ভারতের বিখ্যাত ৬ জাদুকর যারা সারা বিশ্বে দেশের নাম উজ্জ্বল করেছেন

ভারতের ৬ বিখ্যাত জাদুকর যারা জাদু শিল্পকে জীবিত রেখেছেন

6 Famous Magicians who have Kept the Art of Magic alive in India

ম্যাজিক দেখতে আমরা কে না ভালোবাসি! হাত সাফাইয়ের খেলা সব বয়সের সব মানুষের প্রিয়। দেশের নাম যখন ভারতবর্ষ, তখন জাদুবিদ্যা সেখানে শিল্পের মর্যাদা তো পাবেই। প্রাচীন কাল থেকে বিখ্যাত সব জাদুকরের জন্ম হয়েছে এই দেশে। সে ভোজরাজের কন্যা ভানুমতী হোক কিংবা হাল আমলের পিসি সরকার, জাদু কৌশলে প্রত্যেকে এক সে বারকর এক।

বিদেশে জাদু নিয়ে নাচানাচির শেষ নেই। ম্যাজিক নিয়ে ‘দ্যা ইলিউসনিস্ট’, দ্যা প্রেস্টিজ’ এর মতো সিনেমা নির্মিত হয়েছে। ভারতে ম্যাজিক নিয়ে এতটা হুড়োহুড়ি না থাকলেও আট থেকে আশির মোহিত হওয়া আছে। ম্যাজিক দেখে বিস্মতি হওয়ার আনন্দটুকু চেটেপুটে নেয় ভারতীয়রা। হাত সাফাইয়ের খেলা দেখিয়ে মন জয় করে নেওয়া এমনই ৬ জাদুকরের তালিকা করেছি আমরা।

P. C. Sorcar

১) জাদুকর পিসি সরকার (P. C. Sorcar)

জাদু জগতে সবচেয়ে জনপ্রিয় নাম সিনিয়ার পিসি সরকার। স্নাতক পাঠক্রম শেষ করেই জাদুকে পেশা হিসাবে নিয়ে রঙ্গমঞ্চে আবির্ভাব প্রদ্যুতচন্দ্র সরকারের। খুব তাড়াতাড়ি তাঁর খ্যাতি ছড়িয়ে পড়ে বিদেশেও। ম্যাজিকের শো নিয়ে সারা পৃথিবী ঘুরতেন। নিজেই তাঁর ম্যাজিকের নাম দিয়েছিলেন – ইন্দ্রজাল। ভারতে ম্যাজিক আর পিসি সরকার সমার্থক। তাঁর নামে স্ট্যাম্প ছাপিয়ে সম্মানিত করেছে ভারত সরকার।

২) জাদুকর ওপি শর্মা (O. P. Sharma)

প্রধানত উত্তর ভারতে জাদুর ঝাঁপি নিয়ে ঘুরেছেন ওপি শর্মা। ‘জাদুকর’ নামেই তাঁর পরিচয়। তাঁর খেলার পোস্টারে থাকত সবুজ বা ম্যাজেন্টা রঙের একটি মুখ। যোধপুরে একটি বাড়ি ভ্যানিশ করে তিনি প্রচারের আলোয় আসেন।

৩) জাদুকর অশোক ভান্ডারি (Ashok Bhandari)

বহুমুখী প্রতিভা ছিল অশোক ভান্ডারির। জীবনটাই ছিল মস্ত ম্যাজিক। মাত্র ১৫ বছর বয়সেই ডিটারজেন্ট সাবান প্রস্তুতকারক হিসাবে দেশজোড়া নাম করেন। কয়েক বছর পর চলে আসেন বারানসি। সেখানেই ম্যাজিকের প্রতি আকর্ষণ জন্মায়। ম্যাজিকের মাধ্যমে সারা ভারত জুড়ে ধর্মগুরু এবং তান্ত্রিক ক্রিয়াকলাপের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছেন। পড়ুয়াদের মধ্যে জনসচেতনতা বাড়াতে ম্যাজিকের পসরা নিয়ে ঘুরতেন বিভিন্ন স্কুলে।

৪) জাদুকর এবং ছায়া শিল্পী – প্রহ্লাদ আচার্য

কর্ণাটকের উদুপি থেকে উঠে আসা এই ব্রাক্ষন সন্তানকে প্রচারমাধ্যম নাম দিয়েছিল ভারতের হুডিনি। জাদুর সঙ্গে ভেন্ট্রিকুইলিজম এবং ছায়া শিল্পকে মিশিয়েছিলেন আশ্চর্য নিপুণতায়। খেলা দেখাতেন ‘মায়া জাদু’ নামে।
১০ সেকেন্ডের মধ্যে বেঙ্গালুরু সেন্ট্রাল জেল থেকে উধাও হয়ে গিয়ে অবাক করে দেন সবাইকে।

৫) জাদুকর গোপীনাথ মুথুকড়

কেরালা সরকারের দূত হয়ে সাক্ষরতার বার্তা নিয়ে সারা রাজ্য ঘুরেছেন। তিরুবন্তপুরমে এশিয়ার প্রথম ম্যাজিক অ্যাকাডেমির প্রতিষ্ঠা করেন গোপীনাথ। এখন তিনি ভবিষ্যতের জাদুকর তৈরির দায়িত্বে আছেন।

৬) জাদুকর কান্তিলাল

টানা ৬০ বছর ম্যাজিক দেখিয়েছেন জাদুকর কান্তিলাল ভোরা। করেছেন প্রায় ২২০০০ শো। রাজ কাপুর, শাম্মি কাপুর, রাজেন্দ্র কুমার, নার্গিসের মতো তারকারা ছিলেন কান্তিলালের ম্যাজিকের ভক্ত। ‘ধড় থেকে মুণ্ডু আলাদা’ করে দেওয়া ছিল তাঁর জনপ্রিয় ম্যাজিক।