আসছে নতুন সিরিয়াল ‘কথা’! রইল স্টার জলসার নতুন সিরিয়ালের প্রোমো

Katha Star Jalsha : বাংলা ধারাবাহিক (Bengali Mega Serial) -র প্রধান ২ চ্যানেল জি বাংলা এবং স্টার জলসা (Star Jalsha) একে অপরের প্রতিদ্বন্দ্বী। টিআরপি (TRP) -র লড়াইয়ে সব সময় মেতে থাকে এই দুই চ্যানেল। বিন্দুমাত্র পিছিয়ে যাওয়া ধারাবাহিকগুলিকে সাত তাড়াতাড়ি বিদায় করে দেওয়া হয় চ্যানেল থেকে। নিয়ে আসা হয় নতুন ধারাবাহিক। তেমনই একটি নতুন ধারাবাহিক আসতে আসতে চলেছে স্টার জলসা (Star Jalsha) -য়, যার নাম ‘কথা’ (Katha)

Star Jalsha Katha Serial

এই কথা ধারাবাহিকে প্রধান চরিত্রে অভিনয় করবেন সুস্মিতা দে এবং সাহেব ভট্টাচার্য। বহুদিন পর ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন সাহেব। সঞ্চালনা এবং ওয়েব সিরিজের জগৎ থেকে সরে এসে ফের ধারাবাহিকে এন্ট্রি নিলেন তিনি। গত মঙ্গলবার স্টার জলসার তরফ থেকে এই ধারাবাহিকের প্রমো মুক্তি পেয়েছে আর তাতেই বেশ খুশি দর্শকরা। চলুন জেনে নেওয়া যাক কি এমন রয়েছে সেই প্রমোতে?

KATHA

কথা সিরিয়ালের প্রোমো

ধারাবাহিকের যে প্রমো মুক্তি পেয়েছে চ্যানেলের তরফ থেকে সেখানে দেখা যাচ্ছে, একটি মেয়ে যার চোখে কালো ফ্রেমের চশমা, চুল বেনি করে বাধা। পরনে রয়েছে সালোয়ার। হঠাৎ করে দেখলে আপনার মোনা সিং অভিনীত Jassi – র কথা মনে পড়ে যেতে পারে। তবে কোন কর্পোরেট অফিসে কর্মরত নয়, এই মেয়েটি একেবারে গাছ পাগল একটি মেয়ে। এই চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই সুস্মিতা ‘অপরাজিতা অপু’, ‘বৌমা এক ঘর’ এবং ‘পঞ্চমী’ ধারাবাহিককে অভিনয় করেছেন এর আগে।

বাগান তৈরি করা তার শুধুমাত্র শখের মধ্যেই সীমাবদ্ধ নেই, তা ভালবাসায় রূপান্তরিত হয়ে গেছে। এই ভালোবাসা এতটাই উর্ধ্বগামী হয়েছে যে গোয়ালা তার বাড়িতে দুধ নয় বরং দিয়ে যায় বালতি ভর্তি গোবর। এই গোবর দিয়ে সে সযত্নে করমচা গাছ বসাবে নিজের বাগানে। নিজের জগতেই খুব সুখী এই মেয়েটি। কথার প্রতিবেশী তাকে ডাকে মিস গোবর দেবী বলে। প্রতিবেশীর চরিত্রে অভিনয় করেছেন মিঠাই খ্যাত দিয়া বন্দ্যোপাধ্যায়। দিয়া মশকরা করে যখন কথাকে বলে, “বিয়ের পর যে কি হবে তোর!!” তখন কথা বলে, “আমি বিয়ে করবোই না, কারণ পুরুষ মানেই বিশ্বাসঘাতক।”

KATHA

আরও পড়ুন : গলায় যেন মা সরস্বতীর বাস! ‘তোমাদের রানী’ নায়িকার গলায় গান শুনলে মুগ্ধ হবেন

এবার দেখানো হয় অগ্নিভকে, যে ঐতিহ্যবাহী কুণ্ডু বাড়ির একমাত্র ছেলে। কালী পুজোর দিন বড় নাতিকে খুঁজে পাওয়া যায় না। কয়েক ঘন্টা খোঁজার পর দেখা যায় সে তখন ভেটকি ক্যারামেল সিজলার বানাচ্ছে, বেমালুম ভুলে গেছে পুজোর করমচা আনতে। বাড়ির সকলে যখন অগ্নিভকে বকাবকি করছে ঠিক তখনই করমচা নিয়ে হাজির হয় কথা।

আরও পড়ুন : অবিকল যেন যমজ বোন! টলিউড ও বলিউড নায়িকাদের সঙ্গে মিল রয়েছে এই বাংলা সিরিয়ালের নায়িকাদের

KATHA

আরও পড়ুন : শিমুলের দিন শেষ! গীতা LLB এর প্রথম এপিসোড দেখে প্রশংসায় পঞ্চমুখ দর্শকরা

করমচা নিয়ে কুন্ডু বাড়িতে ঢুকতে না ঢুকতেই অগ্নিভর সঙ্গে ধাক্কা লেগে যায় কথার। নায়ক রেগে গিয়ে নায়িকাকে ডাকে গোবর্দিনী বলে। ব্যাস সেখান থেকেই শুরু হয় গল্প। প্রমো দেখে ইতিমধ্যেই দর্শকরা বেশ খুশি হয়েছেন। প্রমো মুক্তি পেলেও এখনো টাইম স্লট জানানো হয়নি ধারাবাহিকের। কার কাছে কই মনের কথা নাকি জগদ্ধাত্রী, কার সঙ্গে লড়াই করবে কথা? দেখা যাক।

আরও পড়ুন : ‘মিঠি ঝোরা’ ধারাবাহিকের নায়ক আসলে কে? রইল জি বাংলার নতুন নায়কের পরিচয়