

বিনোদন দুনিয়ার বিরুদ্ধে এর আগেও বহুবার হিন্দু ধর্মকে অপমানের অভিযোগ উঠেছে। বিশেষত হিন্দু সংস্কৃতি, ভারতীয় ঐতিহ্যকে অপমান করার জন্য বারবার কাঠগড়ায় তোলা হয় বলিউডকে। তবে একা বলিউড নয়, হিন্দুধর্মের দেবদেবীদের অসম্মান করার অভিযোগ এবার টলিউডের বিরুদ্ধেও উঠল। বাংলা টেলিভিশন ইন্ডাস্ট্রির দুই সিরিয়ালের (Bengali Mega Serial) বিরুদ্ধে সম্প্রতি এমন মারাত্মক অভিযোগ উঠেছে।
এই দুটি সিরিয়ালই এখন জি বাংলাতে (Zee Bangla) সম্প্রচারিত হচ্ছে। গৌরী এল (Gouri Elo) এবং শিশু ভোলানাথ (Sishu Volanath), দুই ধারাবাহিকের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়াতে ক্ষোভ উগড়ে দিচ্ছেন দর্শকরা। সম্প্রতি শিশু ভোলানাথের একটি এপিসোডে যোগিনীর সাজ-পোশাক দেখে চোখ কপালে উঠেছে দর্শকদের। কারণ সেই দৃশ্যে যোগিনীকে স্পোর্টস ব্রা পরানো হয়েছে। এটা মোটেই মেনে নিতে পারছেন না দর্শকরা।
পুরাণ নির্ভর ধারাবাহিকে এই ধরনের গাফিলতি, দেবদেবীদের পোশাক-আশাক নিয়ে ছেলেখেলা মোটেই সহ্য হচ্ছে না দর্শকদের। সরাসরি সোশ্যাল মিডিয়াতে এর বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠছে। ‘শিশু ভোলানাথ’ জি টিভির একটি হিন্দি ধারাবাহিক যা বর্তমানে বাংলাতে ডাবিং করে সম্প্রচারিত হচ্ছে। সেখানে একটি পর্বে যোগিনীকে এমনই সাজ পোশাকে দেখা যাচ্ছে।
গলায় মুন্ডমালা, লাল রঙের শাড়ি এবং কালো রঙের স্পোর্টস ব্রা পরে যোগীনির অদ্ভুত সাজ এবং এক্সপ্রেশন দেখে চ্যানেলের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন দর্শকরা। জনৈক নেটিজেন যোগিনীর এমন সাজের দুটি ছবি শেয়ার করে লিখলেন, ‘‘এটা আমি কি দেখলাম! স্পোর্টস ব্রা! একজন যোগীনির সাজসজ্জা এটা? জী বাংলা হিন্দু ধর্ম কে আর কত অপমান করবে?”
এরপর তিনি লিখেছেন, “গৌরি এলো” তে তো প্রায়ই করছে, “শিশু ভোলানাথ” এ আরও বেশি করছে! একজন যোগীনির এক্সপ্রেসন, পোশাক -আশাক এরকম?দেখে তো শ্রদ্ধার বদলে হাসি পায়! ধিক্কার Zee Bangla!” উল্লেখ্য জি বাংলার টপার ধারাবাহিক গৌরী এলোতেও মাঝেমধ্যে নায়িকা গৌরীর এমন কাণ্ডকারখানা দেখানো হয় যা দর্শকদের কাছে হাসির খোরাক হয়ে ওঠে।
‘গৌরী এল’র নায়িকা গৌরী মা কালীর ভক্ত। তবে তাকে দেবীর অংশ প্রমাণ করতে গিয়ে গৌরীকে দিয়ে অনেক অদ্ভুত কান্ড কারখানা দেখানো হয় ধারাবাহিকে। কখনও দেখানো হয় শুদ্ধিকরণের নামে একটি মেয়ের মাথায় গরম জল ঢেলে দিচ্ছে গৌরী, আবার কখনও দেখানো হয় গুন্ডাদের গৌরীর রাগ থেকে বাঁচাতে ধারাবাহিকের নায়ক তার পায়ের কাছে শুয়ে পড়ছে অনেকটা ঠিক ভগবান শিবের মত! এসব কুসংস্কার দেখিয়েই টপার হয় ‘গৌরী এল’! এমনই অভিযোগ করছেন দর্শকদের একাংশ।