ইদানিং বাংলার বাইরেও বাঙালি অভিনেতা এবং অভিনেত্রীদের কদর বাড়ছে। বলিউডের পাশাপাশি দক্ষিণী ছবিতেও চুটিয়ে কাজ করছেন বাঙালিরা। সিনেমা, ওয়েব সিরিজ কিংবা সিরিয়াল, আলাদা আলাদা ভাষায় কাজ করে বাংলার মুখ উজ্জ্বল করছেন বাঙালি শিল্পীরা। এবার সেই তালিকায় সামিল হলেন বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) জনপ্রিয় অভিনেত্রী অদ্রিজা রায় (Adrija Roy)।
অদ্রিজা রায়কে এর আগে মঙ্গলচন্ডী, বেদিনী মলুয়ার কথা, সন্ন্যাসী রাজা, মৌয়ের বাড়ি সিরিয়ালে অভিনয় করতে দেখেছেন দর্শকরা। শেষবার তাকে স্টার জলসার বিক্রম বেতাল ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তবে টিআরপির অভাবে আচমকাই বন্ধ হয়ে গিয়েছে এই ধারাবাহিক। বাংলার এই অভিনেত্রী এবার বাংলা ছেড়ে মুম্বাইতে যাচ্ছেন নতুন করে কেরিয়ার শুরু করবেন বলে।
কালার্স বাংলার মৌয়ের বাড়ি সিরিয়ালটি শেষ হয়েছে সম্প্রতি। তবে বাংলা সিরিয়ালের এই অভিনেত্রীর হাতে কাজের অভাব হয় না কখনও। এবার তো মুম্বাই থেকে কাজের ডাক পেয়ে গিয়েছেন তিনি। বাংলা সিরিয়ালে অভিনয় করে তিনি যে জনপ্রিয়তা পেয়েছেন এবার হিন্দি সিরিয়ালে অভিনয় করে তার জনপ্রিয়তা আরও বাড়বে। জীবনের প্রথম হিন্দি সিরিয়ালে অভিনয় করতে যাচ্ছেন অদ্রিজা।
অদ্রিজা কিন্তু এরই মধ্যে বাংলা সিনেমাতে অভিনয় করে টলিউডে খাতা খুলে ফেলেছেন। রাজ চক্রবর্তীর পরিণীতা ছবির হাত ধরে প্রথম বাংলা ছবিতে কাজের সুযোগ পেয়েছিলেন তিনি। এই ছবিতে তিনি শুভশ্রী গাঙ্গুলীর বান্ধবীর চরিত্রে অভিনয় করেছিলেন। বাংলা সিরিয়ালের এই সুন্দরী অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও একসময় তোলপাড় হয়েছিল ইন্ডাস্ট্রি। অভিনেতা ক্রুশল আহুজার সঙ্গে তার সম্পর্ককে কেন্দ্র করে ছড়িয়েছিল অনেক জল্পনা।
তবে ক্রুশল এবং অদ্রিজা অবশ্য বেশ কিছুদিন আগেই তাদের সম্পর্কে ইতি টেনেছেন। প্রথম প্রেম ভেঙ্গে যাওয়া এই মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলেন অভিনেত্রী। এঈ সম্পর্কে টিভি নাইন বাংলার কাছে তিনি একটি সাক্ষাৎকারও দেন। এখন অবশ্য তিনি এসব কিছু থেকে বেরিয়ে এসেছেন। এখন তার জীবনের প্রথম প্রেম হল কাজ আর দ্বিতীয় প্রেম হল ঘুরতে যাওয়া।
কিছুদিন আগেই নিজের ২৩ তম জন্মদিন পালন করার জন্য আরবে পৌঁছে গিয়েছিলেন অদ্রিজা। নীল শাড়িতে আরবের মরুভূমির বুকে দাঁড়িয়ে তার জন্মদিন সেলিব্রেশনের ছবি এবং ভিডিওতে ছেয়ে গিয়েছিল সোশ্যাল মিডিয়া। আপাতত এই অভিনেত্রীর হাতে রয়েছে নতুন হিন্দি সিরিয়ালের কাজ। তবে কবে, কোন চ্যানেল এবং সিরিয়ালের নাম কী সেসব এখনও জানা যায়নি কিছুই।