ব্লুজ প্রোডাকশন হাউজের অন্যান্য ধারাবাহিকের মতো গঙ্গারামও অত্যন্ত জনপ্রিয় একটি ধারাবাহিক। রাত সাড়ে নয়টার সময় স্লট লিড করা এই ধারাবাহিক বিগত কয়েক মাস ধরে টেলি অনুরাগীদের মন জিতে নিয়েছে। এই ধারাবাহিকে গ্রাম্য ছেলে গঙ্গারাম ও শহুরে আধুনিক মেয়ে টায়রার কেমিস্ট্রি ফুটিয়ে তোলা হয়েছে।
একদিকে গ্রামের ছেলে গঙ্গারাম যে তথাকথিত শিক্ষায় শিক্ষিত না হলেও সংগীতের শিক্ষায় শিক্ষিত, অন্যদিকে উচ্চশিক্ষায় শিক্ষিত শহুরে মেয়ে টায়রা দুটো ভিন্নধর্মী বিপরীতমুখী মানুষের এই সমান্তরাল জীবন কখনো কি এক লাইনে এসে মিলবে? এই নিয়েই গল্প।
গঙ্গারাম ধারাবাহিকে নাম ভূমিকায় রয়েছেন অভিষেক বোস, অন্যদিকে নায়িকা অর্থাৎ টায়রার চরিত্রে অভিনয় করছেন সোহিনী গুহরায়। স্যামিকে ভালোবাসতো টায়রা। স্যামি একজন হিরো হলেও একজন চরিত্রহীন মানুষ। স্যামির সাথেই টায়রার বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু বিয়ের রাতে পুলিশ স্যামিকে তুলে নিয়ে চলে যায় আর ব্যান্ড মাস্টার গঙ্গারামের সাথে টায়রার বিয়ে হয়ে যায়।
অজ্ঞান অবস্থায় ব্যান্ডমাস্টার গঙ্গারাম টায়রার সিঁথিতে সিঁদুর দিয়েছিল। জ্ঞান ফিরতে সেই বিয়ে অস্বীকার করে টায়রা, তখন টায়রার বাবা তাকে চ্যালেঞ্জ করে বলে ৩০ দিন গঙ্গারামের বাড়িতে গিয়ে তার বৌ হয়ে থাকতে। এই ৩০ দিনের মধ্যে যদি গঙ্গারামের মধ্যে কোন গুণ দেখতে না পায় টায়রা তাহলে সে ফিরে আসবে তার পুরোনো জীবনে।
টায়রাও নিশ্চিত হয়ে যায় যে এই বিয়ের মেয়াদ ৩০ দিনের তারপরই সে স্যামিকে বিয়ে করবে। কিন্তু মানুষ ভাবে এক আর হয় আরেক। গঙ্গারামের সাথে থাকতে থাকতে টায়রার অনেক পরিবর্তন দেখা যায়। সে একদিনের জন্য হলেও তার শ্বশুরের কথা মেনে মাথায় সিঁদুর দিয়ে,পায়ে আলতা পরে, শাড়ি পরে আবার শ্বশুর বাড়ির লোক অভুক্ত আছে জেনে নিজে না খেয়েই খাবার জোগাড় করতে ছোটে। শাশুড়ি মায়ের কষ্টের কথা ভেবে বিভিন্ন রকম আধুনিক যন্ত্রপাতি কিনে আনে , এখানেই শেষ নয় গঙ্গারামের জীবনে গানের দিদিমনি রেনির উপস্থিতি দেখে সে ঈর্ষান্বিত বোধ করে।
কিছুদিন আগেই ধারাবাহিকে দেখা গেছে যে,স্যামি গঙ্গারামের বাড়ি এসে ৩০ দিন বিয়ের মেয়াদ শেষের কথা মনে করিয়ে ব্যান্ডমাস্টার গঙ্গারামকে টাকা দিয়ে তার আর টায়রার বিয়েতে ব্যান্ড বাজানোর কথা বলে, গঙ্গারাম এতে রাজি হলে টায়রা রেগে যায় আর ৩০ দিন শেষের কথা ভেবে বৃষ্টিতে দাঁড়িয়ে কাঁদতে থাকে, গঙ্গারাম তার মাথায় এসে ছাতা ধরে আর টায়রার প্রতি তার অনুভূতির কথা জানায়।গঙ্গার তাকে স্পর্শ করতে ইচ্ছে করছে শুনেও এই প্রথম টায়রা গঙ্গারামের উপর রেগে যায় না বরং উল্টে বলে, ‘আমার সঙ্গে তুমি ছোঁয়াছুয়ি খেলবে?’
ধারাবাহিকের নতুন প্রোমোতে আবার দেখানো হচ্ছে যে বৃষ্টিভেজা ওয়েদার এর মধ্যে গঙ্গার মাথায় রেনিকে ছাতা ধরতে দেখে কাঁদতে থাকে টায়রা। কিন্তু কেন টায়রার এই কান্না? তবে কি সহজ-সরল গঙ্গারামকে ভালোবেসে ফেলল টায়রা?
আরও পড়ুন : রাণী রাসমণীর মা ভবতারিণী বাস্তবে কে, রইলো অভিনেত্রীর আসল পরিচয়
৩০ দিন অতিক্রম হয়ে গেলে সে কি আর গঙ্গারামকে ছেড়ে যেতে পারবেনা? সবমিলিয়ে গঙ্গারাম ধারাবাহিকে যে একটা বড় চমক আসতে চলেছে তা বোঝাই যাচ্ছে, সেই চমক কী তা জানতে হলে অবশ্যই গঙ্গারাম ধারাবাহিক দেখতে হবে।