ছবির এই ছোট্ট মেয়েটাকে বলিউডের ‘জুবিলী গার্ল’ বলা হয়, চিনতে পারছেন কি তাকে?

বলিউডের (Bollywood) অভিনেতা-অভিনেত্রীদের জীবন নিয়ে কৌতূহল রয়েছে। তবে সেটা আজ থেকে নয়, চিরকালই তারকাদের নিয়ে এই কৌতূহল ছিল। কিন্তু এক সময় নিজের প্রিয় তারকাদের সম্পর্কে জানার একমাত্র উপায় ছিল সংবাদ মাধ্যম।

কিন্তু এখন সোশ্যাল মিডিয়ার (Social media) দৌলতে সব কিছুই হাতে মুঠোয়। ঘরে বসেই জেনে নেওয়া যায় তারকাদের জীবনের নানা খুঁটিনাটি। সম্প্রতি এমনি এক তারকা অভিনেত্রীর ছোটবেলার ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

ASHA PAREKH

ইনি হলেন জনপ্রিয় অভিনেত্রী আশা পারেখ। ১৯৬০ থেকে ১৯৭০ দশকের বলিউডে রাজত্ব করেছেন তিনি। তার নাচের প্রশংসা আজও করেন দর্শকরা। সেই সময় রাজেশ খান্না থেকে শুরু করে ধর্মেন্দ্র, শাম্মী কাপুর সহ সমস্ত শীর্ষ অভিনেতাদের সাথে কাজ করেছিল।

মাত্র ১০ বছর বয়সে অভিনয় জীবন শুরু হয়েছিল তার। এক সময় পর পর অনেকগুলি হিট ছবি দিয়ে ছিলেন সেই জন্য তিনি ‘হিটগার্ল’ নামেও পরিচিত। তিনি খুব ভাগ্যবান ছিলেন। এই জন্য অভিনেতা রাজেন্দ্র কুমার তাকে ভাগ্যলক্ষ্মী বলে ডাকতেন।

ASHA PAREKH

তিনি কোনও ছবিতে থাকলে সেই ছবি বক্স অফিসে ভাল ফল করবেই। যে কারণে তিনি জুবিলি গার্ল নামেও পরিচিত ছিলেন। সামান্য শিশু শিল্পী হিসেবে কেরিয়ার শুরু করে খুব কম সময়ের মধ্যেই জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

ASHA PAREKH

আজও তিনি বিখ্যাত, পেয়েছেন দাদাসাহেব ফালকে পুরস্কারও। সম্প্রতি তার ছোটবেলার একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে একটি ছোট মেয়েকে গিয়েছে। এই ছোট মেয়েটি আর কেউ নন, স্বয়ং আশা পারেখ।