মাত্র কিছুদিন এই বাংলা ধারাবাহিকের ইঁদুর দৌড়ে প্রথম দিকে উঠে এসেছে মিঠাই এর নাম। এই গল্পের মুখ্য চরিত্র মিঠাই একজন মিষ্টির কারিগর যার হাতে বানানো মনোহরা মিষ্টি দিকে দিকে সকলে ভক্ত। টেলি দর্শকদের এই পছন্দের চরিত্র মিঠাই আসল জীবনে সৌমিতৃষা কুন্ডু।অন্যদিকে ধারাবাহিকের মুখ্য পুরুষ চরিত্রে অভিনয় করছেন আদৃত রায় (Adrit Roy)।
তবে অভিনয় দুনিয়ায় অদৃত নতুন নয়,বরং বেশ পরিচিত মুখ তিনি।প্রথম ২০১৮ সালে তাকে ইন্দো বাংলাদেশী ছবি ‘নূর জাহান’এ দেখা গিয়েছিল।তারপর ‘প্রেম আমার ২’ ছবিতে জয় চৌধুরীর ভূমিকায় এবং পাসওয়ার্ড ছবিতে দেবের সাথেও স্ক্রিন শেয়ার করেছিলেন তিনি।এবার ছোটপর্দায় অভিনয় করে টেলি দর্শকদের ড্রয়িং রুমে পৌছে যাচ্ছেন তিনি।
অভিনয়ের দিক থেকে তার দক্ষতা সকলেই চেনে,কিন্তু অনেকেই জানেন না যে একজন দক্ষ অভিনেতার পাশাপাশি তিনি একজন অসাধারণ গায়ক।‘সারেগামাপা’র মঞ্চে তিনি তার প্রতিভার প্রকাশ ঘটিয়েছেন এবং তার সাথে গলা মিলিয়েছেন আকৃতি কক্কর।
‘সারেগামাপা’র মঞ্চে দাঁড়িয়ে ডুয়েটে ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’ গানটি গেয়েছেন তিনি।তার গানের প্রশংসা করেছেন রিয়ালিটি শোয়ের বিচারকরা অর্থাৎ ইমন, মিকা, আকৃতি সকলেই তার প্রশংসা করেছেন।ইতিমধ্যেই তার এই গানের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।নেট নাগরিকরা প্রশংসা করছেন তার প্রতিভার। একই স্টেজে তার রিল স্ক্রিন স্ত্রী অর্থাৎ মিঠাইও উপস্থিত ছিলেন।