ডিলিট করুন সমস্ত চীনা অ্যাপ, পরিবর্তে ব্যবহার করুন এইসব অ্যাপ

নিরস্ত্র ভারতীয় সেনাদের উপর পেরেক লাগানো ব্যাট দিয়ে হামলা চালিয়েছে চিনা সৈন্যরা।শহিদ হয়েছেন দেশের ২০ জন বীর জওয়ান। ভারতীয় সেনার এই পরিণতিতে ফুঁসছে গোটা দেশ। শুরু হয়েছে বয়কট চায়না কর্মসূচি। কেউ রাস্তায় টিভি ভেঙে, ক্যামেরা ভেঙে কেউ তাঁর মোবাইল থেকে একের পর এক চিনা অ্যাপ ডিলিট করে প্রতিবাদ করছেন।

চিনের কম্পানিগুলির তৈরি অ্যাপের তুমুল জনপ্রিয়তা ভারতে। তাই অনেকেই এই মূহুর্তে ভাবছেন এই অ্যাপগুলি ডিলিট করলে বিকল্প কী ব্যবহার করবেন। টিকটক, শেয়ারইট, ক্যামস্ক্যানার এর মতো অ্যাপ অনেকে ডিলিট করতে চাইলেও বুঝতে পারছেন না এর বিকল্পে কী ব্যবহার করা যাবে।

চীনের তৈরি অ্যাপে যে সমস্যা

একটি তথ্য সুরক্ষা সমীক্ষায় উঠে এসেছে যে Helo, Shareit এবং UC Browser মতো জনপ্রিয় চীনা অ্যাপগুলি ব্যবহারকারীদের ডেটা প্রায় সাতটি বিদেশী সংস্থায় স্থানান্তর করে। এছাড়াও টিকটক চীন টেলিকমকে তার ডেটা প্রেরণ করে, অন্যদিকে ভিগো ভিডিও তার তথ্য টেনসেন্টকে সরবরাহ করে, বিউটিপ্লাস তার ডেটা Meitu কে এবং কিউকিউ এবং ইউসি ব্রাউজারের ডেটা তার মূল সংস্থা আলিবাবার কাছে পৌঁছায়। চীনা অ্যাপের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি ও প্রতারণার অভিযোগও রয়েছে। তাই ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি ৫২ টি চীনা অ্যাপকেও ব্লক করার জন্য কেন্দ্র কাছে প্রস্তাব পাঠিয়েছে।

বর্তমানে সবথেকে জনপ্রিয় অ্যাপ TikTok, Helo, Likee। চীনা কোম্পানি এই অ্যাপ গুলিতে প্রচুর টাকা যেমন বিনিয়োগ করেছে তেমনি এই অ্যাপগুলি থেকে চীন প্রচুর টাকা আয় করে। তাই এই পরিস্থিতিতে এই দুটি অ্যাপ ব্যবহার না করে একই ধরনের যে অ্যাপ ব্যবহার করতে পারেন সেটি হল ShareChat, Bolo Indya, Roposo। এছাড়া ভিডিও শেয়ার করার জন্য YouTube এবং Instagram তো আছেই।

চীনা কোম্পানির তৈরি দ্বিতীয় সর্বাধিক জনপ্রিয় ভারতীয় এক হল Cam Scanner। এই অ্যাপের মাধ্যমে খুব সহজেই ক্যামেরা দিয়ে কোন ছবি স্ক্যান করে ডকুমেন্ট ফরম্যাট এ আনা যায়। এই অ্যাপ এর বদলে যে অ্যাপ ব্যবহার করা যেতে পারে সেগুলি হল Doc Scanner, Adobe Scan, Micosoft Lense.

এই তালিকায় তৃতীয় সর্বাধিক জনপ্রিয় অ্যাপ হলো UC Browser। এর বিকল্প ব্যবহার করুন Jio Browser, Chrome, Firefox, Opera

অনলাইন শপিং করার জন্য Club Factory, Shein এই চীনা অ্যাপ এর পরিবর্তে ব্যবহার করুন Flipkart, Amazon, Koovs, Tatacliq.

ভিডিয়ো কনফারেন্সিং অ্যাপ Zoom-এর সঙ্গে জড়িত রয়েছেন এক অনাবাসী চৈনিক ইঞ্জিনিয়ার। তবে এটি একটি এক মার্কিন সংস্থার মালিকানাধিন। যদিও এটি নিরাপদ নয়, এর পরিবর্তে ব্যবহার করুন Google Meet

আরও পড়ুন :- ডিলিট করুন ৫৩ টি চীনা অ্যাপ, কেন্দ্রকে তালিকা দিল ইন্ডিয়ান ইন্টেলিজেন্স এজেন্সি

বি:দ্র: জনপ্রিয় গেম PUBG (প্লেয়ার আননোনস্ ব্যাটেল গ্রাউন্ড)-কে অনেকে চিনা অ্যাপ মনে করেন, এটি একটি দক্ষিণ কোরিয়ার ভিডিয়ো গেম কম্পানি ব্লুহোল-এর তৈরি।

একনজরে চীনা অ্যাপের বিকল্প

১. TikTok, Hello, Likee  এর পরিবর্তে ব্যবহার করুন Bolo Indya, Roposo, Youtube/Insya।

২. Zoom এর পরিবর্তে ব্যবহার করুন Google Meet

৩. Helo এর পরিবর্তে ব্যবহার করুন ShareChat।

৪. ShareIt, Xender এর পরিবর্তে ব্যবহার করুন Files by Google, Jio Switch, Share all।

৫. UC Browser এর পরিবর্তে ব্যবহার করুন Google Chrome, Jio Browser, Firefox।

৬. CamScanner এর পরিবর্তে ব্যবহার করুন Adobe Scan, Microsoft Lens, Doc Scanner।

৭. BeautyPlus এর পরিবর্তে ব্যবহার করুন B612 Beauty and Filter Camera, Candy Camera।

৮. Club Factory, Shein এর পরিবর্তে ব্যবহার করুন Flipkart, Amazon India, Koovs, Tatacliq।

৯. App Lock এর পরিবর্তে ব্যবহার করুন Norton App Lock।

১০. VivaVideo এর পরিবর্তে ব্যবহার করুন KineMaster, Adobe Premier Rush, PowerDirector।

১১. LiveMe, Kwai এর পরিবর্তে ব্যবহার করুন Periscope।

১২. UC News এর পরিবর্তে ব্যবহার করুন Google News।

১৩. Parallel Space এর পরিবর্তে ব্যবহার করুন App Cloner, Clone App-App Cloner & Dual App।

১৪. U Dictionary এর পরিবর্তে ব্যবহার করুন English Bangla Dictionary।