ভুলেও কেউ ছোঁয় না এই জল, ভারতের ‘অভিশপ্ত নদী’তে কী রহস্য আছে জানেন?

মানুষ দূরে থাক, প্রাণীরাও স্পর্শ করে না ভারতের এই ‘অভিশপ্ত নদী’র জল, কেন জানেন?

Cursed River Of India : ভারতের উত্তর থেকে দক্ষিণে বয়ে চলেছে অসংখ্য নদী। যাদের মধ্যে বড়ো নদীগুলির নাম জানা থাকলেও, ছোট ছোট এমন অনেক নদী রয়েছে যাদের নাম সবাই জানে না। তবে দেশের প্রধান নদী হল গঙ্গা (Ganges) নদী। তবে গঙ্গা শুধু প্রধান নদী নয়, এই নদীকে ভারতে খুব পবিত্র নদী ভাবা হয়।

এদেশের মানুষের বিশ্বাস গঙ্গার জল এতটাই পবিত্র যে অন্য অপবিত্র জিনিসে এই নদীর জল ছড়িয়ে দিলে সেই জিনিসটাও পবিত্র হয়ে যায়। তবে দেশে এমন এক অভিশপ্ত নদীও রয়েছে যার সংস্পর্শে কেউ আসতে চায় না।

Karamnasa River

অনেক অজানা রহস্য লুকিয়ে রয়েছে এই নদীর সঙ্গে। কিন্তু দেশের বহু মানুষ এই নদী সম্পর্কে জানে না। ভারতবর্ষের এই অভিশপ্ত নদীটির নাম কর্মনাশা (Karamnasa)। উত্তর ভারতের উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এই নদীটি।

এই নদী মানুষের কর্ম ধ্বংস করতে পারে। উত্তরপ্রদেশ ও বিহারের মানুষরা এই জল ব্যবহার করতে ভয় পান। তাদের বিশ্বাস, যে মানুষ এই নদী স্পর্শ করবে সে সর্বহারা হবেন। উত্তরপ্রদেশের এই নদীর বারানসি ও গাজীপুরের মধ্যে দিয়ে গিয়ে বিহারের বক্সারের কাছে পৌঁছে গঙ্গায় মিলিত হয়েছে।

Karamnasa River

আরও পড়ুন : প্লেনের ইঞ্জিনে মুরগি কেন ব্যবহার করা হয়? ৯৯% মানুষ উত্তর জানেন না

আসলে একটি পৌরাণিক গল্প রয়েছে এই নদী নিয়ে। একবার নাকি রাজ হরিশ্চন্দ্রের পিতা সত্যব্রত তার গুরু বশিষ্ঠের কাছে দেহ নিয়ে স্বর্গে যাওয়ার ইচ্ছা জানান। কিন্তু তার সেই ইচ্ছা পূরণ করতে অস্বীকার করেন গুরু বশিষ্ঠ। তাই গুরু বিশ্বামিত্রের কাছেও এই অনুরোধ করেন তিনি। কিন্তু বশিষ্ঠের সঙ্গে বিশ্বামিত্রের শত্রুতা ছিল এই জন্য তিনি সতৃব্রতকে তপস্যার জোরে স্বর্গে পাঠিয়েছিলেন। এমন দৃশ্য দেখে ইন্দ্রদেবও রেগে যান।

Karamnasa River

আরও পড়ুন : মেয়েদের শরীরের কোন অঙ্গ দিনে ছোট থাকে, কিন্তু রাত হলেই বড় হয়ে যায়?

এরপর বিশ্বামিত্র রাজাকে স্বর্গ ও পৃথিবীর মাঝখানে পাঠিয়ে দেবতাদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পরেন। তখন রাজার দেহ এক দিলে হেলে যায় ও তার মুখ থেকে লালা বের হতে শুরু করে। সেই লালা পৃথিবীতে পরে এই নদী সৃষ্টি হয়। তারপর বশিষ্ঠ রাজা সত্যব্রতকে চন্ডাল হওয়ার অভিশাপ দেন। এই জন্য নদীটিও অভিশপ্ত হয় বলে বহু মানুষের ধারণা।