বর নিয়ে খেলনা বাড়ি রয়েছে দশম স্থানে। নতুন স্লটে যাওয়ার পর খেলনা বাড়ি আবার সেরা দশের মধ্যে জায়গা করতে পেরেছে। এদিকে আবার পঞ্চমী, তুঁতের টিআরপিও বেশ কম। হরগৌরী পাইস হোটেলের বিপরীতে মুকুট পেয়েছে মাত্র ৪.২ নম্বর। এরকম চলতে থাকলে শীঘ্রই বন্ধ করে দেওয়া হতে পারে টিআরপিতে পিছিয়ে পড়া সিরিয়ালগুলিকে।

আরো পড়ুন : আসছে নতুন সিরিয়াল, স্টার জলসার বিরাট জনপ্রিয় নায়িকার সঙ্গে সিরিয়ালে ফিরছেন ‘মিঠাই’য়ের উচ্ছেবাবু