বেঁচে যাবে পার্লারের হাজার হাজার টাকা, ২০ মিনিটে গোল্ডেন গ্লো এনে দেবে হলুদের এই ৩ ফেসপ্যাক

সোনার মত চকচক করবে ত্বক, হলুদের এই ৩ টি ফেসপ্যাক ত্বকে এনে দেয় সোনার মত উজ্জ্বলতা

3 DIY Facepacks Made By Turmeric For Best Result On Face

ত্বকের পরিচর্যায় বাজার চলতি নামিদামি কোম্পানির ফেসওয়াস, ফেসপ্যাক কিংবা ক্রিম ব্যবহার করার তুলনায় অনেকেই ঘরের তৈরি সামগ্রী ব্যবহার করতে পছন্দ করেন। ঘরোয়া টোটকাতে যদি প্রাকৃতিক জেল্লা পেতে চান তাহলে তার জন্য ভরসা রাখুন রূপচর্চার ঘরোয়া উপকরণের উপর। তার জন্য দারুণ উপকারি হল হলুদ (Uses Of Turmeric For Glowing Skin)।

হলুদ রূপচর্চার একটি প্রাকৃতিক উপাদান যা শত শত বছর ধরে মহিলারা তাদের সৌন্দর্য রক্ষার কাজে ব্যবহার করে আসছেন। রান্নায় ব্যবহৃত হলুদের তুলনায় কাঁচা হলুদের গুনাগুন এক্ষেত্রে অনেক বেশি। আজ এই প্রতিবেদনে হলুদের তৈরি এমন তিনটি ফেসপ্যাকের (Three DIY Face Pack Made By Turmeric) সন্ধান রইল যা আপনার ত্বককে প্রাকৃতিকভাবে উজ্জ্বল করে তুলবে।

হলুদ, দুধ এবং আমন্ড পাউডারের ফেসপ্যাক : হলুদ ত্বকের জন্য খুবই উপকারী। এর মধ্যে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ইনফ্লেমেটরি প্রপারটিস। এই ফেসপ্যাকের মধ্যে আমন্ড পাউডার এবং দুধ ব্যবহার করা হয়েছে যা ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং জেল্লা ফিরিয়ে দেয়।

একটি পাত্রের মধ্যে হলুদ গুঁড়ো নিয়ে তার সঙ্গে আমন্ড পাউডার ও পরিমাণ মত দুধ মিশিয়ে একটা ঘন পেস্ট তৈরি করুন। তারপর সেটা নিজের মুখে লাগিয়ে রাখুন। ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করার পর মুখ ধুয়ে ফেলতে হবে। আমন্ড পাউডার প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করবে। দুধ ত্বকের ময়লা দূর করবে এবং হলুদ চেহারাতে গোল্ডেন গ্লো এনে দেবে।

হলুদ, মুলতানি মাটি এবং টক দইয়ের ফেসপ্যাক : ত্বক যদি খুব বেশি তৈলাক্ত কিংবা সাধারণ হয় তাহলে এই ফেসপ্যাকের ব্যবহার খুবই উপকার করবে। একটি পাত্রে এক টেবিল চামচ দই, এক চা চামচ মুলতানি মাটি এবং এক চিমটে হলুদ নিয়ে মিশিয়ে একটা পেস্ট বানিয়ে নিন। এর মধ্যে গোলাপজল মেশাতে পারেন। এবার ১০ থেকে ১২ মিনিট মুখে রেখে ধুয়ে ফেলুন।

হলুদ এবং চন্দনের ফেসপ্যাক : রূপচর্চায় হলুদের পাশাপাশি চন্দনের ব্যবহারের প্রচলন বছরের পর বছর ধরে চলে আসছে। ত্বকের যত্নে হলুদ-চন্দনের ফেসপ্যাকের তুলনা নেই কোনও। একটি পাত্রে চন্দনের গুঁড়ো এবং সামান্য হলুদ গুঁড়ো নিন। তারপর গোলাপজল দিয়ে মিশিয়ে মুখে এবং ঘাড়ে মেখে ১০ থেকে ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ধুয়ে ফেলুন।