মাদক মামলায় নাম ডুবেছে বলিউডের। আরিয়ান খান মাদক মামলায় মুখরিত হয়ে রয়েছে বলিউড। তবে আরিয়ান একা নন, বলিউডে রয়েছেন এমন ৫ জন সেলিব্রেটি কিড যারা জীবনের কোনও না কোনও পর্যায়ে বিতর্কে জড়িয়েছেন। এদের মধ্যে কয়েকজন তো আবার জেলের ঘানি টেনে এসেছেন। আজকের এই প্রতিবেদনে রইলো বলিউডের সেই বিতর্কিত স্টার কিডদের তালিকা। জেনে নিন কোন অপরাধমূলক কাজের সঙ্গে নাম জড়িয়েছিল তাদের।
সারা আলি খান (Sara Ali Khan) : সেইফ আলি খান এবং অভিনেত্রী অমৃতা সিংয়ের মেয়ে সারা আলি খান। বলিউডের সম্ভ্রান্ত পরিবারের সন্তান তিনি। পিতৃসূত্রে পতৌদি নবাব পরিবারের সঙ্গে তার রক্তের সম্পর্ক। এহেন সারা খুব অল্পদিনের মধ্যেই বলিউডে নাম অর্জন করেছেন। তবে গতবছর সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার তদন্তে সারার নাম জড়িয়ে পড়ে মাদক মামলায়। যদিও স্রেস জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হয়েছিল তাকে।
শ্রদ্ধা কাপুর (Shraddha Kapoor) : বলিউডের জনপ্রিয় অভিনেতা শক্তি কাপুরের মেয়ে শ্রদ্ধা কাপুরও বলিউডের একজন নামী অভিনেত্রী। তবে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলার সঙ্গে সম্পর্কিত মাদক মামলার জন্য শ্রদ্ধা কাপুরকেও জেরা করেছিল এনসিবি। শ্রদ্ধা অবশ্য জেরার মুখে পড়ে মাদক নেওয়ার কথা অস্বীকার করেছেন। তবে তিনি স্বীকার করেছেন যে সুশান্ত সিং রাজপুতের পার্টিতে তিনি যেতেন এবং প্রয়াত অভিনেতা সেই পার্টিতে মাদক নিতেন।
সুরজ পাঞ্চোলি (Suraj Pancholi) : আদিত্য পাঞ্চোলির পুত্র সুরজ পাঞ্চোলিও এক গুরুতর অপরাধের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন। বলিউড অভিনেত্রী তথা সুরজের প্রেমিকা জিয়া খানের আত্মহত্যার ঘটনা তাকে নিয়ে গিয়েছিল ব্যাকফুটে। জিয়া তার সুইসাইডনোটে সুরজের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ এনেছিলেন। যদিও শেষমেষ সেই মামলা থেকে ছাড়া পেয়ে গিয়েছেন সুরজ।
সঞ্জয় দত্ত (Sanjay Dutt) : সুনীল দত্ত এবং নার্গিসপুত্র সঞ্জয় দত্তের সঙ্গে বিতর্ক বারবার জড়িয়েছে। কখনও বেআইনি অস্ত্র রাখার অপরাধে, কখনও আবার দেশদ্রোহিতার অভিযোগে, আবার বোমা বিস্ফোরণ এবং মাদক মামলাতেও নাম জড়িয়েছে সঞ্জয়ের। মামলার পরিপ্রেক্ষিতে বেশ কিছু দিন জেলেও কাটাতে হয়েছে তাকে।
আরিয়ান খান (Aryan Khan) : বলিউডের বাদশা শাহরুখ খানের পুত্র আরিয়ান সদ্য মাদক মামলায় জড়িয়েছেন। বিগত বেশ কয়েক সপ্তাহ ধরে জেল হেফাজতে রয়েছেন তিনি। তবে শুধু মাদক মামলা নয়, এর আগে আরিয়ানের একটি এমএমএসও নাকি ফাঁস হয়ে গিয়েছিল নেট মাধ্যমে। যদিও পরে সেসব মিথ্যা বলেই প্রমাণ হয়েছিল।