Mithi Jhora Hero : একের পর এক নতুন ধারাবাহিক টিভির পর্দায় নিয়ে আসছে জি বাংলা (Zee Bangla)। যেমন কয়েকদিন আগেই প্রকাশ্যে এসেছে আরও একটি নতুন সিরিয়াল ‘মিঠিঝোরা’ (Mithi Jhora) -র প্রোমো। যা দেখে আনন্দে লাফাচ্ছেন খেলনা বাড়ি সিরিয়ালের ‘মিতুল’ ওরফে আরাত্রিকা মাইতি (Aratrika Maity) -র ভক্তরা। কিন্তু জানেন কী এই ধারাবাহিকে নায়কের চরিত্রে অভিনয় যিনি করছেন তার পরিচয়? চলুন জেনে নিই নতুন এই অভিনেতার পরিচয়।
কয়েকদিন পর শেষ হবে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক খেলনা বাড়ি। তা শুনে মন খারাপ হয়ে গিয়েছিল মিতুল ভক্তদের। তবে এই দিন আরাত্রিকার নতুন সিরিয়াল ‘মিঠিঝোরা’র প্রোমো প্রকাশ্যে আসতেই আরাত্রিকাকে নায়িকা হিসেবে দেখে তারা খুশি হয়েছেন। আরাত্রিকা মাইতির সঙ্গে এই সিরিয়ালে জুটি বাঁধছেন জি বাংলার নতুন অভিনেতা সপ্তর্ষি রায় (Saptarshi Roy)।
Mithi Jhora Actor Saptarshi Roy
আপাতদৃষ্টিতে টেলিভিশনের পর্দায় এই অভিনেতাকে নতুন মনে হলেও এর আগে আকাশ আটে অভিনয় করেছেন তিনি। খুব ছোট থেকেই সপ্তর্ষি অভিনয় করেছেন আকাশ আটের একাধিক জনপ্রিয় ধারাবাহিকে। তার অভিনীত ধারাবাহিক গুলো হল ‘ইকির মিকির’ ‘রামপ্রসাদ’, ‘মা সারদা’, ‘সাতকাহন’। তবে তিনি অভিনয়ে পা রাখেন ইকির মিকির ধারাবাহিকের মধ্যে দিয়ে। এই ধারাবাহিকে তাকে নায়কের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল।
এছাড়া এই অভিনেতা একাধিক ওয়েব সিরিজেও অভিনয় করেছেন। পাশাপাশি থিয়েটারেও অভিনয় করেন। এই নতুন সিরিয়ালের প্রোমোতে তাকে দেখার পর থেকেই ক্রাশ খাচ্ছেন বাংলার তরুণীরা। এখন দেখার এই অভিনেতা জি বাংলার মত চ্যানেলের ধারাবাহিকে অভিনয় করে কতটা মন জয় করতে পারে দর্শকদের।
আরও পড়ুন : চোখের সামনে অত্যাচারিত হতে দেখেছেন মাকে! ‘অলকা’ পিয়ালির জীবন সিনেমার থেকে কম নয়
সদ্য প্রকাশ্যে আসা প্রোমোতে দেখা গিয়েছে তারকাখচিত এই সিরিয়ালে নায়িকাদের মেলা। একজন নয়, দুজন নয় মোট তিনজন নায়িকা রয়েছেন এই সিরিয়ালে। তারা তিনজনেই তিন বোন। তার মধ্যে একজন হলেন আরাত্রিকা নিজে। আরাত্রিকার অন্য দুই বোনের চরিত্রে অভিনয় করছেন দেবাদৃতা বসু এবং স্বপ্নিলা চক্রবর্তী।
আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়
আরও পড়ুন : ‘তুমি আশে পাশে থাকলে’ নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়
জানা যাচ্ছে আগামী ২৭ নভেম্বর থেকেই প্রতি সোম থেকে শুক্র রাত সাড়ে নটায় জি বাংলার পর্দায় আসছে এই নতুন সিরিয়াল। অর্থাৎ খেলনা বাড়ি শেষ হতেই সেই একই স্লটে আবার কামব্যাক করছেন আরাত্রিকা। যদিও নতুন এই সিরিয়ালের প্রোমো দেখে অনেকে মিল পাচ্ছেন স্টার জলসার সন্ধ্যাতারার সঙ্গে। সিরিয়াল সম্প্রচার শুরু হলেই জানা যাবে আদতে গল্প কেমন হতে চলেছে।
আরও পড়ুন : ‘জল থই থই ভালোবাসা’র তোতা আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়