বিগত কয়েক বছর ধরে বক্স অফিসে একের পর এক কামাল দেখিয়ে চলেছে দক্ষিণী ছবিগুলি (South Indian Films)। বিশেষ করে ২০২২ সালটা দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় ছিল। এই বছর বড় বড় হিন্দি ছবিগুলিকে টক্কর দিয়েছে দক্ষিণী ছবিগুলি। বক্স অফিসে অনেক রেকর্ড ভেঙেছে এই ছবিগুলি। তবে এখন শুধু মাত্র, দেশে নয় বিদেশেও ভালো কালেকশন করছে দক্ষিণী ছবিগুলি।
বক্স অফিসে সাফল্য ছাড়াও এবার ভারতে অস্কার এসেছে এই দক্ষিণী ছবির হাত ধরেই। হলিউডের অনেক জনপ্রিয় ছবিগুলির গানকে পিছনে ফেলে দিনে অস্কারে সেরা মৌলিক গানের বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘আর আর আর’ (RRR) ছবির ‘নাটু নাটু’ (Natu Natu) গানটি। হলিউডের জনপ্রিয় পরিচালকরাও এই ছবির গান, ও অ্যাকশন দৃশ্যের প্রশংসা করেছেন।
তবে এখানেই শেষ নয়, এবছর বক্স অফিসে ঝড় তুলতে আসছে আরও দক্ষিণী ছবি। এই ছবি গুলির মধ্যে অন্যতম হল ‘পুষ্পা ২’। গত বছর মুক্তি পেয়েছিল ‘পুষ্পা’ ছবির প্রথম পার্ট যেখানে মুখ্য ভূমিকায় অর্থাৎ পুষ্পার চরিত্রে অভিনয় করেছিলেন দক্ষিণী ছবির জনপ্রিয় তারকারা সুপারস্টার আল্লু অর্জুন। এই ছবিতে খলনায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন আরও এক জনপ্রিয় অভিনেতা। যার নাম ‘ফাওয়াদ ফাজিল’।
গত বছর সারা বিশ্বে প্রায় ৩৭০ কোটি টাকার বেশি কালেকশন করেছিল আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’। এবছরেও আশা করা হচ্ছে বক্স অফিসে সাফল্য এনে দিতে পারবে এই ছবি। এছাড়াও শোনা গিয়েছে এই ছবিতে বলিউডের কোনও বড় সুপারস্টার থাকবে। যদিও এখনও কোনও নিশ্চিত খবর সামনে আসেনি যে সেই সুপারস্টার কে?
তবে ‘পুষ্পা’ নিয়ে এমনিতে দর্শকদের মধ্যে একটা উৎসাহ রয়েছে। কারণ ছবিতে রয়েছেন স্বয়ং সাউথ ইন্ডিয়ার অন্যতম জনপ্রিয় সুপারস্টার আল্লু অর্জুন। তার যাদুতে গত বছর মুগ্ধ হয়েছিল গোটা দেশ। বাচ্ছা থেকে বুড়ো প্রায় সকলের মুখেই ছিল ‘পুষ্পা’ ছবির সংলাপ ও বিখ্যাত গানগুলি। এবছর একই ভাবে মুগ্ধ করতে আসছে আল্লু্ অর্জুন।
তবে এবছর শুধু তিনি নন, তার ছোট মেয়েকেও দেখা যাবে সিনেমার পর্দায়। হ্যাঁ, তার ছোট্ট মেয়ে আরহাকে এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে। এই ছবির নাম ‘শকুন্তলম’। খুব ছোট বয়সেই সিনেমার দুনিয়ায় অভিষেক হতে চলেছে আরহার। তার এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে দক্ষিণী ছবির জনপ্রিয় অভিনেত্রী সামান্থাকে। তিনি ছাড়াও এই ছবিতে রয়েছেন একজন বিখ্যাত বাঙালি অভিনেতা। ইনি হলেন যিশু সেনগুপ্ত। এই ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ এপ্রিল।