প্রতিটি টেলিকম সংস্থা তাদের ট্যারিফ রেট একধাক্কায় ৪২% পর্যন্ত বাড়ালেও একমাত্র BSNL তাদের ট্যারিফ প্ল্যানে কোনো পরিবর্তন ঘটায় নি। বরং তারা একগুচ্ছ অফারের ডালি নিয়ে হাজির হয় গ্রাহকদের সামনে।
এই সকল অফারের মধ্যে একটি রিচার্জ প্ল্যান রয়েছে যেটি ১০০ টাকার নিচে। তাতে আবার প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট দিচ্ছে বিএসএনএল। প্ল্যানটি হলো মাত্র ৯৮ টাকার। এই রিচার্জে গ্রাহকরা প্রতিদিন ২ জিবি করে ইন্টারনেট পাবেন ২৪ দিনের জন্য। কিন্তু এই প্ল্যানের সাথে কোনরকম ফ্রি ভয়েস কল অথবা ফ্রি এসএমএসের সুবিধা থাকছে না। যেসকল গ্রাহকরা বেশি ইন্টারনেট করেন তাদের জন্য এই প্ল্যানটি খুবই লাভজনক।
আরও পড়ুন : ১০০ টাকার কমে কোন নেটওয়ার্ক দিচ্ছে সবথেকে বেশি সুবিধা?
তবে বলে রাখা ভালো বিএসএনএলের এখনো পর্যন্ত ৪জি পরিষেবা সব জায়গায় চালু হয়নি। বেশ কয়েকটি বড় বড় শহরে তারা এই মুহূর্তে পরীক্ষামূলকভাবে ৪জি পরিষেবা নিয়ে এসেছে। আবার যেসকল গ্রাহকরা এই প্ল্যানটি ব্যবহার করছেন তাদের বক্তব্য, বিএসএনএলের ৩জি ইন্টারনেট স্পিড, অন্যান্য বেশ কয়েকটি নামকরা ৪জি টেলিকম সংস্থার থেকেও ভালো।
আরও পড়ুন : বিনামূল্যে কথা বলুন যতখুশি, BSNL নিয়ে এলো নতুন পরিষেবা
৯৮ টাকা ছাড়াও বিএসএনএলের আরও একটি প্ল্যান রয়েছে ১৮৭ টাকার। যাতে গ্রাহকরা প্রতিদিন ৩ জিবি করে ইন্টারনেট পাবেন ২৮ দিনের জন্য। এই প্ল্যানের সাথে রয়েছে যেকোনো নেটওয়ার্কে প্রতিদিন ২৫০ মিনিট কল, প্রতিদিন ১০০ টি করে এসএমএসের সুবিধাও।