Aamir Khan`s First Girlfriend Jessica Hines : বলিউডের (Bollywood) মিস্টার পারফেকনিশ্টের ব্যক্তিগত জীবনটা নিখুঁত নয় মোটেই। জীবনে তিনি দুবার বিয়ে করেছিলেন বলে জানা যায়। তবে দুবারই তার বিচ্ছেদ হয়ে যায়। রিনা দত্ত এবং কিরণ রাও, আমির খানের (Aamir Khan) এই দুই প্রাক্তন স্ত্রীকে প্রায় সকলেই চেনেন। তবে জানেন কি রিনা এবং কিরণের আগেও আমির খানের জীবনে ছিলেন তার আরেক প্রেমিকা?
আজ থেকে প্রায় তিন দশক আগে আমির খানের কেরিয়ার যখন বলিউডে সবে শুরু হচ্ছে ঠিক তখনই তার জীবনে আসেন জেসিকা হাইনস (Jessica Hines)। তিন ছিলেন একজন ব্রিটিশ সাংবাদিক। এই বিদেশি সুন্দরীর প্রেমে তখন হাবুডুবু খেতে শুরু করেন আমির খান। দুজনের মধ্যে বিবাহ বহির্ভূত সম্পর্ক তৈরি হয়েছিল বলেও জানা যায়।
৯০য়ের দশকে ‘গুলাম’ ছবির জন্য তখন শুটিং করছিলেন আমির খান। এই ছবির শুটিং ফ্লোরেই জেসিকার সঙ্গে আমিরের প্রথম আলাপ হয়। তাদের সম্পর্কের ফলাফল হিসেবে জেসিকা গর্ভধারণ করে ফেলেন। কিন্তু আমির খান তখন এই সন্তানের দায়িত্ব নিতে রাজি ছিলেন না। তাই তিনি তার প্রেমিকাকে গর্ভপাত করানোর পরামর্শ দেন।
কিন্তু জেসিকা গর্ভপাত করাতে রাজি ছিলেন না। বরং তিনি আমির খানকে ছেড়ে দিয়ে একাই নিজের সন্তানের দায়িত্ব নিতে চেয়েছিলেন। এরপর আমিরের সঙ্গে সম্পর্ক শেষ করে জেসিকা চিরতরে তার নিজের দেশে ফিরে যান। সেখানেই তিনি তার এবং আমিরের সন্তানকে জন্ম দেন। আমির অবশ্য জেসিকা কিংবা তার সন্তানের প্রসঙ্গ উঠলে তা অস্বীকার করেছিলেন প্রথমে।
আরও পড়ুন – বন্ধুত্ব ছিল গলায় গলায়, এই কারণে চরম শত্রুতে পরিণত হন আমির-সালমান
কিন্তু বেশ কয়েক বছর পর জেসিকা নিজেই সংবাদমাধ্যমের কাছে সাক্ষাৎকার দেন। তিনি অভিযোগ করেন তার গর্ভাবস্থায় তিনি যে কোথায় আছেন আমির খান সেই খোঁজটুকুও রাখেননি। ছেলেকে তিনি একাই মানুষ করেছেন। আমির অবশ্য কখনও এই বিতর্কিত বিষয়ে মুখ খোলেননি।
আরও পড়ুন – শত্রুতা পৌঁছে যায় চরমে, এই একটি কারণে আমির খানের সঙ্গে কখনও কাজ করেননি ঐশ্বর্য
আমির এবং জেসিকার সন্তানের নাম জান। লন্ডনেই বড় হয়েছেন তিনি। জান বড় হয়ে মডেলিংকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। তার চেহারার সঙ্গে আমির খানের চেহারার অনেকটাই মিল আছে বলে দাবি করেন ভক্তরা। প্রথম সন্তান হলেও ছেলেকে কখনও স্বীকৃতি দেননি আমির খান।