সানি লিওন। বিশ্ববাসীর কাছে এই নাম পরিচিত। কিন্তু আপনারা কি জানেন? বাংলাদেশেও আছে বাংলাদেশের সানি লিওন (Sunny Leone)? তার নাম নায়লা নাঈম ( Naila Nayem)। তাকেই বাংলাদেশের সানি লিওন (Sunny Leone) বলা হয়। বাংলাদেশ গ্লামার ইনডাস্ট্রির পরিচিত নাম নায়লা নাঈম। মিউজিক ভিডিও ও বিজ্ঞাপনচিত্রে নিয়মিত কাজ করেছেন তিনি। বেশ কিছু আইটেম গানেও তাঁর উপস্থিতি লক্ষ করা যায়। নাইলার জাদুতে মাতোয়ারা দর্শক বাংলাদেশের ‘সানি লিয়ন’ বলে ডাকেন তাঁকে।
পেশায় দন্ত চিকিৎসক নায়লার নিজস্ব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এ নিয়মিত উষ্ণতায় মোড়া ছবি পোস্ট করেন তিনি।রানআউট’, ‘মারুফ টাকা ধরে না’, ‘রাত্রির যাত্রী র মতন ছবিতে অভিনয় করতেও দেখা গেছে তাকে। সোশ্যাল মিডিয়ায় তার অনুগামীদের সংখ্যাও বিশাল।বাংলাদেশের তরুণদের ক্রাশ তিনিই।
নয় বছর ধরে মডেলিং জগতের সঙ্গে যুক্ত দন্ত চিকিৎসক নায়লা নাঈম। ২০১৩ সালে গ্রামীণফোনের বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে আলোচনায় আসেন। পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় খোলামেলা ছবি প্রকাশ করে বার বার সমালোচিত হয়েছেন। শুধু মডেলিংয় নয়, মডেলিংয়ের পাশাপাশি বড় পর্দায় অভিনয় করেছেন নায়লা নাঈম। কাজ করেছেন গানের ভিডিওতে। গানের ভিডিওতে খোলামেলা অভিনয়ের জন্য সুপরিচিত তিনি।
২০১২ সালে ঢাকার একটি বেসরকারি ডেন্টাল কলেজ থেকে স্নাতক শেষ করে পাবলিক হেলথ বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন তিনি। ঢাকার দুটি চেম্বারে এখনো নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল।
সানি লিওন (Sunny Leone) এর বায়োপিক করঞ্জিত কৌর এর মতন তারও সম্প্রতি বায়োগ্রাফি প্রকাশ হয়েছে ‘নায়লা নাঈম: দ্য ক্যুইন অফ কন্ট্রোভার্সি (পার্ট ওয়ান) (Naila Nayem: The Queen of Controversy)। বইটির লেখক আহমেদ সাব্বির (Ahmed Sabbir)। যদিও বইটি নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশের নানান মহলে শুরু হয়েছে বিতর্ক। জানা যাচ্ছে সেই জীবনীতে তার জীবনের সব ঘটনার উল্লেখ নেই। তার জীবনের অনেক ঘটনাই এড়িয়ে গেছেন লেখক।
শুধু উষ্ণতার জন্যই নয়, সামাজিক দায়বদ্ধতার দিক থেকেও তার নাম উঠে আসে বারবার।তিনি পশু প্রেমিক। লক ডাউন চলাকালীন যখন পুরো ঢাকা শহর কার্যত থেমে গিয়েছিল তখন টানা পাঁচ দিন ১৪০০ কুকুরের খাবারের যোগান দিয়েছিলেন নায়লা নাঈম (Naila Nayem)
বোল্ড ফটোশ্যুট ও অভিনয়ের পাশাপাশি আরেকটি বিষয়ও তার সম্পর্কে বলতেই হয়। তিনি শিক্ষিতা। তবে এই বিষয়টি অনেকেই জানেননা যে তিনি ঢাকা সিটি কলেজ থেকে ডেন্টাল সার্জারীতে ব্যাচেলার্স ডিগ্রী পাশ করেছেন। তবে এখন তিনি বাংলাদেশের তরুণদের হৃদয়ের অধিকারিণী।