শুটিংয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, পুড়ে গুরুতর যখম হয়ে হাসপাতালে ভর্তি হলেন জনপ্রিয় অভিনেত্রী

শরীরের ৩৫% পুড়েছে, ভয়ংকর অগ্নিকাণ্ডে গুরুতর আহত হলেন জনপ্রিয় এই অভিনেত্রী

Bangladeshi Actress Sharmeen Akhee Severely Burnt By Accident During Shooting

ভয়ংকর অগ্নি দুর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় অভিনেত্রী শারমিন আঁখি (Sharmeen Akhee)। দুদিন আগে ঘটেছে এই দুর্ঘটনা। নাটকের সেটে হঠাৎ আগুন লেগে যাওয়াতে দুর্ঘটনার কবলে পড়ে অগ্নিদগ্ধ হয়েছেন অভিনেত্রী। মেকআপ রুমে শর্ট সার্কিট থেকেই নাকি ঘটেছে এই অঘটন। এই দুর্ঘটনায় তিনি এতটাই যখম হয়েছেন যে তার অবস্থা এখনও সঙ্গিন।

বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেত্রী ছবি এবং নাটকের দুনিয়াতে বেশ সুনাম অর্জন করেছেন। দুদিন আগে নাটকের সেটে রিহার্সালে গিয়েছিলেন তিনি। শুটিং সেটে শর্ট সার্কিট থেকে ঘটে যাওয়া বিস্ফোরণে অভিনেত্রীর হাত এবং পা সহ শরীরের বেশ কিছু অংশ পুড়ে যায়। তাকে তড়িঘড়ি শেখ হাসিনার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়েছিল।

sharmeen akhi

এই দুর্ঘটনায় অভিনেত্রীর শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। তার শ্বাসনালী ভয়ংকরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মঙ্গলবার সকাল পর্যন্ত তার পরিস্থিতিতে কোনও পরিবর্তন আসেনি বলে জানিয়েছেন চিকিৎসকেরা। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক সামন্ত লাল সেন বলেছেন, “আঁখি গত দুদিনের মত মঙ্গলবারেও একই অবস্থায় রয়েছেন। তার অবস্থার কোনও পরিবর্তন হয়নি।”

চিকিৎসক জানিয়েছেন, ‘‘শারমিন আঁখির শ্বাসনালীসহ শরীরের ৩৫ শতাংশ পুড়ে গিয়েছে। তাঁর ইনহালেশন বার্ন রয়েছে। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) রাখা হয়েছে। আমরা নিয়মিত তাঁকে ফলোআপের উপরে রেখেছি। তাঁর সব ধরনের চিকিৎসা চলছে।’’

sharmin akhi

রবিবার দুপুরে মিরপুরের নতুন শুটিং সেটে ‘অমীমাংসিত প্রেম’ নামের একটি নাটকের কাজ চলছিল। সেখানে কাজ করছিলেন আঁখিও। কাজ চলাকালীন আচমকা বিস্ফোরণের শব্দ শুনে কেঁপে ওঠে গোটা ইউনিট। গোটা শুটিং সেট হালকা কেঁপে উঠেছিল বলে জানা যাচ্ছে। এবার দেখা যায় মেকআপ রুমের দরজা এবং জানালা ভেঙে গিয়েছে। ওই মেকআপ রুমে একাই রেডি হচ্ছিলেন আঁখি। ঘটনার আকস্মিকতায় চমকে গিয়েছিলেন সকলে।

Sharmeen Akhee

নাটকের পরিচালক আশফাকুল আলম বাংলাদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন আঁখিকে যখন তারা উদ্ধার করেন তখন তার অবস্থা খুবই খারাপ ছিল। হাত এবং পায়ের চামড়া পুড়ে গিয়েছিল। এরপর তাকে মিরপুরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপর চিকিৎসকের পরামর্শে তাকে শেখ হাসিনা ইনস্টিটিউটে ভর্তি করানো হয়। আঁখির স্বামী রাহাত কবির জানিয়েছেন তার স্ত্রীর হাত-পা-মুখ ঝলসে গিয়েছে। তার অবস্থা গুরুতর।