অভাব যাবে না, পথের ভিখিরি করে ছাড়বে, বাড়িতে ভুলেও যেন এই ৪টি গাছ লাগাবেন না

চরম অর্থকষ্ট গ্রাস করবে, ঘোর বিপদে পড়বে পরিবার, বাড়িতে যেন ভুলেও লাগাবেন না এই ৪ টি গাছ

4 Plants That Can Causes Financial Problems If You Kept Them At Home

জঙ্গলের বড় বড় গাছ কেটে সেখানে সুদৃশ্য ফ্ল্যাট বা বাড়ি গড়ে তোলা হচ্ছে দিনের পর দিন। মাইলের পর মাইল বন জঙ্গল ধ্বংস করে সেখানে গড়ে উঠছে কংক্রিটের শহর। তবে শহরের বহু মানুষ প্রকৃতির সংস্পর্শে থাকতে বাড়িতেই ছোট করে বাগান তৈরি করে নেন। বাড়িতে জমি না থাকলেও ছাদে কিংবা বারান্দাতে গাছ লাগাতে (Tree Plantation) পছন্দ করেন অনেকেই।

বিভিন্ন ধরনের ফুল এবং ফলের গাছ আজকাল টবেই একটু যত্ন নিলে বেশ বেড়ে ওঠে। গাছের বাজারে ফুল গাছ ফলের গাছের পাশাপাশি বনসাইয়েরও বেশ চাহিদা গড়ে উঠছে দিনের পর দিন। তবে জানেন কি কিছু কিছু গাছ বাড়িতে যেমন শুভ ফল দেয় তেমনই কিছু গাছ বাড়িতে অশুভ প্রভাব ডেকে আনে? আজ এই প্রতিবেদন থেকে জেনে নিন কোন কোন গাছ বাড়িতে রাখলে জীবনে অর্থনৈতিক টানাটানির (Indoor Plants Causes Financial Crisis) সম্মুখীন হতে হয়।

Bonsai

বনসাই : বনসাই গাছ প্রথমত বাগান কিংবা ঘর সাজাতে ব্যবহার করা হয়ে থাকে। এই গাছের তেমন বিশেষ কোনও যত্ন নিতে হয় না। ঘরের এক কোণে রেখে দিলেও বেশ থাকে। কিন্তু বাস্তু মতে এই গাছ ঘরে রাখা একদমই ঠিক নয়। এতে অর্থনৈতিক সংকট নেমে আসতে পারে।

খেজুর গাছ : খেজুর গাছ দেখতেও ভাল, আবার এর ফল ভীষণ সুস্বাদু। যে কারণে বাড়িতে জমি থাকলে অনেকেই খেজুর গাছ পুঁতে রাখেন। কিন্তু এই গাছটিও বাড়িতে না রাখাই ভাল। কারণ এই গাছ নাকি বাড়িতে অশুভ প্রভাব বৃদ্ধি করে।

cactus (1)

কাঁটা জাতীয় গাছ : যারা গাছের পরিচর্যা করতে পছন্দ করেন তাদের মধ্যে অনেকেই ক্যাকটাস ভীষণ পছন্দ করেন। খুব কম যত্নে এই গাছগুলিকে বাড়িতে রাখা যায়। আবার ক্যাকটাসের ফুলগুলিও দেখতে বেশ সুন্দর হয়। তবে কাঁটা জাতীয় গাছ বাড়িতে রাখলে জীবন কন্টকময় হয়।

banyan tree

বটগাছ বা অশ্বথ্থ গাছ : বাড়িতে কখনও বট বা অশ্বথ্থ গাছ রাখা উচিত নয়। এই গাছগুলো মন্দিরের জন্য শুভ, কিন্তু বাড়ির জন্য একেবারেই শুভ নয়। বাড়িতে এই গাছ রাখলে জীবন ছারখার হয়ে যায়।