একজন বাঙালি প্রতিবেশীর মধ্যে যে ১০টি গুন পাওয়া যায়

‘যদি হও সুজন, তেঁতুল পাতায় ৯ জন’। কিন্তু সুজন প্রতিবেশী কোথায় মিলবে? ভদ্র, বিনয়ী পাশের বাড়ি পাওয়া ভাগ্যের ব্যাপার! বিশেষ করে বাঙালির মধ্যে! পিএনপিসি থেকে ঝগড়া, প্রতিবেশীদের কমন গুণ। এরপরেও নিস্তার নেই। প্রতি মুহূর্তে কোনও কোনও ব্যাপারে পাশের জনকে জ্বালিয়ে মারবে। রীতিমতো হিংসুটে।
এখানে আমরা খোঁজার চেষ্টা করেছি প্রতিবেশীর সেইসব গুণ, যাতে আদরের ছলে চলতে থাকে অতাচার!

Source

১) ‘ভগবানকে নাম পর কুছ দেদো’

সময়-অসময়ে দরজায় খটখট। খুলতেই হাসি হাসি মুখে প্রতিবেশী  ‘এই তোমার কাছে একটু চায়ের পাতা হবে, আমারটা একদম ফুরিয়ে গেছে’ থেকে দুধ, চারটে আলু হয়ে গোলমরিচও চেয়ে ফেলে অনায়াসে। সরাসরি বাজারে যাবে না এঁরা! ফ্রি-তে কিছু পেলেই হল- আমাকেও দাও!

Source

২) কত বেতন পাও ?

কেউ নতুন চাকরি পেয়েছে। প্রতিবেশীর প্রথম  প্রশ্নই হবে ‘কত মাইনে পাচ্ছ?’ গোপনীয়তার দফারফা! কে কি মনে করল থোড়াই কেয়ার!
কেউ যদি উল্টে বলে, ‘আমায় জামাই না-কি?’

আরো পড়ুন : বিশ্বের বিখ্যাত ৯ রাষ্ট্রনেতার বেতন ও অন্যান্য সুবিধা

Source

৩) CCTV ক্যামেরা!

ছাদে, পার্কে কি বাজারে, যেখানেই দেখা হোক প্যাটপ্যাট করে তাকিয়ে থাকবে। সঙ্গে বান্ধবী থাকলে তো কথাই নেই। চোখই সরাবে না। আর যেখানেই দেখা হোক সেটা বাড়িতে এসে রিপোর্টারের মতো মা’কে সবিস্তারে খুঁটিনাটি জানাবে। নাহলে পেটের ভাত হজম হবে না!

Source

৪) বিয়ে করছ কবে?

প্রত্যেকের কিছু স্বপ্ন থাকে। লক্ষ্য থাকে। নিজের মতো করে বাঁচার ইচ্ছা লালন করেন অনেকে। কিন্তু ‘বিয়ের বয়স’ এসে গেছে! বাবা-মা কিছু না বললেও প্রতিবেশিদের হাত থেকে রেহাই নেই। তারাই অভিভাবকের বুঝিয়ে দেবে, বিয়ে কতটা জরুরী! শেষ পর্যন্ত আপনার মা-বাবাও রাজি হয়ে যাবেন কারণ,’লোকে কী বলবে?’

আরো পড়ুন : প্রেম করে বিয়ের ১০টি সুবিধা ও অসুবিধা

Source

৫) পরনিন্দা পরচর্চা

এরা পিএনপিসি ছাড়া বাঁচবে না। সবার সমস্ত খবর এবং খারাপ খবর জানিয়ে বলবে, ‘ইসসস, কাউকে বলবেন না যেন!’

Source

৬) উচ্চকিত

প্রতিবেশীরা আসবে যখন আত্মীয়-পরিজন নিয়ে সদলবলে। এসেই চিৎকার, চেঁচামেচি, হুল্লোড় শুরু। কিন্তু টিভি-তে ম্যাচ দেখার সময় এসে বলবে, ‘একটু আস্তে চালান, বাচ্চার পরীক্ষা।’

আরো পড়ুন : ভারতের সবথেকে নিরাপদ ১০টি শহর

Source

৭) কি খবর?

দেখা হলেই জিজ্ঞাসা ‘কিহে খবর কী?’ যেন শেষ কীর্তির পর নতুন কি ঘটল জানতে চাইছে! অন্যের পূঙ্খানুপুঙ্খ খবর এঁদের রাখতেই হবে। যেন নিজেদের কোনও সমস্যা নেই!

Source

৮) ‘একটু মানিয়ে নাও!’

নিজের বাড়ির সামনে জায়গা নেই। তবু গাড়ি কিনে ফেলেছে। পার্ক করছে আপনার বাড়ির সামনে! আপনি কিছু বলতে গেলে অজুহাত রেডি, ‘একটু মানিয়ে নাও।’

Source

৯) ছিঁচকাঁদুনে বাচ্চা

শিশুদের কে না ভালোবাসে! কিন্তু কোনও শিশু পরিত্রাহি কাঁদছে অথচ তার মা-বাবা নির্বিকার, এমন পরিস্থিতিতে মাথা ঠাণ্ডা রাখা কঠিন।

আরো পড়ুন : ১০ টি হাস্যকর জিনিস যা শুধুমাত্র বাংলা সিরিয়ালেই দেখা যায়

Source

১০) বিবাদ

সবসমইয়েই প্রতিবেশীর সঙ্গে কোনও না কোনও বিষয় নিয়ে লেগে আছে। খুব জোর দু-চারদিন বাদ যেতে পারে। তারপরেই নতুন করে শুরু। বিষয় যা খুশি হতে পারে!

আমাদের প্রতিটি পোস্ট WhatsApp-এ পেতে ⇒ এখানে ক্লিক করুন