দাঁতের হলদেভাব হবে দূর, মুক্তোর মত সাদা দাঁত পেতে মাত্র ৭ দিন করুন ছোট্ট এই কাজ

হলদেভাব হবে দূর, ৭ দিনে মুক্তোর মত ঝলমলে দাঁত পেতে করুন ছোট্ট এই কাজ

6 Natural Ways To Get White Teeth In 7 Days

দাঁত (Tooth) থাকতে দাঁতের মর্ম না বুঝলে কি হয় তা আর আলাদা করে বলে দেওয়ার অপেক্ষা রাখে না! দাঁতের ক্ষয়, ইনফেকশন, অকালে দাঁত পড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পেতে অবশ্যই ডায়েটে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সঙ্গে নানা ধরনের ফল এবং সবজিও খাবার পরামর্শ দেন। এছাড়াও দাঁতের স্বাস্থ্য (Tooth Care) ভালো রাখতে আর কোন কোন খাবারের উপর ভরসা রাখবেন জেনে নিন এই প্রতিবেদন থেকে।

আদা : আদা চিবিয়ে খেলে দাঁত পরিষ্কার থাকে। দাঁত শক্তিশালী এবং জীবাণুমুক্ত করে তুলতে হলে অবশ্যই আদা চিবিয়ে খান। এতে দাঁতের মধ্যে জমে থাকা ব্যাকটেরিয়া দূর হবে নিমেষেই।

TOOTH CARE

ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার : দাঁত মজবুত রাখতে এবং দাঁতের ক্ষয় প্রতিরোধ করতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতেই হবে। দুগ্ধজাত খাবার, বাদাম এবং সবুজ শাকের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে। তাই এই খাবারগুলো নিয়মিত খাওয়া উচিত।

প্রোটিনসমৃদ্ধ খাবার : দাঁতের গোড়া মজবুত রাখতে প্রোটিনসমৃদ্ধ খাবার রাখতে হবে ডায়েটে। মাছ, মাংস, ডিম, ডাল, সোয়াবিন শরীরে প্রোটিনের চাহিদা পূরণ করবে।

TOOTH CARE

ফল : দাঁত এবং শরীরের যত্ন নিতে রোজ ফল খেতে হবে। ফলের মধ্যে শুকনো ফল, কলা, নাশপাতি, গাজর, আপেল চিবিয়ে খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে।

ডাবের জল : অনেকে দিনে বহুবার চা কিংবা কফি খেয়ে থাকেন। এতে দাঁতের রং বদলে যায়। চা, কফির বদলে নিয়মিত ডাবের জল এবং গ্রিন টি খেতে পারেন। এতে দাঁতের এনামেল ভালো থাকবে।

DRINK WATER

জল : শরীরের যত্ন নিতে যেমন নিয়মিত প্রচুর পরিমাণে জল পান করতে হবে, তেমনি দাঁতের স্বাস্থ্য ভালো রাখতেও পর্যাপ্ত জল পান করাই উচিত।