কথিত আছে একজনের মানুষের মতো দেখতে আরও ছয়জন মানুষ এই পৃথিবীতে আছে। এই ব্যাপরাটা যে শুধুই লোকমুখে প্রচারিত তাই নয় এর কিছু বিশেষ কারণও আছে। এরকমই বাংলা সিরিয়াল (Bengali Serial) -র বেশ কিছু তারকা রয়েছে যাদের সঙ্গে হুবহু মিল রয়েছে টলিউড ও বলিউড নায়িকাদের। দেখে মনে হবে দুজনে যমজ বোন। চলুন জেনে নিই এই তালিকায় রয়েছেন কোন কোন তারকা।
Soumitrisha Kundu And Pinky Banerjee : জি বাংলার যেসব ধারাবাহিক হিট হয়েছিল তাদের মধ্যে ‘মিঠাই’ অন্যতম। এই ধারাবাহিকে মিঠায়ের চরিত্রে সৌমিতৃষা কুন্ডু -র অভিনয় দর্শকদের মন জয় করে নিয়েছিল। বর্তমানে এই অভিনেত্রী দেব এর বিপরীতে প্রধান সিনেমায় অভিনয় করছেন। কিন্তু দর্শকদের অনেকের মতে সৌমিতৃষাকে দেখতে অনেকটা জনপ্রিয় অভিনেত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের এর মত।
Vinita Chatterjee And Monali Thakur : ‘স্টার জলসা’য় ‘মেম বউ’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন অভিনেত্রী বিনীতা চ্যাটার্জিকে। যেহেতু ধারাবাহিকের নাম ‘মেম বউ’, তাই তাকে এক বিদেশিনী হিসাবে তুলে ধরা হয়। সেই ধারাবাহিক থেকে প্রচুর জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। তবে অভিনেত্রীকে প্রথমে অনেকেই জনপ্রিয় গায়িকা মোনালী ঠাকুর ভেবে ভুল করেছিলেন।
Madhurima Basak And Mouni Roy : গুড্ডি ধারাবাহিকের এক জনপ্রিয় চরিত্র ছিল শিরিন। যেই চরিত্রে অভিনয় করেছিলেন মধুরিমা বসাক। বর্তমানে তিনি ছোট পর্দার জনপ্রিয় মুখ। ইতিমধ্যে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ পেয়েছেন তিনি। কিন্তু অনেকেই মধুরিমার সঙ্গে জনপ্রিয় বলিউড তারকা মৌনি রায়ের মিল খুঁজে পান।
আরও পড়ুন : ‘জল থই থই ভালবাসা’র তোতা আসলে কে? রইল অভিনেত্রীর আসল পরিচয়
Pradip Dhar And Anamika Saha : জি বাংলার ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের বটু সোনাকে চেনে না এমন দর্শক খুঁজে পাওয়া মুশকিল। এই চরিত্রে অভিনয় করেছিলেন জনপ্রিয় অভিনেতা প্রদীপ ধর। যিনি কমেডি থেকে খলনায়ক যেকোনো চরিত্রে সাবলীল ভাবে অভিনয় করতে সক্ষম। তবে তিনি যখন নিম ফুলের মধু তে ফুল মাসি সেজেছিল। তখন অনেকেই তার ওই লুকের সঙ্গে অভিনেত্রী অনামিকা সাহার অভিনীত চরিত্র বিন্দু মাসীর মিল খুঁজে পেয়েছিলেন।
আরও পড়ুন : গীতা LLB -র নায়িকা আসলে কে? রইল Star Jalsha -র নতুন নায়িকার পরিচয়
আরও পড়ুন : ‘মিঠি ঝোরা’ ধারাবাহিকের নায়ক আসলে কে? রইল জি বাংলার নতুন নায়কের পরিচয়
Titiksha Das And Alia Bhatt : ত্রিকোণ প্রেমের গল্প নিয়ে জি বাংলায় শুরু হয়েছে ‘ইচ্ছে পুতুল’ ধারাবাহিক। এই ধারাবাহিকে নায়িকা হলেন মেঘ। আর সেই চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস। ইতিমধ্যেই তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে নিয়েছেন। তবে এই অভিনেত্রীর মুখের সঙ্গেও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আলিয়া ভাটের মিল খুঁজে পান দর্শকরা।
আরও পড়ুন : চোখের সামনে অত্যাচারিত হতে দেখেছেন মাকে! ‘অলকা’ পিয়ালির জীবন সিনেমার থেকে কম নয়