বলিউডের পর এবার ক্রিকেট মঞ্চেও অরিজিৎ ঝড়, আইপিএলের উদ্বোধনীতে চমকে দেবেন অরিজিৎ সিং

গোটা ভারতবর্ষের নিরিখে এখন প্রথম সারির গায়ক বলতে সকলের আগে অরিজিৎ সিংয়ের (Arijit Singh) নামই মনে পড়ে সকলের। শুধু দেশ নয়, বিদেশের মাটিতেও অরিজিতের ম্যাজিক টের পাওয়া যায়। শুধু সংগীতের কিংবা সিনেমা নয়, ফুটবল, ক্রিকেটের ময়দানেও এখন অরিজিতের জয়জয়কার। এবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (Indian Premier League) তথা আইপিএলের (IPL) উদ্বোধনীতে গান গাইতে চলেছেন অরিজিৎ সিং।

২০১৮ সালের পর ২০২৩ সালে রাজকীয়ভাবে অনুষ্ঠিত হতে চলেছে আইপিএল টুর্নামেন্ট। খুব বড় করেই এবার টুর্নামেন্টের উদ্বোধন করতে চাইছেন কর্তৃপক্ষ। আর সেই কারণে বলিউড এবং দক্ষিণের তাবড় তাবড় তারকাদের আহ্বান জানানো হয়েছে পারফর্ম করার জন্য। বলিউড থেকে কিয়ারা আদবানী, কৃতি শ্যানন, দক্ষিণের দুই নায়িকা রশ্মিকা মান্দানা এবং তামান্না ভাটিয়াদের স্পেশাল পারফরমেন্সের জন্য ডাকা হয়েছে।

ARIJIT SINGH

তবে সমস্ত খবরকে ছাপিয়ে গেল অরিজিৎ সিংয়ের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার খবরটা। শোনা যাচ্ছে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অরিজিত সিং গান গাইবেন। ক্রিকেট এবং সংগীতপ্রেমীদের কাছে এর থেকে বড় পাওনা আর কী হতে পারে? ৩১ শে মার্চ, অর্থাৎ আজ সন্ধ্যে ৬ টা থেকে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে।

রশ্মিকা, তামান্না তো আছেনই, তবে গোটা দেশ মুখিয়ে আছে অরিজিৎ সিংয়ের পারফরম্যান্সের জন্য। মঞ্চে উঠে তিনি গান ধরলে শ্রোতাদের সমস্ত ধ্যান শুধু তার দিকেই কেন্দ্রীভূত থাকে। ক্রিকেটের মঞ্চে অরিজিৎ সিং গান গাইলে সেটা তার ভক্তদের কাছে এক অনন্য স্মৃতি হয়ে থেকে যাবে। তাই আজকের দিনটা স্বাভাবিকভাবেই অরিজিতিয়ানদের কাছে খুবই স্পেশাল।

উল্লেখ্য কিছুদিন আগেই আন্তর্জাতিক স্তরে আরও এক স্বীকৃতি পেয়েছিলেন অরিজিৎ। তাও আবার ফুটবলের ময়দানে। স্পেনের জনপ্রিয় ফুটবল স্টেডিয়াম ক্যাম্প ন্যুয়ে তার হিন্দি গান ‘বইরিয়া’র ঝলক ধরা পড়েছিল। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনার এল ক্লাসিকো ম্যাচ চলার সময় ডিজিটাল বোর্ডে নজর পড়তেই চমকে উঠেছিলেন অরিজিতিয়ানরা।

ARIJIT SINGH

এক সপ্তাহ আগে ইউটিউব এবং একাধিক স্ট্রিমিং প্ল্যাটফর্মে অরিজিৎ সিংয়ের এই নতুন গানটি মুক্তি পেয়েছে। গানটি অমিতাভ ভট্টাচার্যের লেখা এবং গোল্ডি সোহেলের সুর দেওয়া। এই প্রথম কোনও ফুটবল ম্যাচের ডিজিটাল বোর্ডে জায়গা পেল বলিউড গান।